অ্যাপশহর

Shani Jayanti 2023: শনি জয়ন্তীতে বাড়িতে লাগান এই গাছ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, আপনার উন্নতিতে চোখ ধাঁধাবে সবার!

Shami Tree Remedy: শনি জয়ন্তীর দিনে শমী গাছ লাগালে ও এর উপায় করলে একাধিক সমস্যা থেকে মুক্তি সম্ভব।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 18 May 2023, 2:36 pm
Shani Jayanti Remedies: রাত পোহালেই শনি জয়ন্তী। এই তিথিতে শনিকে খুশি করে জীবনের একাধিক সমস্যা মুক্তির জন্য নানান উপায় করবেন অনেকে। তবে এই তিথিতে বাড়িতে একটি গাছ লাগালে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে শমী গাছের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে এই গাছ শনির অত্য়ন্ত প্রিয়। পাশাপাশি মহাদেবেরও প্রিয় গাছ শনি। তাই শনি জয়ন্তীর দিনে বাড়িতে শমী গাছ লাগালে বড়ঠাকুরের পাশাপাশি শিবের আশীর্বাদ পাবেন। মনে করা হয় শনি জয়ন্তীতে এই গাছ বাড়িতে লাগিয়ে পুজো করলে নানান সমস্যা দূর হয়। শনি জয়ন্তীতে শমী গাছের কোন উপায় করলে কোন সমস্যা থেকে মুক্তি সম্ভব জেনে নিন।
EiSamay.Com Shani Dev
শনি জয়ন্তীর দিনে শমী গাছ লাগানো শুভ। ছবি: NBT


অর্থ লভের জন্য শমী গাছের উপায়

অর্থাভাব দেখা দিলে শনি জয়ন্তী ও শনিবার প্রথমে শমী গাছ পুঁতুন। বাগান বা মাটির টবে এই গাছ লাগাতে পাপেন। আবার প্রবেশদ্বারে শমী গাছ লাগালে পরিবারে অর্থ আগমনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বাড়ির ভিতরে এই গাছ লাগাবেন না। প্রবেশদ্বারের ডান দিকে শমী গাছ লাগানো শুভ। তার পর এই গাছে জল নিবেদন করুন। এর প্রভাবে আর্থিক সমস্যা কেটে যাবে।

Shani Dev: শনির সাড়েসাতিতে বিধ্বস্ত মকর, কুম্ভ, মীন জাতকরা, শনি জয়ন্তীতে করে নিন দোষ মুক্তির উপায়
শনিবার ও শনি জয়ন্তীতে শমী পুজো

শনি জয়ন্তী থেকে শুরু করে প্রতি শনিবার শমী গাছের পুজো করুন। এর পাঁচটি পাতা শিবলিঙ্গে নিবেদন করলে আর্থিক সমস্যায় জীবন কাটাতে হবে না। যে শমী পাতা শিবলিঙ্গের পাশে রাখবেন, তা পুজো শেষে তুলে নিজের পার্সে রেখে দিন। এই উপায়ে পার্স কখনও খালি থাকবে না। অর্থ আগমনের পথ প্রশস্ত হবে।

সর্ষের তেলের প্রদীপ জ্বালান

এই তিথিতে শমী গাছের পাশে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এহং জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে।

Shani Jayanti 2023: শনির-দশায় বিপর্যস্ত জীবন? শনি জয়ন্তীতে এই মহাউপায়ে কাটিয়ে দিন সমস্ত বিপত্তি!
সুপুড়ি ও কয়েন রাখুন

অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হলে শনি জয়ন্তীর তিথিতে শমী গাছের এই উপায় করতে পারেন। এ দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে শমী গাছের টবের মাটিতে একটি কয়েন ও একটি সুপুড়ি রাখুন। এই উপায় করলে অর্থ ব্যয় হবে না। এর পাশাপাশি ক্রমশ ধন বৃদ্ধি ঘটবে। সন্ধ্যাবেলাও শমী গাছে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন। এর ফলে ব্যয় কমবে।

কালো বিউলি ডাল নিবেদন করুন

ঋণের জালে জড়িয়ে পড়লে শনি জয়ন্তীতে শমী গাছের গোড়ায় কালো বিউলি ডাল ও কালো তিল নিবেদন করুন। এই উপায়ে ঋণ শোধ হবে, পাশাপাশি শনির সাড়েসাতির দুষ্প্রভাব থেকেও মুক্তি পাবেন।

Shani Jayanti 2023: শনি জয়ন্তীতে জপ করুন এই শক্তিশালী মন্ত্র, সব বিপদ দূর করবেন গ্রহরাজ
ভালো চাকরির জন্য

পছন্দমতো চাকরির খোঁজে থাকলে শনি জয়ন্তীর দিনে বাড়ির উত্তর দিকে শমী গাছ লাগান। তার পর তামার লোটায় জল ভরে তাতে লাল চন্দন মিশিয়ে নিন। এর পর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে শমী গাছে সেই জল নিবেদন করুন। এই উপায়ে শীঘ্র পছন্দের চাকরি পেতে পারেন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং