অ্যাপশহর

Mercury Transit: জুলাইয়ের শেষ দিন সিংহে গোচর বুধের, অগাস্ট জুড়ে প্রচুর লাভ ৫ রাশির

Mercury Transit অর্থাত্‍ বুধ গ্রহ আগামী ৩১ জুলাই রাত ৩টে ৪৫ মিনিটে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। ২১ অগাস্ট পর্যন্ত সিংহ রাশিতে বুধের অবস্থানের প্রভাবে রাশিচক্রের পাঁচটি রাশি বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন। মধ্যরাতের এই গোচর কোন কোন রাশির জাতকদের জীবনে বিশেষ শুভ ফল আনতে চলেছে তা জেনে নিন।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 27 Jul 2022, 9:49 am
Mercury Transit অর্থাত্‍ বুধ গ্রহের গোচর হতে চলেছে আগামী ৩১ জুলাই রাত ৩টে ৪৫ মিনিটে। ক্যালেন্ডারের হিসেবে তখন ১ অগাস্ট। কর্কট রাশি ত্যাগ করে সেদিন সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। আগামী ২১ অগাস্ট পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে বুধ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধকে Prince Planet অর্থাত্‍ নবগ্রহের মধ্যে রাজপুত্র বলে মনে করা হয়। মিথুন ও কন্যা রাশির গ্রহ অধিপতি হল বুধ। আকার ও আয়তনে বুধ অতি ক্ষুদ্র হলেও জ্যোতিষশাস্ত্রে বুধকে অন্যতম প্রধান গ্রহ হিসেবে মনে করা হয়। তাই বুধের অবস্থান পরিবর্তন জ্যোতিষ অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বুধের অবস্থান পরিবর্তিত হলে বোধ-বুদ্ধি ও ব্যবসার উপর তার প্রভাব পড়ে। দেখে নিন সিংহ রাশিতে বুধের গোচরের ফলে প্রায় গোটা অগাস্ট মাস জুড়ে কোন কোন রাশির জাতকরা উপকৃত হতে চলেছেন।
EiSamay.Com mercury transit in leo at the end of july these zodiac signs will benefit in august
Mercury Transit: জুলাইয়ের শেষ দিন সিংহে গোচর বুধের, অগাস্ট জুড়ে প্রচুর লাভ ৫ রাশির


​মেষ রাশিতে (Aries) বুধের গোচরের প্রভাব

সিংহ রাশিতে বুধের গোচরের প্রভাবে এনার্জি আরও বাড়তে চলেছে মেষ রাশির জাতকদের। আপনি মেষ রাশির জাতক হলে অগাস্ট মাসে সন্তানের দিক থেকে কোনও ভালো খবর পেতে চলেছেন। এই সময় আপনার মন খুব ভালো ও ফুরফুরে থাকবে। আপনার মাথার উপর থেকে অতিরিক্ত বোঝা সরে যাবে। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে দিনের শেষে মেষ রাশির কাজ অফিসে প্রশংসিত হবে। বড় কাজের দায়িত্ব পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তিও বাড়বে। মনের মানুষের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ারও সম্ভাবনা আছে।

​সিংহ রাশিতে (Leo) বুধের গোচরের প্রভাব

সিংহ রাশির প্রথম ঘরে গোচর হবে বুধ গ্রহের। আপনি সিংহ রাশির জাতক হলে অগাস্ট মাস আপনার জন্য দারুণ কাটতে চলেছে। এই সময় আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে এবং অন্যদের উপর নিজের প্রভাব আরও বেশি করে বিস্তার করতে পারবেন সিংহ রাশির জাতকরা। নতুন কোনও পরিকল্পনার উপর কাজ করলে, এই সময়টা সিংহ রাশির জন্য ফলদায়ক হতে চলেছে। ব্যবসা থেকেও ভালো লাভ পেতে চলেছেন। তবে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি সিংহ রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে খুব সুন্দর সময় কাটাবেন আপনি।

​কন্যা রাশিতে (Virgo) বুধের গোচরের প্রভাব

সিংহ রাশিতে বুধের গোচর দারুণ দিন আনতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। কন্য়া রাশির ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। আপনি কন্যা রাশির জাতক হলে অগাস্ট মাসে আপনার পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও আরও মজবুত হবে। সন্তানদের সঙ্গেও ভালো সময় কাটাবেন কন্যার জাতকরা। তবে স্বাস্থ্যের দিকে কিছু কিছু সমস্যা মাথা চাড়া দিতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, এই সময় ভালো খবর পেতে পারেন। যাঁদের নিজেদের ব্যবসা আছে, অগাস্টে মোটা লাভের মুখ দেখবেন।


আরও পড়ুন: প্রাণচঞ্চল এই ৩ রাশির মেয়েরা, সহজেই এদের প্রেমে পড়েন সবাই!

​ধনু রাশিতে (Sagittarius) বুধের গোচরের প্রভাব

জুলাইয়ের একদম শেষ মুহূর্তে বুধের অবস্থান পরিবর্তনের প্রভাবে লাভবান হতে চলেছেন ধনু রাশির জাতকরা। বিশেষ ধনু রাশির জাতক যাঁরা বিবাহিত, তাঁরা দাম্পত্য সম্পর্ক সুখ ও শান্তিতে কাটাবেন। অন্যদিকে যাঁরা এখনও অবিবাহিত, এই মাসেই জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। আপনি ধনু রাশির জাতক হলে এই মাসে আপনার বাড়িতে কোনও ধর্মীয় ক্রিয়া আয়োজিত হতে পারে। এতে আপনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করবেন। অগাস্টে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন ধনু রাশির জাতকরা। কর্মক্ষেত্রে কিছু কিছু বাধার মুখে পড়লেও, কঠোর পরিশ্রম করলে সব বাধা কেটে যাবে।

​কুম্ভ রাশিতে (Aquarius) বুধের গোচরের প্রভাব

সিংহ রাশিতে বুধের গোচর দারুণ পজিটিভ ফল নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতকদের জীবনে। আপনি কুম্ভ রাশির জাতক হলে কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন আপনি এবং আপনার কাজ অফিসে সিনিয়র অফিসারদের প্রশংসা পাবে। বিয়ের উপযুক্ত যাঁরা, তাঁদের বিয়ের কথা এই সময় পাকা হতে পারে। অগাস্ট মাসে পরিবারের সঙ্গে কোথাও ছুটি কাটাতে যেতে পারেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় মনের মানুষের সন্ধান পেতে পারেন কুম্ভ রাশির জাতকরা। বাবা-মায়ের সাহায্য পাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে এবং এই সময় একসঙ্গে অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে পারবেন আপনি।

লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং