অ্যাপশহর

পিত্র দোষ থাকলে মহা বিপদ! মুক্তি পেতে পিতৃপক্ষে যে কাজ করতেই হবে...

পিতৃপক্ষ হল আমাদের প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার সময়। পিত্র দোষ যদি কারোর থাকে, তাহলে সেই ব্যক্তি নানা সমস্যার মধ্যে পড়তে পারেন। পিতৃপক্ষে কয়েকটি কাজ করলে পিত্র দোষের হাত থেকে রেহাই পাওয়া যায়।

EiSamay.Com 23 Sep 2021, 9:55 am
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: সংস্কৃতে 'পিত্র' শব্দটির অর্থ হল পূর্বপুরুষ। যে প্রিয়জনেরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সেই পূর্বপুরুষেরা আমাদের উপর যেমন আশীর্বাদের হাত রাখেন, তেমনি কোনও কোনও সময় তাঁদের অভিশাপে আমাদের জীবনে একের পর এক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। আর একেই শাস্ত্রে পিত্র দোষ বলা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী, মহালয়ার দিন থেকে দেবীপক্ষের শুরু এবং পিতৃপক্ষের অবসান। তার আগে চলে পিতৃপক্ষ। এই দিনগুলিতে প্রয়াত পূর্ব পুরুষদের পুজো-অর্চনা করা হয়। এই বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
EiSamay.Com tarpan
পিতৃপক্ষ ২০২১


শনির সাড়ে সাতির পর আর যে কারণে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, তা হল এই পিত্র দোষ। এমনটা বিশ্বাস কর হয় যে পরলোকে অনেক সময় আমাদের পূর্বপুরুষেরা ঠিক মতো খেতে পান না। তাই বছরের নির্দিষ্ট সময়ে তাদের পিণ্ড এবং জল দান করা উচিত। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এমন বিশেষ কিছু ঘটনা ঘটতে শুরু করে, যা দেখে সহজেই বুঝে যাওয়া সম্ভব হয় যে কারও উপর পিত্র দোষের প্রভাব প্রগাঢ় হচ্ছে। যেমন সন্তান ধারণের সমস্যা, পরিবারের অন্দরে কলহ এবং নানাবিধ অশান্তি মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। এগুলো থেকে মুক্তি পেতে যেগুলো করা উচিত।

মঙ্গলবার থেকে শুরু পিতৃপক্ষ! এই সময়ে যা করবেন না
১. শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৪ পুরুষকে পিণ্ড এবং জল দান করে পাঠ করতে হবে পিতৃ গায়ত্রী মন্ত্র। এরপর এক মনে পূর্ব পুরুষদের নাম নিতে নিতে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। এমনটা করলে দেখবেন ধীরে ধীরে সব সমস্যাই মিটে যেতে শুরু করেছে।

২. প্রতি বছর একটা বিশেষ সময়কে হিন্দু শাস্ত্রে পিতৃ পক্ষ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এই সময় পূর্বপুরুষদের নামে বিশেষ পুজোর আয়োজন করলে দোষ কেটে যেতে শুরু করে, এমনকী পিত্র দোষের প্রকোপ কমতেও সময় লাগে না। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে পিতৃ পক্ষ চলাকালীন যে প্রিয়জনেরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের নামে জল দান করার পাশাপাশি যদি নতুন জাম-কাপড় দান করলে দোষ মুক্তি হয়।

পিতৃপক্ষে এই স্বপ্ন বারবার দেখছেন? পূর্বপুরুষরা হয়তো আপনার উপর ক্ষুব্ধ!
৩. বিশ্বাস করা হয় যে নিয়মিত অশ্বত্থ গাছে জল দান করলে পিত্র দোষ থেকে মুক্তি লাভ করা যেতে পারে।

৪. কোনও প্রিয়জন মারা যাওয়ার পর যেমন শ্রাদ্ধ অনুষ্টানের আয়োজন করা হয়, তেমনি যদি প্রতি অমাবস্যার সময় করা যায়, তাহলে পিত্র দোষের প্রকোপ থেকে রেহাই মেলে।

৫. বিশ্বাস করা হয় প্রতি একাদশী এবং অমাবস্যায় নিরামিষ আহার করতে হয়।

৬ জামাকাপড় অথবা খাবার সামগ্রী গরীবদের দান করলে সুফল পাওয়া যেতে পারে!

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং