অ্যাপশহর

৩৪ বছরে এই প্রথম আসছে এমন মঙ্গলময় দিন, কবে? জানুন

পুজোর মরশুম শেষ বলে যাঁরা মন খারাপ করছেন, তাঁদের মনে করিয়ে দিই বৃহস্পতিবার ছট পুজো। দীপাবলির ৬ দিন পরে উত্তর ভারত বিশেষত বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে পালিত হয় ছট পুজো।

কেদারবদ্রী পত্রী | EiSamay.Com 25 Oct 2017, 5:16 pm
পুজোর মরশুম শেষ বলে যাঁরা মন খারাপ করছেন, তাঁদের মনে করিয়ে দিই বৃহস্পতিবার ছট পুজো। দীপাবলির ৬ দিন পরে উত্তর ভারত বিশেষত বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে পালিত হয় ছট পুজো। কলকাতাতেও বিহার-উত্তরপ্রদেশের মানুষরা ছট পুজো উদযাপন করেন।
EiSamay.Com after 34 years the chhath festival is falling on this auspicious day
৩৪ বছরে এই প্রথম আসছে এমন মঙ্গলময় দিন, কবে? জানুন


চার দিন ধরে ছট পুজো। উপবাস রেখে এই পুজো করতে হয় বলে বেশ কষ্টসাধ্য কাজ। প্রচুর রীতি-আচার মেনে ছট পুজো করতে হয়। যেমন - সূর্যোদয়ের আগে স্নান সেরে ফেলা, সারাদিন নিরম্বু উপবাস রাখা এবং সূর্যোদয় ও সূর্যাস্তে দীর্ঘ সময় ঠাণ্ডায় জলে দাঁড়িয়ে থাকা। বিশেষ করে ছট পুজোর শেষ দুই দিনে অত্যন্ত কঠোর রীতি-আচার পালন করতে হয় মহিলাদের। প্রতি বছর ছট পুজোর নির্ঘন্ট স্থির করে নেপালের মিথিলা অঞ্চলের জনকপুরধামের সেন্ট্রাল ডিভিশন। সেটাই সর্বত্র মানা হয়।

এ বছর ২৪ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হবে ছট পুজো। গত ৩৪ বছরের মধ্যে এত পবিত্র নির্ঘণ্ট পরেনি। বৈদিক হিন্দু ক্যালেন্ডারের অত্যন্ত উল্লেখযোগ্য দিন 'রবিযোগ' পরেছে ছট পুজোর প্রথম দিন। সেদিনই আবার রয়েছে গনেশ পুজো। ফলে এক মহা সংযোগ তৈরি হয়েছে এ বছরের ছট পুজোয়। ছট পুজোয় সূর্যের আরাধনা করা হয়। গোটা বাড়ি জল ও গোবর দিয়ে পরিস্কার করে সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে চান করে আগামী চার দিন উপবাস রেখে সূর্যের আরাধনার শপথ নেওয়া হয়।



ভোরবেলা নুন, পেঁয়াজ, রসুন ছাড়া ঘি দিয়ে রান্না করা খাবার খেয়ে বাকি দিন উপবাস রাখা হয়। আবার সূর্যাস্তের পর শুধু মিষ্টি খাওয়া হয়। ছট পুজোর সময় সারা দিন শোওয়া যায় না। এমনকি নিজের থুতুও গিলতে পারবেন না। হাঁটু জলে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের আরাধনা করা হয়।
লেখকের সম্পর্কে জানুন
কেদারবদ্রী পত্রী

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং