অ্যাপশহর

Astro Tips 2023: ২০২৩-এ তুলসী মঞ্জরির এই ছোট্ট উপায়ে কেটে যাবে দুর্যোগ! এখনই জানুন

Tulsi Manjari Astro Tips: তুলসী মঞ্জরীর কিছু উপায়ের মাধ্যমে নতুন বছরের সমস্ত সমস্যা, দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেন। নতুন বছরে কী কী উপায় করবেন, জেনে নেওয়া যাক।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 23 Dec 2022, 2:06 pm
Tulsi Manjari Remedies: হিন্দু ধর্মের তুলসী গাছের পূজার্চনার কথা বলা হয়েছে। তুলসীকে অত্যন্ত পবিত্র গাছ মনে করা হয়। তুলসী বিষ্ণুর প্রিয়। তুলসী পাতা ছাড়া তুলসী পুজো সম্পূর্ণ হয় না। আবার যে গৃহে তুলসীর বাস, সেখানে লক্ষ্মীও বাস করেন। তুলসী পাতার পাশাপাশি তুলসী মঞ্জরিও বিশেষ গুরুত্বপূর্ণ। শাস্ত্রে তুলসী মঞ্জরীর কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এই উপায় করলে অর্থ, সমৃদ্ধির কোনও অভাব হয় না। শাস্ত্র মতে যেখানে তুলসী বিরাজ করেন, সেই পরিবারে বিষ্ণুর আশীর্বাদ বর্ষণ হয়। জ্যোতিষ শাস্ত্র তুলসী মঞ্জরীর কিছু উপায় সম্পর্কে জানাচ্ছে। নতুন বছরে এই উপায় করলে পরিবারে ইতিবাচক শক্তির প্রসার হবে। পাশাপাশি লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ থাকবে। নতুন বছরে তুলসী মঞ্জরীর কী কী উপায় করবেন জেনে নিন।
EiSamay.Com tulsi manjari
তুলসী মঞ্জরি লাল কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিলে অর্থাভাব থাকে না।


১. পরিবারে অর্থাভাব থাকলে, অনটনে দিন কাটাতে হলে তুলসী মঞ্জরীর উপায় করে দেখতে পারেন। বছরের প্রথম শুক্রবার লক্ষ্মীকে তুলসী মঞ্জরি নিবেদন করুন। মনে করা হয় এই উপায়ে অর্থাভাব দূর হয়।

Astro Tips 2023: নতুন বছরে অশোক পাতার এই ৪ টোটকায় দূর হবে অর্থাভাব, বিবাদ! জানুন
২. পরিবারে অশান্তির পরিবেশ থাকলে, ছোটখাটে কারণে প্রতিদিন লড়াই-ঝগড়া হতে থাকলে যে কোনও শুভ দিনে তুলসী মঞ্জরী তুলে নিন। সকালবেলা গঙ্গাজলে সেই মঞ্জরী দিয়ে সারা ঘরে জল ছেটান। এর প্রভাবে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়। মঞ্জরীর দানা যাতে পায়ে না-পড়ে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। নতুন বছরে এই উপায় করলে সারা বছর সুখ-শান্তি বজায় থাকবে।

৩. সন্তান ও দাম্পত্য জীবনে আনন্দের জন্য ১ জানুয়ারি শিবলিঙ্গে মঞ্জরী মেশানো দুধ নিবেদন করুন। শিব ও গণেশকে তুলসী নিবেদন করতে নেই। কিন্তু মঞ্জরী অর্পণ করলে পারিবারিক সুখ লাভ করা যায়।

আরও পড়ুন: নতুন বছরে পূরণ হবে সব স্বপ্ন, লক্ষ্মী লাভের জন্য রাশি মেনে করুন এই উপায়

৪. লক্ষ্মী-নারায়ণকে একটি তুলসী মঞ্জরী নিবেদন করুন। তার পর একটি লাল কাপড়ে সেই তুলসী মঞ্জরি বেঁধে টাকা-পয়সা রাখার স্থানে রেখে দিন। এর ফলে অর্থ ভাণ্ডার ভরে থাকবে। এই উপায়ে সারা বছর আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে।

৫. তুলসীতে বেশি মঞ্জরী ধরলে তাকে শুভ মনে করা হয় না। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী তুলসী গাছে অধিক মঞ্জরী আসার অর্থ তুলসী দুঃখিত আছেন। এর ফলে সুখ-সমৃদ্ধির অভাব দেখা দেয়। তাই তুলসী গাছ থেকে মঞ্জরী সরিয়ে দেওয়া উচিত।

৬. আবার বিষ্ণুকে তুলসী মঞ্জরী নিবেদন করলে মোক্ষ লাভ করা যায়। পাশাপাশি শিবকে মঞ্জরী নিবেদন করলে বহুদিনের আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায়।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং