অ্যাপশহর

জানেন কি এই মন্দিরে 'দুর্ধর্ষ দুশমন' শকুনিও পান পুজো?

মহাভারতের প্রিয় চরিত্র কে? কেউ বলবেন কৃষ্ণ, কেউ বলবেন অর্জুন, কারোর মতে কর্ণ। পছন্দের চরিত্র দুর্যোধন বলেও জানাতে পারেন কেউ কেউ।

EiSamay.Com 23 Mar 2017, 3:24 pm
কেদারবদ্রী পত্রী
EiSamay.Com this temple in india prays to the most hated villain of mahabharata and it is not duryodhana
জানেন কি এই মন্দিরে 'দুর্ধর্ষ দুশমন' শকুনিও পান পুজো?


মহাভারতের প্রিয় চরিত্র কে? কেউ বলবেন কৃষ্ণ, কেউ বলবেন অর্জুন, কারোর মতে কর্ণ। পছন্দের চরিত্র দুর্যোধন বলেও জানাতে পারেন কেউ কেউ। কিন্তু পছন্দের চরিত্র শকুনি - এমন কথা কি কারোর মুখে শুনতে পাওয়া সম্ভব। সম্ভব বৈকি। শুধু যে শকুনি প্রিয় চরিত্র, তাই নয়। শকুনির মন্দির গড়ে রীতিমত পুজো করা হয় জানেন? কেরলের কোল্লাম জেলায় মায়ামকোট্টু মালানচারুভু মালানাদা মন্দিরে নিয়মিত পুজো হয় শকুনির। ভক্তেরা নারকোল ও রেশমের টুকরো দিয়ে পুজো চড়ান এখানে।

শকুনির কোনও মুর্তি বা ছবিতে নয়, পুজো হয় একটি মুকুটের। প্রচলিত লোককথা অনুসারে ওই মুকুটটিই ছিল শকুনির। মহাভারত অনুযায়ী যুদ্ধের আগে শকুনি কৌরবদের নিয়ে গোটা দেশ পরিক্রমণ করেছিলেন। কোল্লামের এই এলাকায় এসে শকুনি শিবের পুজো করে তাঁর বর লাভ করেছিলেন। সেই কারণেই পরবর্তীতালে এখানে শকুনির মন্দির গড়ে ওঠে।



মহাভারতের কুটিলতম চরিত্র হিসেবে চিহ্নিত শকুনি। তাঁর ও তাঁর পরিবারের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতেই তাঁর যাবতীয় ছল-কৌশল। দুর্যোধন যে কোনওদিন পাণ্ডবদের সঙ্গে পারবেন না না, তা খুব ভালো করে জেনেই ভাগ্নেদের যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। কারণ কুরু বংশ ধ্বংস করতে এ ছাড়া তাঁর হাতে আর কোনও উপায় ছিল না। শকুনি না থাকলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধটাই হত না।

এই কারণেই শকুনি চরিত্রে কিছু গুণাবলী খুঁজে পান অনেকেই। যেমন - শকুনি না থাকলে কুরুবংশ ধ্বংস হত না। শকুনি না থাকলে পাণ্ডবদের জয় হত না। শকুনি না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধ হত না। শকুনি না থাকলে ভগবত্‍ গীতার সৃষ্টি হত না। সবচেয়ে বড় কথা শকুনি না থাকলে মহাভারত-ই থাকত না।


কোনও পরামর্শ বা জিজ্ঞাসার জন্য ই-মেল করুন kedarbadri.patri@gmail.com

# Sanatan Dharma sees a person in terms of his gunas (qualities). It is true that Tamasik (negative) characteristics were dominant in Shakuni, but he possessed some Satvik (positive) tendencies also. These positive elements in his character are recognized by a community in Kerala, India.

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং