অ্যাপশহর

Buddha Purnima 2022: ইতিহাসের পাতায় উজ্জ্বল বুদ্ধ পূর্ণিমা, জানুন এই দিনের মাহাত্ম্য

Buddha Purnima 2022 পালিত হচ্ছে ভারত ও নেপাল সহ বি্শ্বের বিভিন্ন দেশে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব, পাশাপাশি এই দিনে বৌধি লাভ করেছিলেন তিনি। পরবর্তীকালে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই মহানির্বাণ লাভ করেন তিনি। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজসুখ ত্যাগ করে মানুষের দুঃখ-কষ্ট দূর করতে রাস্তায় নেমে এসেছিলেন গৌতম বুদ্ধ। জানুন সেই মহামানবের কথা।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 16 May 2022, 10:20 am
Buddha Purnima 2022 গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে ১৬ মে সোমবার। এই দিনটি বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী বা বৈশাখ মাসের পূর্ণিমা বলে বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিন্দুধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে।
EiSamay.Com buddha1
Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমা ২০২২


নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে শাক্য নামে এক ক্ষত্রিয় রাজপরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা। তাঁর মায়ের নাম ছিল মায়াদেবী। বুদ্ধের জন্ম তারিখ সম্পর্কে বিতর্ক থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দকে গৌতম বুদ্ধের জন্মকাল হিসাবে মেনে নিয়েছেন। বৈশাখী পূর্ণিমাতে জন্মগ্রহণ করার পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ তাঁর সাধনায় সিদ্ধিলাভ করেন এবং পরবর্তীকালে এই দিনেই তিনি মহানির্বাণ লাভ করেন। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন তিনি। বোধি বা জ্ঞান লাভ করে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।

Buddha Purnima 2022: আসছে বুদ্ধপূর্ণিমা, তার আগে তথাগতর ৪ বাণীতে জানুন জীবনে সারসত্য
রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে, মানুষের জীবনের দুঃখ-কষ্টকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। আড়াই হাজার বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন, তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে আশি বছর বয়সে উত্তরপ্রদেশর গোরক্ষপুর জেলার কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। বুদ্ধের দেহত্যাগের ঘটনা "মহাপরিনির্বাণ" নামে পরিচিত।

Budhha Purnima 2022: বুদ্ধপূর্ণিমায় পুজো করুন এই ৩ দেবতার, পূরণ হবে সব মনোবাসনা
ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনই শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়ায় এই দিনটি ভেসক নামে পালিত হয়। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পালটে যায়। কবে বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখী পূর্ণিমাই বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

বুদ্ধ মূর্তি দিয়ে ঘর সাজাবেন! কোন দিকে বুদ্ধ মূর্তি রাখলে জীবনে আসবে শান্তি? জেনে নিন
বুদ্ধগয়ায় একটি বটগাছের নীচে বসে টানা ৪৯ দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপরই বোধি লাভ করেন তিনি। জীবজগতকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পথ প্রাপ্ত হন তিনি। মাত্র ৩০ বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তিনি সর্বপ্রথম সারানাথের মৃগদাবে তাঁর পাঁচজন অনুরাগীর মধ্যে তাঁর ধর্মমত প্রচার করেন এবং তাঁদের বৌদ্ধধর্মে দীক্ষিত করেন। তাঁর প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং