অ্যাপশহর

Ram Navami 2023: এবার ৫ বিরল শুভ যোগে পালিত হবে রাম নবমী, জানুন বিস্তারিত দিনক্ষণ

Ram Navami 2023 Date: আগামী ৩০ মার্চ পালিত হবে এই বছরের রাম নবমী। এই বছর শ্রীরামচন্দ্রের আবির্ভাব দিবসে পাঁচটি বিরল শুভ যোগ পড়েছে। জানুন রাম নবমীর পুজোর শুভ ক্ষণ ও শুভ যোগ ঠিক কখন পড়বে।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 13 Mar 2023, 12:09 pm
Ram Navami 2023 Date And Time: আগামী ৩০ মার্চ ২০২৩-এ পালিত হবে রাম নবমী। মনে করা হয় এই দিনেই রাম অবতাররূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন নারায়ণ। সেই কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে পালিত হয় রাম নবমী। তার সঙ্গে এটি হল চৈত্র নবরাত্রির নবম ও শেষ দিন। এদিন রাম মন্দির বিশেষ ভাবে সাজানো হয়। রামলালার জন্মের সময় বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়ে থাকে।
EiSamay.Com Ram Navami 2023
কবে পালিত হবে রাম নবমী ২০২৩?


এই বছর রাম নবমীতে অতি বিরল পাঁচটি শুভ যোগ একসঙ্গে পড়ায় এই বছর রাম নবমীর মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। জেনে নিন এই বছর রাম নবমীর পুজোর শুভক্ষণ ও শুভ যোগ সম্পর্কে বিস্তারিত ভাবে।

Vastu Tips: আপনার ঘরের এই কোণে বাস করেন স্বয়ং ভগবান! পরিষ্কার রাখুন সব সময়
রাম নবমী ২০২৩ শুভ মুহূর্ত

পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথি পড়ছে আগামী ২৯ মার্চ ২০২৩ রাত ৯টা ৭ মিনিটে এবং নবমী ছেড়ে যাচ্চে ৩০ মার্চ ২০২৩ রাত ১১টা ৩০ মিনিটে।

রাম লালার পুজোর শুভ সময়: ৩০ মার্চ সকাল ১১টা ১৭ মিনিট থেকে বেলা ১টা ৪৬ মিনিট পর্যন্ত। ২ ঘণ্টা ২৮ মিনিট ধরে চলবে পুজোর শুভ সময়।

অভিজিত্‍ মুহূর্ত: ৩০ মার্চ বেলা ১২টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৫২ মিনিট পর্যন্ত।

Gita Gyan: সেরা মানুষদের মধ্যেই থাকে এই গুণগুলো! জানুন গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ
রাম নবমী ২০২৩ শুভযোগ

এই বছর পাঁচটি শুভ যোগে পালিত হবে রাম নবমী। এই পাঁচ শুভ যোগ হল - গুরু পুষ্য যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ। তার সঙ্গে ৩০ মার্চ বৃহস্পতিবার পড়ায় আরও একটি শুভ কাকতালীয় যোগ ঘটেছে। রাম নবমীতে একই সঙ্গে এই পাঁচ শুভ যোগ থাকায় রাম পুজোর পূণ্যফল সহজেই লাভ করা সম্ভব হবে। তার সঙ্গে এদিন যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করবেন।

কোন যোগ কখন থাকবে তা দেখে নেওয়া যাক।


গুরু পুষ্য যোগ: ৩০ মার্চ ২০২৩, সকাল ১০.৫৯ মিনিট - ৩১ মার্চ ২০২৩ সকাল ৬.১৩ মিনিট।

অমৃত সিদ্ধি যোগ: ৩০ মার্চ ২০২৩, সকাল ১০.৫৯ মিনিট - ৩১ মার্চ ২০২৩ সকাল ৬.১৩ মিনিট।

সর্বার্থ সিদ্ধি যোগ: ৩০ মার্চ ২০২৩ সারা দিন

রবি যোগ: ৩০ মার্চ ২০২৩ সারা দিন

রবিবার: শাস্ত্র অনুসারে শ্রীরামচন্দ্র হলেন শ্রীবিষ্ণুর সপ্তম অবতার এবং বিৃহস্পতিবার দিনটি নারায়ণের অত্যন্ত প্রিয়। সেই কারণে বৃহস্পতিবারে রাম জন্মোত্‍সব পড়ায় তার মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে।

Chandra Grahan Sutak Time: কিছুদিনের মধ্যেই আসছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, তার আগে জানুন জরুরি তথ্য
রাম নবমীতে কী করবেন?

* রাম নবমীর পূণ্য তিথিতে দুধের মধ্যে জাফরান মিশিয়ে তা রামচন্দ্রকে নিবেদন করুন। তারপর ধরে রামায়ণ পাঠ করুন। বলা হয়ে থাকে, যে ঘরে রামায়ণ পাঠ করা হয়, সেখানে শ্রীরাম ও হনুমান বাস করেন। সেই ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করে এবং কখনও অর্থ ও সম্পদের অভাব হয় না।

* রাম নবমীতে একটি বাটিতে গঙ্গাজল নিয়ে রাম রক্ষা মন্ত্র 'ওম শ্রী হ্রি ক্লীন রামচন্দ্রায় শ্রী নমহঃ' ১০৮ বার জপ করুন। এরপর ঘরের প্রতি কোণে ওই জল ছিটিয়ে দিন। বাড়িতে কোনও বাস্তু দোষ থাকলে তা এর ফলে কেটে যাবে।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং