অ্যাপশহর

Ajay Devgan And Kajol: সেরা দম্পতি হতে পারেন মেষ-সিংহ জাতকরা, এর ৩টি কারণ জানা আছে?

Zodiac Compatibility-র মাধ্য়মে জানা যেতে পারে যে, কোন কোন রাশির জাতকরা সম্পর্কে জড়ালে দীর্ঘস্থায়ী ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী সিংহ ও মেষ রাশির জাতকরদের মধ্যে দাম্পত্য সম্পর্ক গড়ে উঠতে পারে। তাঁর প্রত্যক্ষ প্রমাণ কাজল ও অজয় দেবগণ। ২ দশকের বেশি সময় দাম্পত্য সম্পর্কে আবদ্ধ এই তারকা জুটি। এঁরা দুজনেই অগ্নি তত্বের রাশি। কোন কোন কারণে মেষ ও সিংহ জাতকদের জুটি সেরা, তা জেনে নিন এখানে।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 13 Jul 2022, 12:03 pm
Vedic Astrology-র মাধ্যমে সহজেই জানা যায় যে, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন দুই রাশির জাতকদের মধ্যে ভালো বনিবনা হবে। দু জনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না মাঝপথেই ভেঙে যাবে, সে সবই জানা যায় রাশি বিচার করে। বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় ও প্রভাবশালী স্বামী-স্ত্রীর জুটি হল কাজল ও অজয় দেবগণের। দু দশকের বেশি সময় ধরে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে গিয়েছেন এই দম্পতি অভিনেতা-অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই সুখী দাম্পত্য জীবনের দিকেই ইঙ্গিত করে তাঁদের এই সম্পর্ক। অজয় ও কাজল দেবগণ উভয়েই অগ্নিতত্বের রাশির জাতক। জ্যোতিষ মতে মেষ ও সিংহ রাশির জাতকের প্রেম ও দাম্পত্য জুটি খুবই ভালো। এঁদের ভালোবাসা, আবেগপ্রবণতা ও অন্তরাত্মার আওয়াজ এই দুই রাশির জাতক-জাতিকার জুটিকে খাঁটি ও প্যাশনেট করে তোলে। মেষ ও সিংহ রাশির জাতকরা কেন সেরা সঙ্গী হতে পারে, তার তিনটি কারণ জানানো হল এখানে।
EiSamay.Com kajol
Kajol And Ajay: অগ্নি তত্বের রাশির জাতক এই তারকা দম্পতি। ছবি সৌজন্যে: Instagram @kajol


Ranveer Singh and Deepika Padukone: এই ৩ কারণেই বিয়ের জন্য সেরা জুটি কর্কট ও মকর রাশির জাতকরা
সোজাসাপটা কথা বলেন এঁরা

মেষ ও সিংহ দুটিই অগ্নি তত্বের রাশি। এ কারণে এঁরা পরস্পরের সঙ্গে শব্দের খেলায় মাতেন না। বরং যা বলা বা করার তা সোজাসুজিই করে থাকেন। সঙ্গীর পছন্দ ও প্রয়োজনীয়তা অনুযায়ী এঁরা নিজের ভালোবাসাকে ব্যক্ত করতে পারেন। একে অপরের কথা শুনে সঙ্গী যাতে নিরাপত্তাহীনতায় না-ভোগে সে বিষয়টি মাথায় রাখেন এই রাশির জাতকরা। সিংহ রাশির জাতকরা মেষ সঙ্গীকে অত্যন্ত পারদর্শীতার সঙ্গে অ্যাপিল করে থাকে, যাঁর ফলে সম্পর্কের মধ্যে ভালোবাসা সবসময় বজায় থাকে। মেষ রাশির জাতকরা সিংহ সঙ্গীর আচরণে উৎসাহিত হয়ে নিজের সম্পর্ককে প্রাথমিকতা প্রদান করেন।

সঙ্গীর প্রতিটি পদক্ষেপে চোখ রাখেন এই ৪ রাশির সন্দেহবাতিক জাতকরা
বিশ্বাস ও বোঝাপড়ার ওপর এঁদের সম্পর্ক দাঁড়িয়ে


মঙ্গল গ্রহের আধিপত্য যুক্ত মেষ রাশির জাতকরা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকেন। নিজের স্বপ্ন পূরণের পিছনে ছুটতে থাকেন এই রাশির জাতকরা। একবার কাউকে ভালোবেসে ফেললে তাঁরা সেই জাতকের সঙ্গে জীবন কাটানোর সমস্ত প্রচেষ্টা করেন। বিশ্বাসের ওপর নিজের সম্পর্ক গড়ে তোলেন এঁরা। যার এই জাতকদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এঁরা নিজের প্রেম বা দাম্পত্য সম্পর্কে সম্পূর্ণ রূপে নিবেদিত থাকেন। আবার সিংহ রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতে ভালোবাসেন। সঙ্গী সবসময় এঁদের চারপাশে থাকুক, এমনই কামনা করেন এই রাশির জাতকরা। সঙ্গী যাতে এঁদের সামনে ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরে, তা-ও এঁদের মনের অন্যতম বাসনা। তবে মেষ রাশির জাতকরাও সাফল্যের সঙ্গে সিংহ সঙ্গীর ইচ্ছাপূরণ করতে পারেন। উল্লেখ্য বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতেই এই সমস্ত কিছু সম্ভব হয়।

বাবা-মাকে লুকিয়ে প্রেম করেন এই ৪ রাশির জাতকরা
আবেগের মিলন


মেষ ও সিংহ রাশির জাতকরা নিজের মনোভব ও আবেগ ব্যক্ত করতে বিন্দুমাত্র ভয় পান না। খুব সহজে ও সোজাসাপ্টা ভঙ্গিতে নিজের মনের কথা পরস্পরকে জানিয়ে দেন এঁরা। ভালোবাসা ব্যক্ত করার নিত্যনতুন পথ খুঁজে বের করেন এই দুই রাশির জাতকরা। নিজের মনের কথা ও আবেগ সম্পর্কে গভীর আলোচনা করেন এই জাতকরা। যার ফলে এঁদের সম্পর্ক আরও বেশি দৃঢ় হয়। পরস্পরের সঙ্গ ভালোবাসেন এঁরা। এ কারণে পরস্পরের সঙ্গে থাকার কোনও না-কোনও পন্থা খুঁজতে থাকেন। সিংহ রাশির জাতকরা মেষের তুলনায় অধিক সমঝদার হওয়ায় অপরপক্ষ কী চাইছে তা বুঝতে কখনও ভুল করেন না।

জ্যোতিষ মতে এই দুই রাশির জাতকরা কঠিন সময় পরস্পরের হাত ধরে দাঁড়িয়ে থাকেন। বুদ্ধিমত্তা ও খোলামেলা আলোচনা এঁদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত করে তোলে।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং