অ্যাপশহর

Saturn In Capricorn: ৬ মাস শনির নেক নজরে তিন রাশির জাতক! ভাগ্যোদয়, ধন লাভের প্রবল যোগ কপালে

July Month-এ বক্রি গতিতেই নিজের প্রিয় রাশিতে প্রবেশ করবেন শনি। জ্যোতিষ শাস্ত্রে শনিকে কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারীর পদ প্রদান করা হয়েছে। ব্যক্তির ভালো-মন্দ কর্ম বিচার করে ফল দিয়ে থাকেন শনি। ১২ জুলাই বক্রি গতিতে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকরে প্রবেশ করবে শনি। এর পর আগামী জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই ভ্রমণ করবেন কর্মফলদাতা। এ সময় সমস্ত রাশির ওপর শনির প্রভাব পড়লেও তিনটি রাশির জাতকদের ভাগ্যোদয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 27 Jun 2022, 9:46 am
Lord Shani বর্তমানে কুম্ভ রাশিতে গোচর করছেন। ৩০ বছর পর ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন শনি। তার পর গত ৫ জুন এই রাশিতে বক্রি হয়েছিলেন শনি। এবার বক্রি অবস্থাতেই মকর রাশিতে প্রবেশ করবেন কর্মফলদাতা। এর ফলে সমস্ত রাশির জাতকদের ওপর প্রভাব পড়বে। জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২০ সাল থেকে মকর রাশিতে বিচরণ করছিলেন শনি। ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করে এই গ্রহ। এবার ১২ জুলাই ফের বক্রি হেঁটে স্বরাশি মকরে প্রবেশ করবেন কর্মফলদাতা। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবেন শনি। ১৭ জানুয়ারি ২০২৩ সালে মকর থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে শনি। অতএব ৬ মাসেরও বেশি সময় মকর রাশিতে শনি ভ্রমণ করবেন। সমস্ত রাশির ওপর এর প্রভাব পড়লেও, তিনটি রাশির জাতকদের এ সময় ধন লাভ ও ভাগ্যোদয়ের প্রবল যোগ রয়েছে। উল্লেখ্য শনি কর্ম বিচার করে ন্যায় করে থাকেন। পাশাপাশি জ্যোতিষে ব্যক্তিকে আয়ু প্রদাতা হিসেবেও চিহ্নিত করা হয়।
EiSamay.Com shani devta
Karmaphal Data: শনি কর্মফলদাতা, কর্ম অনুযায়ী ফল প্রদান করেন


২৭ জুনে রাহু-মঙ্গলের বিপজ্জনক অঙ্গারক যোগ, সমস্যা বাড়তে পারে ৩ রাশির
বৃষ রাশি


মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতকদের ভালো লাভ প্রদান করবে বক্রি শনি। শনি এ সময় আপনার নবম স্থানে গোচর করবেন। এ কারণে চাকরির ভালো সুযোগ পাবেন বৃষ রাশির জাতকরা। পাশাপাশি চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধিও হতে পারে। কেরিয়ারে ভালো উন্নতি সম্ভব। বৃষ রাশির যে জাতকরা নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সময় অনুকূল। কর্মক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন। শুক্র বৃষ রাশির অধিপতি। জ্যোতিষ অনুযায়ী শুক্র ও শনির মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই শনির গোচরের ফলে বৃষ রাশির জাতকদের লাভ হবে। এ ছাড়াও শনি বৃষ রাশির ভাগ্য স্থানের অধিপতি। তাই ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। আটকে থাকা কাজও পূর্ণ হবে।

স্ত্রীর অত্যন্ত বাধ্য হন এই রাশির স্বামী, ভয়ও পান তাঁদের
ধনু রাশি

১২ জুলাই থেকে ভালো দিন শুরু হতে চলেছে ধনু রাশির জাতকদের। শনি আপনার গোচর কোষ্ঠীর দ্বিতীয় অর্থাৎ অর্থ ও বাণীর স্থানে গোচর করবে। এ সময় আকস্মিক অর্থ লাভ হতে পারে ধনু রাশির জাতকদের। পাশাপাশি যে জাতকরা ব্যবসায় কোনও লগ্নি করতে চান, তাঁদের জন্যও সময় অনুকূল। আবার ধনু রাশির কোনও জাতক অংশীদারীত্বের ব্যবসা শুরু করতে চাইলে, তাঁরাও শনির আশীর্বাদে এ সময় নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। অন্য দিকে বাণীর সঙ্গে সম্পর্কযুক্ত কেরিয়ার রয়েছে যে জাতকদের তাঁদেরও এ সময় বিশেষ লাভ হবে। আটকে থাকা কাজ পূর্ণ হবে।

সঙ্গীর প্রতিটি পদক্ষেপে চোখ রাখেন এই ৪ রাশির সন্দেহবাতিক জাতকরা
মীন রাশি

আয়ু প্রদানকারী গ্রহ শনি এ সময় মীন রাশির জাতকদের একাদশ স্থানে গোচর করবে। জ্যোতিষে একে আয় ও লাভের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় মীন রাশির জাতকরা ব্যবসায় ভালো ধন লাভ করবেন। একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করবেন। এমনকি বিভিন্ন উৎস থেকে আয়ের পথ উন্মুক্ত হবে। ব্যবসায় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। শনি এই রাশির দ্বাদশ স্থানের অধিপতি। তাই কেরিয়ারে ভালো উন্নতির যোগ রয়েছে। পাশাপাশি নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন মীন রাশির জাতকরা। শনির গোচর কালে যাত্রার মাধ্যমে অর্থ উপার্জন করতে সফল হবেন। ব্যবসায় লগ্নির জন্য ভালো সময়। এ সময় কোনও পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। আইন-আদালতের মামলা চলতে থাকলে তাতে সাফল্য লাভ করতে পারেন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং