অ্যাপশহর

রাশি অনুযায়ী রঙ মিলিয়ে বিছানার চাদর-বালিশ কিনুন, জীবনে আসবে সুখ!

যে কোনও রঙের বিছানার চাদর বা বালিশের ঢাকা কিনলেই হল না, দেখতে হবে তা আপনার রাশির সঙ্গে উপযুক্ত কিনা। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে রং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

Curated byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 4 Nov 2021, 1:41 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: নরম বিছানায় ঘুমাতে কে না ভালোবাসে। কিন্তু জ্যোতিষ অনুযায়ী শুধু নরম বা ভালো গদি হলেই যে ব্যক্তির ঘুম ভালো আসবে, তা নয়, বরং বিছানার চাদর ও বালিশের খোলের রঙও ব্যক্তির মন, স্বাস্থ্য ও ঘুমকে প্রভাবিত করতে পারে। তাই সুখী জীবনের জন্য বিছানার চাদর ও বালিশের খোলের সঠিক রঙ নির্বাচন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যক্তি নিজের রাশি অনুযায়ী রঙ মিলিয়ে চাদর, বালিশের খোল কিনতে পারেন। উল্লেখ্য, এগুলির মধ্যে ভারসাম্য না-থাকলে ঝগড়া, অবসাদ, স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী কিছু রঙ আমাদের জন্য ভাগ্যশালী, আবার কিছু রঙ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই রাশি অনুযায়ী রঙ মিলিয়ে বিছানার চাদর ও বালিশের খোল কিনলে শুভ ফল লাভ করতে পারেন। এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম হবে। কোন রাশির জাতকরা কোন রঙের চাদর ও বালিশের কভার কিনবেন জেনে নিন।
EiSamay.Com buy bed cover and pillow cover of matching colour as per zodiac signs
রাশি অনুযায়ী রঙ মিলিয়ে বিছানার চাদর-বালিশ কিনুন, জীবনে আসবে সুখ!


​মেষ ও বৃশ্চিক

এই দুই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই রাশির জাতকরা লাল, হলুদ, গোলাপী ও জাফরানি রঙের চাদর ও বালিশ ব্যবহার করলে সুফল পাবেন। এই রঙের প্লেন বা প্রিন্টেড চাদর ব্যবহার করতে পারেন। এর প্রভাবে মানসিক শান্তি লাভ করবেন এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে।

​বৃষ ও তুলা

শুক্র এই দুই রাশির অধিপতি। তাই কোষ্ঠিতে শুক্রকে প্রসন্ন করার জন্য এই রাশির জাতকদের সাদা, সবুজ, ফিরোজী বা রুপালী রঙের চাদর ও বালিশ ব্যবহার করা প্রয়োজনীয়। এই রঙের প্রভাবে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম পাবেন। এর প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

​মিথুন ও কন্যা

এই দুই রাশির অধিপতি গ্রহ বুধ। কোষ্ঠিতে বুধের অশুভ প্রভাব কম করে শুভ ফলাফল বৃ্দ্ধির জন্য এই রাশির জাতকদের সবুজ, নীল, জাম রঙের ও সি গ্রিন চাদর ব্যবহার করা উচিত। এই রঙের চাদর ব্যবহার করলে জীবনে নতুন শক্তির বিকাশ হবে ও দাম্পত্য জীবন সুখে কাটবে।

​কর্কট

চন্দ্র এই রাশির অধিপতি। তাই চন্দ্রকে সন্তুষ্ট করার জন্য রাশি অনুযায়ী সাদা, গোলাপী, ক্রিম, লাল বা জাফরানি রঙের প্রিন্টেড বা প্লেন চাদর ব্যবহার করতে পারেন। এর প্রভাবে মান-সম্মান বৃদ্ধি হবে এবং নতুন সুযোগ লাভ করবেন। এমনকি জাতক সুখ নিদ্রা নিতে পারবে।

​সিংহ

সূর্য এই রাশির অধিপতি। সমস্ত গ্রহ ও রাশির অধীশ্বর সূর্য। কোষ্ঠিতে সূর্য সংক্রান্ত দোষ থেকে মুক্তি পেতে এবং আদিত্যকে প্রসন্ন করতে লাল, জাফরানি, গোলাপী, হলুদ, সাদা বা এই রঙের কম্বিনেশান করা চাদর ও বালিশ ব্যবহার করা উচিত। এর ফলে ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি হবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে।

​ধনু ও মীন

বৃহস্পতি এই দুই রাশির অধিপতি। তাই বৃহস্পতির অশুভ প্রভাব কম করতে ও শুভ প্রভাব বৃদ্ধি করতে হলুদ, লাল, গোলাপী ও জাফরানি রঙের প্রিন্টেড বা প্লেন চাদর ব্যবহার করা উচিত। এর প্রভাবে কোষ্ঠিতে বৃহস্পতি জন্ম দোষ শান্ত হয়, দুঃস্বপ্ন আসে না, সকালে উঠে সতেজ অনুভব করবেন, ধর্মীয় কাজে আস্থা বাড়বে এবং পরিবারের পরিবেশ ভালো থাকবে।

​মকর ও কুম্ভ

সূর্যপুত্র শনি এই দুই রাশির অধীশ্বর। শনির অশুভ প্রভাব কম করার জন্য নীল, কালো, জামুনী, আকাশী নীল ও সাদা বা এদের কম্বিনেশানের চাদর ব্যবহার করা উচিত। এর প্রভাবে শুভ ফল বৃদ্ধি হয়, জীবনে আগত সমস্ত বাধা দূর হয় ও কেরিয়ারে নতুন সুযোগ লাভ করবেন।

লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং