অ্যাপশহর

ভুল নিয়মে হনুমান চালিসা পাঠ করলে বাড়ে সমস্যা, জেনে নিন কী করবেন

Hanuman-কে প্রসন্ন করতে অনেকেই হনুমান চালিসা পাঠ করে থাকি। কবে কোন দিন থেকে এই চালিসা পাঠ শুুর করা উচিত, আবার এই চালিসা পাঠের সঠিক নিয়ম কী, সে সমস্ত বিষয় অনেকেরই অজানা। ফলে হনুমান চালিসা পাঠ করলেও কাঙ্খিত ফলাফল লাভ না-ও করতে পারেন। শাস্ত্র মতে কবে থেকে ও কোন নিয়মে হনুমান চালিসার পাঠ শুরু করা উচিত, জেনে নিন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 31 May 2022, 10:54 am
Hindu Religion-এ সপ্তাহের প্রতিটি দিনের কোনও একজন অধিপতি দেব-দেবী রয়েছেন। তেমনই মঙ্গলবারের অধিপতি দেবতা বজরংবলী। শাস্ত্র মতে মঙ্গলবার বজরংবলী পুজো করা শুভ। মনে করা হয়, কলিযুগে একমাত্র বজরংবলীই জীবিত রয়েছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরংবলীর আশীর্বাদেই রামের দর্শন লাভ করেছিলেন তুলসীদাস। আবার এ-ও মনে করা হয়, যেখানেই রামকথা হয়, সেখানে কোনও না-কোনও রূপে বজরংবলী উপস্থিত থাকেন।
EiSamay.Com bajrangbali
Hanuman: হনুমান চালিসা পাঠ করলে মোক্ষ লাভ সম্ভব


বজরংবলীর মহিমা ও নিজের ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করার স্বভাব দেখে তুলসীদাস তাঁকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা রচনা করেন। নিয়মিত, বিশেষত মঙ্গলবার এই চালিসা পাঠ করলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়। তবে শাস্ত্র মতে, সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত, তা না-হলে ভক্তরা এর শুভ ফল থেকে বঞ্চিত থেকে যাবেন। কোন নিয়ম অনুযায়ী হনুমান চালিসা পাঠ করা উচিত জেনে নিন।

স্নানের জলে এক চিমটে এই জিনিস মিশিয়ে নিন, কেটে যাবে গ্রহ দোষ
এদিন থেকে পাঠ শুরু করুন

সাধারণত নিয়মিত এই চালিসা পাঠ করে থাকেন হনুমান ভক্তরা। যাঁরা প্রথমবার এই চালিসা পাঠ করতে চলেছেন, তাঁরা মঙ্গলবার দিনটিকে বেছে নিন। মঙ্গলবার ছাড়া অন্য কোনও দিন থেকে হনুমান চালিসা পাঠ করলে শুভ ফলাফল লাভ করা যায় না বলে মনে করা হয়।

হনুমান চালিসা পাঠের নিয়ম

শাস্ত্র মতে হনুমান চালিসা পাঠ করার সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। কারণ ছোটখাটো ভুলের কারণেও এর দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে। কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করবেন জেনে নিন--

১. মঙ্গলবার স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এর পর বজরংবলীর পুজো করুন। পুজোর সময় কুশ বা অন্য কোনও আসনে বসতে পারেন। তার পর হনুমান চালিসা পাঠ করুন।

২. তবে হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন।

৩. গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে সংকটমোচনকে প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠের সংকল্প নিন।

৪. এর পর বজরংবলীর সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসার পাঠ শুরু করুন।

Bada Mangal: জ্যৈষ্ঠের তৃতীয় বড় মঙ্গল আজ, এক খিলি পানে খুশি হন বজরংবলী
৫. বজরংবলী রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন।

৬. শেষে বজরংবলীকে বোঁদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করবেন।

হনুমান চালিসা পাঠের লাভ

১. বজরংবলীকে সংকটমোচন বলা হয়। এ কারণে হনুমান চালিসা পাঠ করলে অর্থ সমস্যা দূর হয়।

How To Become Rich: ভাগ্যে ধনী হওয়ার যোগ আছে? জানাবে আপনার শরীরের গঠন
২. যে জাতক নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান ও তাঁর সাহস বৃদ্ধি ঘটে।

৩. মোক্ষ লাভের কার্যকর উপায় হল হনুমান চালিসা পাঠ।

৪. ছাত্ররা হনুমান চালিসা পাঠ করলে তাঁরা অত্যন্ত বুদ্ধিমান ও ব্যবহারকুশল হন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং