অ্যাপশহর

দশমীর ঘট বিসর্জনের পর বাড়িতে অপরাজিতার পুজো করুন, জানুন কারণ...

আর মাত্র কয়েকটা ঘন্টা পর শেষ নবমী তিথি। এরপরই বিদায় জানানোর পালা উমাকে। কিন্তু দশমীর পুজো শেষে পরিবারের মঙ্গলকামনায় করুন অপরাজিতার পুজো

EiSamay.Com 26 Oct 2020, 9:44 am
এই সময় জীবনযাপন ডেস্ক: "যেও না নবমী নিশি লয়ে তারা দলে
EiSamay.Com অপরাজিতার পুজো
অপরাজিতার পুজো

গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে..."

নবমী থেকেই বেজে ওঠে বিষাদের সুর। কিন্তু ঘরের মেয়ে উমাকে কি আর বিদায় দিতে মন মানে! সারা বছর যে তারই প্রতীক্ষায় দিন গোনা। আর মাত্র কয়েক ঘন্টা পরই দশমী তিথি। সকাল ৯.২৯ মিনিটের মধ্যেই শেষ হয়েছে নবমীর পুজো। সোমবার দশমী, উমা রওনা দেবেন কৈলাশের উদ্দেশ্যে। তবে দশমীর দিনে বিসর্জনের পুজো সমাপ্ত হলে হয় দেবী অপরাজিতার পুজো। আর দশমীর বিসর্জনের পুজোতেও সাদা ও নীল অপরাজিতা থাকবেই। এদিন নীল অপরাজিতায় গাঁথা মালা পরানো হয় দেবীকে। মূলত বাড়ির পুজোতেই এই অপরাজিতার পুজোর চল রয়েছে। দেবী দুর্গারই অন্য রূপ অপরাজিতা। সব বাধা-বিপদ দূর করতেই অপরাজিতার পুজো প্রচলন হয়। আগেকার দিনে দশমীর দিন রাজারা যুদ্ধযাত্রায় যেতেন। এছাড়াও এই দিন রাবণ বধ হয় সর্বত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে যুদ্ধযাত্রার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।

আরও পড়ুন
দুর্গাপুজো ২০২০: সন্ধিপুজো থেকে মহাষ্টমীর অঞ্জলি, দিনক্ষণ জানেন তো?

অপরাজিতার পুজো কীভাবে হয়?

দশমীর পুজোর পর অপরাজিতা গাছকে পুজো করা হয়। বাড়িতে যদি সাদা অপরাজিতার গাছ থাকে তাহলে খুব ভালো। দেবীরূপে অপরাজিতাকে ফুল, বেলপাতা দিয়েই পুজো করা হয়। অনেক বাড়িতে ঘটস্থাপনও করা হয়। পুজোর শেষে হাতে বেঁধে দেওয়া হয় অপরাজিতার ডাল। প্রার্থনা জানানো হয়, 'অপরাজিতা, তুমি সর্বদা আমার বিজয় বর্ধন কর। আমার মঙ্গল ও বিজয় লাভের জন্য আমি দক্ষিণ হাতে তোমাকে ধারণ করছি। তুমি শত্রু নাশ করে নানা সমৃদ্ধির সহিত আমাকে বিজয় দান কর। রামচন্দ্র যেমন রাবণের উপর বিজয় লাভ করেছিলেন, আমারও যেন সেইরূপ জয় লাভ হয়।'

এছাড়াও ঘট বিসর্জনের পর একটি পদ্ম এনে লাল শালুতে মুড়ে বাড়িতে রাখুন। বিশ্বাস, এতে বাড়ির মঙ্গল হয়। সব বাধা বিঘ্ন কেটে যায়। সেই সঙ্গে এদিন সারারাত ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখলেও ভালো ফল পাবেন।

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

ট্রেন্ডিং