অ্যাপশহর

Ram Navami 2023: রাম নবমীতে অবশ্য করুন রাম নাম জপ, অদ্ভূত শক্তির জোর পাবেন মনে!

Ram Navami 2023 Date: ৩০ মার্চ রাম নবমী। এই উপলক্ষে রামচন্দ্রের নাম জপ করলে একাধিক উপকার পেতে পারেন।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 29 Mar 2023, 6:53 am
Benefits Of Chanting Ram Naam: রাম নবমীতে রামের পুজোর পর তার নাম জপের পরামর্শ দেয় শাস্ত্র। শাস্ত্র মতে রাম নবমী তিথিতে পুজোর নাম ১০৮ বার রাম নাম লেখা উচিত। এর ফলে রাম ভক্তদের সমস্ত রোগ, শোক দূর করেন। রাম নামে এমন এক শক্তি নিহিত যা খারাপ সময়কে শুভ সময়ে পরিবর্তিত করে জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি বৃদ্ধি করে। ইহলোকই নয়, পরলোকেও রাম নাম আপনাকে সাহায্য করবে। আগামিকাল, ৩০ মার্চ রাম নবমী। এই উপলক্ষে জেনে নিন রাম নাম লিখলে ও জপ করলে কী সুফল পেতে পারেন।
EiSamay.Com Ram Navami 2023
৩০ মার্চ রাম নবমী। ছবি: Pixabay


রাম নাম জপের মহিমা

সাধারণত যে কোনও সময়ে রাম নাম জপ করতে পারেন। তবে রাম নবমীতে এই নাম জপ করলে বিশেষ ফল পেতে পারেন। রাম নাম জপের উপকারিতা জেনে নিন এখানে।

১. রাম নাম জপ এক ধরনের ধ্যান যা পরমাত্মার সঙ্গে আপনার অন্তরাত্মার মিলন ঘটায়।

সূর্যাস্তের পরও কী এই কাজ করেন? নিজের হাতেই ধ্বংস করছেন অর্থ, সমৃদ্ধি, জানেন?
২. রাম নাম জপ করলে আপনার আশপাশ ও মন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।

৩. এই না জপ করলে ব্য়ক্তি মানসিক শান্তি লাভ করে। যা তাঁদের ক্রমশ ব্য়াকুলতা ও অবসাদ থেকে মুক্তি দিতে সাহায্য করে।

৪. রাম নাম জপের মাধ্যমে ব্যক্তির শরীরের একটি কম্পন সৃষ্ট হয় যা অবচেতন মনকে উদ্দীপিত ও জাগৃত করে।

৫. শাস্ত্র মতে এই নাম জপ করলে ব্যক্তির রাগ কমে। যাঁরা সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁরা রাম নাম জপ করে নিজের ব্যবহারের উন্নতি ঘটাতে পারেন।

৬. মনের দুঃখ-কষ্ট পূর্ণ আবেগ থেকে মুক্তি দিতে পারে এই নাম। তাই নিয়মিত ও বিশেষত রাম নবমীতে রাম নাম জপ করতে ভুলবেন না।

৭. রাম নাম জপের ফলে ব্যক্তির মনের মধ্যে ভালোবাসা, বিশ্বাস জন্মায়। যা তাঁদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

সুখ-শান্তি ছিনিয়ে নেন লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মী! কোন গৃহে এনার বাস জানেন?
৮. রাম নাম জপ ব্যক্তিকে পরমানন্দের পথে নিয়ে যায়। শরীর ও মনর বিষাক্ত উপাদান নির্গত করতে সাহায্য করে এই নাম জপ।

৯. রাম ভক্ত বজরংবলী জানিয়ে ছিলেন যে শুধুমাত্র রাম নাম জপের মাধ্যমেই তাঁর মধ্য়ে অপার শক্তির সঞ্চার হয়।

১০. পাপা মুক্তি ও আত্মার শুদ্ধির জন্য রাম নাম জপ করতে পারেন।

লাল রঙের কালি রামের অত্যন্ত প্রিয়

আনন্দ রামায়ণম অনুযায়ী রাম নাম জপের তুলনায় ১০০ গুণ অধিক পুণ্য লাভ করা যয়া রাম নাম লিখলে। কথিত আছে যে লাল রঙের কালি দিয়ে রামের নাম লিখলে বজরংবলী প্রসন্ন হন। এ ছাড়াও শনি, রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়াও মন একাগ্র হয় ও স্মরণ শক্তি বৃদ্ধি পায়।

আপনার ওপর আশীর্বাদ রয়েছে কোন দেব-দেবীর? জানতে পারবেন কোষ্ঠী দেখেই
রাম নামের প্রতিটি অক্ষরের মহিমা

শাস্ত্র মতে সংসারে রাম নামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই। এর প্রতিটি অক্ষরের মাধ্যমে সুখ লাভ করা যায়। 'রা' উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয়। 'ম' উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশদ্বার বন্ধ হয়। যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না। পাথরে রাম নাম লিখে সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় না, তেমনই ব্যক্তিও সহজে এই ভবসাগর পার করে নিতে পারে। কথিত আছে যে, এই কলিযুগে শুধুমাত্র রাম নামই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং