অ্যাপশহর

Kashi Vishwanath Temple: কী ভাবে কাশীর বিশ্বনাথ মন্দিরে পৌঁছলেন শিব? জানুন বাবা বিশ্বনাথের অজানা কথা

Kashi Vishwanath Temple দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। কাশীতেই নাক বাস করেন স্বয়ং মহাদেব। কিন্তু কী ভাবে কাশীতে বাস করতে আসেন শিব ও পার্বতী? এই বিষয়ে কী বলছে হিন্দু পুরাণ সেই বিষয়েই আলোচনা করা হল এখানে। Gyanvapi Masjid নিয়ে ইতিমধ্যেই মাথা চাড়া দিয়েছে বিতর্ক। জ্ঞানবাপী মসজিদ বিতর্ক ঘিরে বিতর্কের মাঝে জেনে নিন কাশী বিশ্বনাথ মন্দির ঘিরে অজানা কথা।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 25 May 2022, 1:41 pm
Kashi Vishwanath Temple বর্তমানে জ্ঞানবাপী মসজিদ বিতর্কের কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। Gyanvapi Masjid কাশী বিশ্বনাথ মন্দিরেরই একটা অংশ বলে দাবি করা হচ্ছে। বিশ্বনাথ মন্দিরের এই অংশ মুঘল আমলে ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে তোলা হয় বলে দাবি। শাস্ত্র অনুসারে খোদ মহাদেবের ত্রিশূলের আগায় অবস্থিত কাশী বা বারাণসী। সেই কারণে গঙ্গা নদীর ধারে অবস্থিত বর্তমান ভারতের এই প্রাচীনতম নগরী শিবের অত্যন্ত প্রিয়।
EiSamay.Com shiva lingam1
Lord Shiva: কাশী বিশ্বনাথের অজানা কথা


কাশীর বিশ্বনাথের মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। হিন্দুধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন। সেই কারণে শুধু দেশ নয়, বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শনে আসেন। বিশ্বনাথ মন্দির ছাড়াও এখানকার অন্নপূর্ণা মন্দির, গঙ্গার ঘাট, ভৈরোঁ মন্দির বিশেষ ভাবে প্রসিদ্ধ। কী ভাবে মহাদেব কাশীতে পৌঁছলেন তা জেনে নিন এখানে।

Kashmiri Pandits: কাশ্মীরের এই মন্দির ছেড়ে গিয়েছিলেন পণ্ডিতরা, এখন সেখানে কী অবস্থা?
পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাশ পর্বতে বাস শিব ও পার্বতীর। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে সব দেব-দেবীর নিজস্ব ঘর আছে, তাঁদের কেন কোনও বাসস্থান নেই? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছে প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীকে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্য়দাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক, আর মর্ত্য মানুষের বসবাসের জন্য। দেবতারা কেন মর্ত্যলোকে বাস করতে আসবেন তা জানতে চান তিনি।

Lord Shiva: এই শিবমন্দিরগুলি নাকি প্রতিষ্ঠা করেন পাণ্ডবরা! জানুন প্রাচীন এই মন্দিরগুলির কথা
ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দারাচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তাঁর ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্য়দাসকে তপোবনে চলে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপোবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসেবে বিরাজ করেন পার্বতী।

রাজস্থানের এই শহরে পুজো হয় শিবের বুড়ো আঙুলের, জানুন অবাক করা কাহিনি
আরও একটি বিশ্বাস অনুসারে কাশী থেকেই শুরু হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কাশীতে বসে নাকি ধ্যানমগ্ন হয়েছিলেন বিষ্ণু। তাঁর ধ্যানে আবির্ভূত হয়ে কী ভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে, তার কয়েকটি উপদেশ দেন মহাদেব। বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গটি রয়েছে, সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং