অ্যাপশহর

শ্বশুরবাড়িতে প্রথমে সমস্য়া হলেও পরে সবার মন জিতে নেন এই রাশির মেয়েরা

Zodiac Sign বিচার করে জেনে নিন কোন কোন রাশির মহিলারা বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে কিছু কিছু সমস্যার মধ্যে পড়লেও পরে এরা নিজেদের দক্ষতার গুণে সবার মন জয় করে নেন। এই রাশির মহিলারা সবাইকে ভালোবাসেন এবং সবার যত্ন করেন। সেই কারণে শ্বশুরবাড়ির সবাই এদের প্রতি মুগ্ধ হয়ে যান। স্বামীকেও এরা পাশে পান।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 18 Aug 2022, 6:19 pm
Astrology-তে Zodiac Sign অনুসারে বিভিন্ন রাশির জাতকদের স্বভাব চরিত্র মানসিকতা ও ভবিষ্যতে তাঁদের সঙ্গে কী ঘটতে পারে তা জানা যায়। আজ আমরা আলোচনা করব সেই তিন রাশির জাতক মহিলাদের নিয়ে, যাঁরা বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে নানা ধরনের সমস্যা ভোগ করেন, কিন্তু পরে তাঁরাই সবার চোখের মণি হয়ে ওঠেন। শ্বশুরবাড়িতে প্রথম দিকে এই রাশিতে মেয়েদের কেউ পছন্দ না করলেও ধীরে ধীরে সবার মন জয় করে নেন এরা। শ্বশুরবাড়িতে তখন তাঁদের কথাতেই সবকিছু চলে। নিজেদের দক্ষতা ও বড় মনের পরিচয় দিয়েই শ্বশুরবাড়িতে সবার মন জয় করে নেন এই তিন রাশির মেয়েরা। জেনে নিন কোন কোন রাশির কথা এখানে বলা হয়েছে।
EiSamay.Com bride1
Zodiac Girls: এই রাশির মহিলারা শ্বশুরবাড়িতে সবার মন জয় করেন


মেষ রাশি


মেষ রাশি


মেষ রাশির জাতক যে মেয়েরা, তাঁদের বিয়ের পর প্রথম দিকে শ্বশুরবাড়িতে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। শ্বশুর শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্য়ান্য সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে এদের কিছুটা সময় লাগে। আসলে যে কোনও প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে প্রথমেই এরা কিছুটা হকচকিয়ে যান, সহজেই বিরক্ত হয়ে ওঠেন এরা। কিন্তু পরে আত্মবিশ্বাসের সঙ্গে সমস্যা সমাধানে এগিয়ে আসলে সবাই এদের উদ্যোগের প্রশংসা করেন। নিজের কাজ দিয়ে এরা সবার মন জয় করে নেন। পরিবারের সবাইকে নিয়ে এরা চলতে পারেন। স্বামীর উন্নতিতেও উল্লেখযোগ্য অবদান রাখেন মেষ রাশির মহিলারা। তবে মেষ রাশির মহিলাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

কন্যা রাশি

কন্যা রাশি


যে কোনও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন কন্যা রাশির মহিলারা। তবে বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এরা সাধারণত কিছু কিছু সমস্যার মধ্য়ে পড়েন। আসলে শ্বশুরবাড়ির সবাই কে কী চায়, সেটা প্রথমদিকে এরা বুঝে উঠতে পারেন না। কিন্তু নিজের দক্ষতা দিয়ে সবটা ম্য়ানেজ করে ফেলেন কন্য়া রাশির মহিলারা। সব সময়ে এরা স্বামীকেও নিজেদের পাশে পান। কন্য়া রাশির মহিলাদের মধ্যে একটা স্বাভাবিক শিল্পীস্বত্ত্বা থাকে। এই সবের জোরেই শ্বশুরবাড়ির সবার প্রিয় পাত্রী হয়ে উঠতে খুব বেশি সময় লাগে না কন্য়া রাশির মহিলাদের। নিজের মনের দুঃখের কথা এরা সহজে কারোর কাছে প্রকাশ করেন না। তবে কোনও সমস্যা এলে এরা হাল ছেড়ে দেন না কখনোই।

Sonakshi Sinha: সঙ্গী হিসেবে সোনাক্ষী সিনহার জন্য এই ৪ রাশির পুরুষরাই আদর্শ
কুম্ভ রাশি

কুম্ভ রাশি


কুম্ভ রাশির মেয়েরাও বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে কিছু সমস্যার মধ্য়ে পড়েন। সবার মন জয় করতে তাঁদের কিছুটা সময় লাগে। তবে একবার সবার মন বুঝে গেলে এরা যেমন সবাইকে সম্মান ও যত্ন দিতে পারেন, তেমনই সবার থেকে ভালোবাসা ও স্নেহ আদায় করে নেন। কঠিন সময় কুম্ভ রাশির মেয়েরা শ্বশুরবাড়ির সবাইকে বুক দিয়ে আগলে রাখেন। স্বামীকেও এরা সব সময় নিজেদের পাশে পান। সব কাজই দক্ষতার সঙ্গে করে থাকেন কুম্ভ রাশির মেয়েরা। পাশাপাশি এদের রান্নার হাতও খুব ভালো। তবে নিজেদের শরীর-স্বাস্থ্যের প্রতি এরা একেবারেই যত্নশীল নন। নিজেদের প্রতি আরও একটু যত্ন নেওয়া জরুরি কুম্ভ রাশির মেয়েদের।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং