অ্যাপশহর

Shani Jayanti 2022: শনি জয়ন্তীতে এবার বিশেষ সিদ্ধি যোগ, কী ভাবে খুশি করবেন শনিদেবকে?

Shani Jayanti 2022 পালিত হবে আগামী ৩০ মে সোমবার। সেদিন শনি জয়ন্তীর পাশাপাশি সুকর্ম যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে। তার সঙ্গে এই দিনটিকে সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। শনি জয়ন্তীতে শনিদেবকে প্রসন্ন করার জন্য কী কী করবেন তা জেনে নিন এখানে। শনির কোন মন্ত্র জপ করলে শনিকে খুশি করা যায় তা দেখে নিন।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 20 May 2022, 12:37 pm
Shani Jayanti 2022 আসতে চলেছে আর কদিন পরেই। আগামী ৩০ মে সোমবার পালিত হতে চলেছে শনি জয়ন্তী। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী। শনিকে কর্মফলের দেবতা হিসেবে নিয়োজিত করেন স্বয়ং মহাদেব। খারাপ কাজ করলে শনির রোষের মুখে পড়তে হয়। আর জ্যোতিষ অনুসারে শনি একবার কারোর উপর রুষ্ট হলে তার জীবন ছারখার হয়ে যেতে পারে। কারণ শনির রোষ বড় ভয়ানক।
EiSamay.Com Shani1
Shani Jayanti: শনি জয়ন্তী ২০২২


সূর্য-পুত্র শনির সাড়ে সাতি (Shani Sade Sati) ও ধাইয়ার (Shani Dhaia) প্রভাব কাটাতে শনিকে প্রসন্ন করা খুব জরুরি। সেই কারণে প্রতি শনিবার শনি মন্দিরগুলির বাইরে ভিড় উপচে পড়ে। পুরাণ অনুসারে জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই জন্ম হয় শনিদেবের। তাঁর বাবা হলেন সূর্য ও মায়ের নাম ছায়াদেবী। শনি জয়ন্তীকে সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। সেদিন সাবিত্রী ব্রতও পালন করা হয়।

এই রাশিগুলিতে শিগরিরই শুরু হবে শনির সাড়ে সাতি! আপনি তালিকায় আছেন?
শনি জয়ন্তীতে শুভ যোগ

এই বছর জৈষ্ঠ্য মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২৯ মে রবিবার বেলা ২.৫৪ মিনিট থেকে। ৩০ মে সোমবার বিকেল ৪.৫৯ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। সেদিন শনি জয়ন্তীর পাশাপাশি সুকর্ম যোগ রয়েছে, তার পাশাপাশি সকালে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই শুভ যোগ যে কোনও শুভ কাজ করার জন্য অত্যন্ত ভালো। এই সময় যে কোনও শুভ কাজের ভালো ফল লাভ করা যায়। একই সঙ্গে সেদিন গঠিত হবে অভিজিত্‍ মুহূর্ত, যা শনির পুজো করার জন্য খুবই ভালো।

শনির দশায় জীবনে বিপর্যয়? জেনে নিন মুক্তির উপায়
শনি পুজোর মন্ত্র

১. ওম শনিশ্চরায় নমহঃ
২. ওম প্রাম প্রেম প্রোস: শনিশ্চরায় নমহঃ

২০২২-এ শনির সাড়ে সাতির প্রভাব কোন কোন রাশির উপর?

শনি জয়ন্তীতে শনিদেবের আরাধানা করার জন্য এই মন্ত্রগুলি পাঠ করুন। এই মন্ত্রগুলি পাঠ করে শনির আরাধনা করলে সব পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস। এর ফলে পরিবারে শান্তি আসে, ব্যবসায় শ্রীবৃদ্ধি লাভ করা যায় এবং অর্থলাভ হয়। শনির পুজো করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর করা যায় বলে ধর্মীয় বিশ্বাস। শনি জয়ন্তীতে শনি চালিসা পাঠ করেও শুভ ফল লাভ করা যায়। এদিন কোনও শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এছাড়া কালো ছাতা, কালো জুতো কালো কাপড় ও কালো তিল এদিন দান করা অত্যন্ত শুভ।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং