অ্যাপশহর

উৎপন্না একাদশী ২০২০: বিষ্ণুর নারী রূপের হাতে এদিনই নাকি নিহত হয় মুরা দানব!

শুক্রবার দেশজুড়ে পালন করা হচ্ছে উত্‍পন্না একাদশী। এদিন শ্রীবিষ্ণুর নারী শক্তির আবির্ভাব হয় বলে পুরাণ অনুযায়ী মনে করা হয়। এদিনই আবির্ভূতা হন দেবী একাদশী। উত্‍পন্না একাদশীতে অনেকে উপবাস রাখেন ও পুজা করেন।

EiSamay.Com 11 Dec 2020, 11:28 am

হাইলাইটস

  • শ্রীবিষ্ণুর ভক্তেরা একাদশীর ব্রত পালন করে থাকেন।
  • এই ব্রত উদযাপনে সারা দিনে উপবাস রেখে পরের দিন উপবাস ভঙ্গের বিধি রয়েছে।
  • হিন্দু পুরাণ অনুসারে উত্‍পন্না একাদশীর দিন শ্রী বিষ্ণুর নারী শক্তি আবির্ভূতা হন।
EiSamay.Com Utpanna Ekadashi Vrat
শ্রীবিষ্ণুর আরাধনা
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের এগারোতম দিনে পালন করা হয় একাদশী। একাদশীতে অনেকে উপবাস রাখেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ১১তম দিনটি পরিচিত উত্‍পন্না একাদশী নামে। এই দিনেই শ্রীবিষ্ণুর শরীর থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী একাদশী। দেবাত্থোনী একাদশীর ১৫ দিন পরে পালিত হয় উত্‍পন্না একাদশী।
বিষ্ণু সম্পর্কে এই অবাক করা কয়েকটি তথ্য জানা আছে কি?

শ্রীবিষ্ণুর ভক্তেরা একাদশীর ব্রত পালন করে থাকেন। এই ব্রত উদযাপনে সারা দিনে উপবাস রেখে পরের দিন উপবাস ভঙ্গের বিধি রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে উত্‍পন্না একাদশীর দিন শ্রী বিষ্ণুর নারী শক্তি আবির্ভূতা হন। বিষ্ণুর এই নারী শক্তি পরে একাদশী নামে পরিচিত হন। এই বছর ১১ ডিসেম্বর পালিত হচ্ছে উত্‍পন্না একাদশী। অনেকে অবশ্য ১০ ডিসেম্বরও এই একাদশীর ব্রত পালন করেছেন। ১০ ডিসেম্বর বেলা ১২টা ৫১ মিনিট থেকে শুরু হয়েছে একাদশী তিথি, চলবে ১১ ডিসেম্বর ১০টা ৪ মিনিট পর্যন্ত। এই ব্রত যাঁরা পালন করেন, তাঁরা এদিন উপবাস রাখেন, পুজো করেন এবং উত্‍পন্ন একাদশীর ব্রতকথা পাঠ করেন।

অতিরিক্ত পজেসিভ, সঙ্গীর জীবনকে নিয়ন্ত্রণ করে যে রাশির জাতকরা

বোন হিসেবে সেরা এই ৫ রাশির জাতকরাই

হিন্দু পুরাণ অনুসারে মহাভারতের পঞ্চপাণ্ডবদের প্রথম ভ্রাতা যুধিষ্ঠির একাদশী তিথিতে কেন উপবাস রাখা হয়, তা জানতে কৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন তাঁকে দেবী একাদশীর আবির্ভাবের কথা বলেন। একবার মুরা নামের এক দানব স্বর্গ, মর্ত্য এবং পাতালে প্রচণ্ড উত্‍পাত শুরু করে। তাঁর হামলায় সবাই অস্থির হয়ে ওঠেন। মুরার হাত থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণুর শরণাপন্ন হন সকল দেবতারা। শ্রীবিষ্ণু তখন মুরার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। প্রচণ্ড যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে বিষ্ণু কিছুক্ষণের বিরতি নিয়ে বদ্রীকাশ্রমে বিশ্রাম নিতে যান। সেই সময় তাঁকে আক্রমণ করে মুরা। তখন বিষ্ণুর শরীর থেকে আবির্ভূতা হন তাঁর নারীশক্তি। এই নারীশক্তি মুরাকে যুদ্ধে পরাস্ত ও নিহত করেন। বিষ্ণু এই নারীর নাম দেন একাদশী। সেই থেকে প্রতি বছর উত্‍পন্না একাদশী পালন করা হয়।

কাদের ধারণ করা উচিত চুনি? আসল না নকল চিনবেন যে ভাবে!

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

ট্রেন্ডিং