অ্যাপশহর

Amavasya: ২৮ জুলাই রাজযোগে শ্রাবণ অমাবস্যা, জেনে নিন স্নান-দানের সময় ও পিতৃদোষ মুক্তির উপায়

Shravana Month-এর অমাবস্যা তিথি হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্ব রাখে। এই অমাবস্যায় স্নান-দান করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি এই অমাবস্যায় বৃক্ষরোপণেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় শ্রাবণ মাসের অমাবস্যায় বৃক্ষরোপণ করলে দেব-দেবীর আশীর্বাদ লাভের পাশাপাশি ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের গ্রহদোষ ও পিতৃদোষ দূর করা যায়। শ্রাবণ অমাবস্যা ও স্নান-দানের সময় জেনে নিন এখানে।

Produced byপ্রিয়াঙ্কা রাম | EiSamay.Com 27 Jul 2022, 4:12 pm
EiSamay.Com amavasya
Shravani Amavasya: শ্রাবণ মাসের অমাবস্যায় তর্পণ করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়
Vedic Panjika অনুযায়ী প্রতি বছর শ্রাবণ মাসের (Shravana Month) অমাবস্যা তিথিকে শ্রাবণী অমাবস্যা বলা হয়। উত্তর ভারতে এই অমাবস্যা তিথিটি আবার হরিয়ালী অমাবস্যা (Hariyali Amavasya) নামে পরিচিত। শ্রাবণ মাস (Sawan 2022) শিবের অত্যন্ত প্রিয়। তাই এই মাসের অমাবস্যা (Amavasya) তিথিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এদিন পিতৃপুরুষদের পিণ্ডদান ও দান-পুণ্যের কার্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ দিন পবিত্র নদীতে স্নান করে পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্ম করলে পিতৃপুরুষরা মোক্ষ লাভ করতে পারেন। এ ছাড়াও শ্রাবণী অমাবস্যা আমাদের জীবনে পরিবেশ ও সবুজের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে থাকে। এই অমাবস্যা তিথিতে গাছের চারা রোপণ করা হয়। এ দিন বৃক্ষরোপণ করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। এ ছাড়াও এই অমাবস্যা তিথিটি কৃষকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন চাষীরা কৃষিকাজের সঙ্গে যুক্ত জিনিসের পুজো করেন। তার পর ভালো ফসল হওয়ার প্রার্থনা করেন।

Sawan 2022: সম্পত্তি হাতালে, বন্ধুকে ঠকালে সাবধান! এই ভয়ংকর শাস্তির কথা জানাচ্ছে শিব পুরাণ
শ্রাবণী অমাবস্যা (Shravani Amavasya) তিথি

২৮ জুলাই, বৃহস্পতিবার কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি বা শ্রাবণী অমাবস্যা পালিত হবে।

অমাবস্যা তিথি শুরু- ২৭ জুলাই, বুধবার রাত ৯টা ১৪ মিনিটে।

অমাবস্যা তিথি সমাপ্ত- ২৮ জুলাই, বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে।

রাজযোগে শ্রাবণী অমাবস্যা

জ্যোতিষ গণনা অনুযায়ী চলতি বছর শ্রাবণ মাসের (Shravana Month) অমাবস্যায় ৩টি রাজযোগ নির্মিত হতে চলেছে। এ দিন শনি তৈরি করবে শশ রাজযোগ, মঙ্গলের প্রভাবে রুচক ও বৃহস্পতি হংস রাজযোগ তৈরি করবে। আবার পুষ্য নক্ষত্র থাকবে এই অমবস্যা তিথিতে। বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকায় গুরু পুষ্য যোগও তৈরি হবে। এই যোগে যে কোনও কাজ করলে তাতে সাফল্য লাভ করা যায়।

Sawan 2022: এই চার ছাড়া পুজো অসম্পূর্ণ! কী ভাবে শিবের প্রিয় হয়ে উঠল সিদ্ধি, আকন্দ, বেলপাতা, ধুতরো?
শ্রাবণী অমাবস্যার মাহাত্ম্য

শ্রাবণ মাসের শিবরাত্রির পরের দিন শ্রাবণী অমাবস্যা পালিত হয়। এ দিন গাছপালার বিশেষ পুজো করা হয়। বিশেষত এই তিথিতে অশ্বত্থ ও তুলসী পুজোর মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক ধারণা অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের বাস। এদিন বৃক্ষরোপণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং তাঁদের জীবনে কষ্ট ভোগ করতে হয় না। এই অমাবস্যা তর্পণ ও শ্রাদ্ধ করলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় ও জাতক পিতৃদোষ থেকে মুক্তি পায়।

শ্রাবণী অমাবস্যায় স্নান-দানের মুহূর্ত

শ্রাবণী অমাবস্যায় (Sawan Amavasya) সারা দিন সর্বার্থসদ্ধি যোগ থাকবে। এ ছাড়াও গুরু পুষ্য ও অমৃত যোগও থাকছে। ২৮ জুলাই সকাল ৭টা ০৫ মিনিট থেকে পরের দিন ২৯ জুলাই ভোর ৫টা ৪১ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি যোগ থাকবে। এই শুভ যোগে শ্রাবণ অমাবস্যার স্নান ও দান করলে বহুগুণ পুণ্য ফল লাভ করা যাবে। আবার অমাবস্যার দিনে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিট থেকে পরের দিন সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকছে। সন্ধ্যাবেলা এই যোগ থাকায় সন্ধ্যাবেলা অমাবস্যার উপায়গুলি করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন। উল্লেখ্য সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনও কাজই করা হোক না-কেন, তা সফল হয়।

Sawan 2022: এটিই শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম যা পূর্ণ করে সমস্ত কামনা, জানাচ্ছে শিব পুরাণ
শ্রাবণী অমাবস্যার উপায়

১. পিতৃদোষে পীড়িত থাকলে শ্রাবণ অমাবস্যায় একটি সহজ উপায়ে সেই পিতৃদোষ কাটিয়ে উঠতে পারবেন। পিতৃদোষ থেকে মুক্তি লাভের সর্বশ্রেষ্ঠ সময় হল শ্রাবণ অমাবস্যা (Sawan 2022) এ দিনে মহাদেবের ধ্যান মন্ত্র ওম নমঃ শিবায় জপ করা উচিত। অন্তত ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার পর শিবলিঙ্গে জল অর্পণ করবেন।

২. শ্রাবণ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। তার পর শিবের পুজো করবেন। শেষে অশ্বত্থ গাছের পরিক্রমা করা উচিত। উল্লেখ্য শ্রাবণ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছ রোপণ করা অত্যন্ত শুভ।

৩. শ্রাবণী অমাবস্যার দিনে সোওয়া মিটার সাদা কাপড়ে শুকনো নারকেল, ২৫০ গ্রাম চাল ও ১১ টাকা বেঁধে রেখে দিন। এবার এই পুটলিটিকে নিজের মাথা থেকে ২১ বার ঘুরিয়ে এমন স্থানে রেখে দিন যেখানে কারও নজর না-পড়ে। এবার একটি পাতায় ফল, আতর, সাদা মিষ্টি ও এক গ্লাস জল রেখে পিতৃপুরুষদের অর্পণ করুন।
লেখকের সম্পর্কে জানুন
প্রিয়াঙ্কা রাম
"প্রিয়াঙ্কা রাম সংবাদ জগতের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে যুক্ত। বিভিন্ন মহলের সংবাদ ও জ্যোতিষ শাস্ত্রের নানান প্রতিবেদন পরিবেশনের মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলি তথ্যসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ। যা তাঁকে সংবাদ জগতে সম্মান ও জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে। ২০১০ সালে মিডিয়ায় তাঁর পথ চলা শুরু। বৈদ্যুতিন মাধ্যমে তাঁর হাতেখড়ি। তার পর সংবাদ পত্র ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার সঙ্গে তিনি জড়িত। নিজের যোগ্যতা ও সামর্থ্যের ওপর ভর করে বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্রের প্রতি তাঁর গভীর আগ্রহ। প্রিয়াঙ্কা জ্যোতিষের একাধিক প্রতিবেদন প্রকাশিত করে এই প্রাচীন বিজ্ঞানের সূক্ষ্মতা সম্পর্কে পাঠকদের ওয়াকিবহাল করতে পেরেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা এই সংস্থার জ্যোতিষ বিভাগে কাজ করছেন। তিনি দক্ষতার সঙ্গে সঠিক, তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ তাঁর পাঠকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ২০২২ সালের মে মাস এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা জ্যোতিষ বিজ্ঞানের নানান গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করে পাঠকদের সমৃদ্ধ করেছেন। সাম্প্রতিক তথ্য প্রদান ও নিজের বিশ্লেষণাত্মক ক্ষমতার জোরে পাঠকদের সামনে সঠিক সময়ে সঠিক সংবাদ তুলে ধরছেন তিনি। অবসর সময়ে প্রিয়াঙ্কা বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন। এর মাধ্যমেই তিনি মানসিক শান্তি খুঁজে পান ও নিজেকে উৎসাহিত রাখেন।"... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং