অ্যাপশহর

Sawan: সোমবার দিয়েই শুরু শ্রাবণ মাস, জেনে নিন শ্রাবণ-সোমবারের মাহাত্ম্য

Sawan হিন্দু ধর্মে বিশেষ শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই মাসে মহাদেবের বিশেষ ভাবে পুজো করলে তিনি অত্যন্ত প্রীত হন। আবার সোমবারকে শিবের দিন বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসের সোমবারগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বছর শ্রাবণ মাস শুরুই হচ্ছে সোমবার দিয়ে। জেনে নিন শ্রাবণ মাসের সোমবারগুলিতে কী ভাবে শিবের পুজো করবেন।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 16 Jul 2022, 4:37 pm
Sawan হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুসারে মহাদেবের অত্যন্ত প্রিয় সময়। গোটা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পুজো অর্চনা করে থাকেন তাঁর ভক্তরা। এই সময় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষ্য লক্ষ্য পূণ্যার্থী যান। শ্রাবণে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এই বছর ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাস শুরুই হচ্ছে সোমবার দিয়ে। সোমবার যেহেতু শিবের দিন, তাই শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে।
EiSamay.Com Shiva1
Lord Shiva: শ্রাবণ সোমবারের মাহাত্ম্য


জেনে নিন শ্রাবণ মাসের সোমবারে কী ভাবে মহাদেবের আরাধনা করবেন।

* শ্রাবণ মাসের সোমবার যতটা সম্ভব ভোরে ঘুম থেকে উঠুন। স্নান সেরে মহাদেবের ধ্যান করুন

* এরপর শিবের মূর্তি বা ছবি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন। 'ওম নমহঃ শিবায়' মন্ত্র পাঠ করতে থাকুন।

* মহাদেবের পঞ্চামৃত রুদ্রাভিষেক করুন এরপর। পঞ্চামৃত রুদ্রাভিষেকের জন্য প্রয়োজন জল, দুধ, দই। এর সঙ্গে মাতা পার্বতী ও নন্দীকেও গঙ্গাজল অথবা দুধ নিবেদন করুন।

* মহাদেবের মন্ত্রোচ্চারণ করার সময় ১০৮টি বেলপাতা নিবেদন করুন।

* ধুত্রো ফুল, গাঁজা, গুড় ও দুধের তৈরি মিষ্টি দিয়ে শিবের পুজো করুন।

Sawan 2022: এই শ্রাবণে প্রতিটি সোমবারেই একাধিক শুভ যোগ, হবে ভাগ্যোদয়
* প্রসাদ হিসেবে মহাদেবকে ঘি ও চিনি নিবেদন করুন।

* ধূপকাঠি জ্বালিয়ে প্রথমে গণেশ ও তারপর মহাদেবের আরতি করুন।

* পুজো শেষে মহাদেবের শ্রাবণ সোমবারের ব্রতকথা শুনুন।

শ্রাবণ মাসের মাহাত্ম্য

হিন্দু পুরাণ অনুসারে সনত্‍ কুমার মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তিনি শ্রাবণ মাস এত পছন্দ করেন। এর উত্তরে মহাদেব বলেন যে শ্রাবণ মাসেই পিতার দক্ষের মুখে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেন সতী। তাঁর দ্বিতীয় জন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে শ্রাবণ মাসেই শিবকে প্রচণ্ড তপস্যার দ্বারা তুষ্ট করেছিলেন তিনি। শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলেই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং