অ্যাপশহর

Sawan 2022: রুদ্রাক্ষ পরে ঘুমাতে নেই, কেন? জেনে নিন কখন রুদ্রাক্ষ পরে থাকবেন না

Shravana Month: শ্রাবণ মাসে অনেকে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। এই মাসে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ মনে করা হয়। উল্লেখ্য, শিবের অশ্রু ভূমিতে পড়ার সময় এই রুদ্রাক্ষের উৎপত্তি হয়। তাই হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে শিবের অংশ ও অত্যন্ত পবিত্র মনে করা হয়ে থাকে। তাই এটি ধারণের নিয়মও শাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে। কোন কোন পরিস্থিতি রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়, তা-ও জানানো আছে এখানে।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 31 Jul 2022, 11:23 am
EiSamay.Com rudraksh
Rudraksha: অশৌচের সময়ও পরে থাকতে নেই রুদ্রাক্ষ
Shravana 2022: রুদ্রাক্ষকে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয়। মনে করা হয় রুদ্রাক্ষে শিবের বাস। শাস্ত্রে রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম সম্পর্কে জানানো রয়েছে। কোন জাতকদের কত মুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত, আবার এই রুদ্রাক্ষ ধারণের সময় কোন কোন নিয়ম পালন করা উচিত সে সব বিষয় শাস্ত্রে উল্লেখ রয়েছে। রুদ্রাক্ষ ধারণের নিয়মের মধ্যে এ-ও বলা হয়েছে যে, কখন ভুলেও এটি ধারণ করা উচিত নয়।

উল্লেখ্য শ্রাবণ মাসে (Sawan 2022) শিবের আরাধনা করা হয়ে থাকে। জলাভিষেক ও রুদ্রাভিষেকে লাগাতার শিব মন্ত্রের জপ করা হয়। শিব মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহারের প্রচলন রয়েছে। শাস্ত্র মতে রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির মন শান্ত থাকে। জ্যোতিষ মতে কোষ্ঠীতে অশুভ গ্রহের প্রভাব শান্ত করার জন্য রুদ্রাক্ষের মালাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। তবে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে তাঁকে কিছু নিয়ম পালন করা উচিত। তা না-হলে এর বিপরীত প্রভাব পড়তে পারে। কাদের এবং কোন কোন সময় রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়, জেনে নিন।

Sawan 2022: সম্পত্তি হাতালে, বন্ধুকে ঠকালে সাবধান! এই ভয়ংকর শাস্তির কথা জানাচ্ছে শিব পুরাণ
১. ঘুমানোর সময় রুদ্রাক্ষ পরবেন না

শাস্ত্র মতে ঘুমানোর সময় রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়। ঘুমাতে যাওয়ার আগে রুদ্রাক্ষের মালা নিজের গলা থেকে খুলে মাথার কাছে রেখে নেবেন। এর প্রভাবে মন শান্ত থাকে ও দুঃস্বপ্ন আসে না। মনে করা হয় যে ঘুমানোর সময় ও পরে শরীরে কিছু অশুদ্ধি দেখা দেয়। এই অশুদ্ধি রুদ্রাক্ষের পবিত্রতা নষ্ট করে।

এই কাজ করলেই পড়বে শনির বাঁকা দৃষ্টি, শতজন্ম তাড়া করবেন আপনাকে!
২. শবযাত্রায় রুদ্রাক্ষ পরতে নেই


কারও মৃত্যু হয়ে গেলে, সেই ব্যক্তির শবযাত্রায় অংশগ্রহণ করলে রুদ্রাক্ষ খুলে বাড়িতে রেখে যাওয়া উচিত। শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় রুদ্রাক্ষ ধারণ করা অশুভ মনে করা হয়। এর ফলে রুদ্রাক্ষ অপবিত্র হয়ে যায়। যা জীবনে কষ্টের আগমনের পথ উন্মুক্ত করে।

৩. সন্তান জন্মের সময় রুদ্রাক্ষ ধারণ করবেন না


হিন্দু ধর্মে সন্তানের জন্মের সময় অশৌচ শুরু হয়। মনে করা হয় শিশুর জন্মের সময় কিছু দিন পর্যন্ত সমস্ত কিছু অপবিত্র থাকে। যে কক্ষে শিশু ও নবজাতক সন্তান থাকে, সেই কক্ষে রুদ্রাক্ষ পরে যাওয়া উচিত নয়।

Sawan 2022: এই ১২টি পাপের ক্ষমা করেন না শিব! আপনি এমন কিছু করেননি তো?
৪. আমিষ খাওয়ার সময় রুদ্রাক্ষ ধারণ করবেন না

রুদ্রাক্ষকে শিবের প্রসাদ গণ্য করা হয়। তাই সর্বদা রুদ্রাক্ষের পবিত্রতা রক্ষা করা উচিত। আমিষ খাওয়া ও মদ্যপানের সময় ভুলেও রুদ্রাক্ষ পরে থাকবেন না। এর ফলে রুদ্রাক্ষের পবিত্রতা নষ্ট হয় এবং সেই ব্যক্তিকে এর দুষ্পরিণাম ভোগ করতে হয়।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং