অ্যাপশহর

Sawan 2022: রোগ, মৃত্যু ভয় তাড়া করে? সোমবারের পুজোয় অবশ্যই জপ করবেন শিবের এই ৫ মন্ত্র

Hindu Religion অনুযায়ী সমস্ত দেবী-দেবতাদের মধ্যে শীঘ্র প্রসন্ন হন শিব। নিজের ভক্তদের ডাকে সাড়া দিতে বিলম্ব করেন না তিনি। শাস্ত্র মতে শ্রাবণ মাসে মহাদেবকে শীঘ্র সন্তুষ্ট করা যায়। এ ক্ষেত্রে কয়েকটি মন্ত্রোচ্চারণের কথা বলা হয়েছে। শাস্ত্র মতে শিব পুজোর সময় এই মন্ত্র জপ করলে রোগ, মৃত্যু ও শত্রু ভয় দূর হয়। কোন কোন মন্ত্র জপের কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 17 Jul 2022, 8:21 am
Mahadev-কে প্রসন্ন করার সর্বোৎকৃষ্ট সময় হল শ্রাবণ মাস। শিব পুরাণের রুদ্র সংহিতা অনুযায়ী শ্রাবণ মাসে প্রতিদিন যাঁরা শুদ্ধ মনে শিবের পাঁচটি মন্ত্রের জপ করেন, তাঁদের ওপর সর্বদা শিবের আশীর্বাদ বজয়া থাকে। শ্রাবণ মাসে এই পাঁচটি মন্ত্র জপ করলে শিব নিজের ভক্তদের জীবন-মৃত্যুর চক্র থেকে মুক্তি দেন। উল্লেখ্য শিব সৃষ্টির সংহারক ও পালক। শ্রাবণ মাসে শিবই সৃষ্টির সঞ্চালনা করেন। শিবের কোন পাঁচটি শক্তিশালী মন্ত্র জপ করলে কোন দুঃখ-কষ্ট দূর হবে জেনে নিন।
EiSamay.Com shivlinga
Shivlinga: শ্রাবণে শিবলিঙ্গের অভিষেক ও শিবের মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়


মৃত্যু ভয় দূর করার জন্য

ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টী বর্ধনম
উর্বারুকৈমিবা বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীয় যমামৃতাত

শিব পুরাণে শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মন্ত্র জপ করলে সংসারের সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। পাশাপাশি এই মন্ত্র জপ করলে মৃত্যু ভয় ও জীবন-মরণ চক্র থেকেও মুক্তি পাওয়া যায়।

Sawan 2022: প্রিয় বেলাপাতা ছাড়া অসম্পূর্ণ শিব-পুজো, জেনে নিন বিল্বপত্র অর্পণের সঠিক নিয়ম
আত্মার শুদ্ধির জন্য


করারচন্দ্রম বৈকা কায়াজম কর্মগম বী
শ্রবণনজম বা মনামম বৈদ পরামহম
বিহিত্ম বিহিতাম বীয় সর মেট মেটাট
ক্ষাসব জে জে করুণাবধে শ্রী মহাদেব শম্ভো

শ্রাবণ মাসে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতিদিন এই মন্ত্র জপ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি শিব প্রসন্ন হন। শ্রাবণ মাসে প্রতিদিন এই মন্ত্র জপ করলে আত্মার শুদ্ধি হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়।

Sawan 2022: এই মাসে বাড়ি আনুন শিবের প্রিয় জিনিস, দূর হবে অশুভ শক্তির প্রভাব

অর্থ লাভের জন্য

ওম নমঃ শিবায়

এটি বহু প্রচলিত শিব মন্ত্র। এর অর্থ আমি ভগবান শিবকে প্রণাম করছি। শ্রাবণ মাসে প্রতিদিন ১০৮ বার এই মন্ত্র জপ করলে আত্মা পবিত্র হয়। ব্যক্তির শিবের আশীর্বাদ লাভ করেন। পাশাপাশি অর্থ লাভ ও শত্রুদেরও পরাজিত করা যায়।

শিবের আশীর্বাদ লাভের জন্য

শিব পুরাণ অনুযায়ী যে ব্যক্তি শ্রাবণ মাসে প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্র জপ করেন, তাঁরা ভোলানাথের আশীর্বাদ পান। কোনও তন্ত্র, মন্ত্র বা শত্রু আপনাকে সমস্যায় ফেললে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। এর ফলে লাভ হবে। এই স্তোত্র পাঠ করলে জীবনে সাফল্য লাভ করা যায়।
Sawan 2022: শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই কাজ, রুষ্ট হতে পারেন মহাদেব
সমস্যা দূর করার উপায়

ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র: প্রচোদয়াত।

এই শিব গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত শক্তিশালী গণ্য করা হয়। শ্রাবণ মাসে প্রতিদিন এই মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়। শিবের আশীর্বাদ থাকে ভক্তদের ওপর। কোনও ভক্ত রোগে পীড়িত থাকলে, শিব তাঁদের সেই রোগ-ভোগও দূর করেন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং