অ্যাপশহর

শুরু মানস সরোবর যাত্রা, পূণ্যার্থীদের প্রথম দল চিন পৌঁছল

এই মানস সরবোর যাত্রায় আয়োজং সংস্থা কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের জেনালের ম্যানেজার অশোক যোশি জানিয়েছেন, 'বৃহস্পতিবার সকালে ৮.১৫ নাগাদ তীর্থযাত্রীদের দলটি লিপুলেখ পাস দিয়ে চিনে প্রবেশ করে।'

EiSamay.Com 21 Jun 2019, 12:40 pm

হাইলাইটস

  • গত ১২ জুন শুরু হয় কৈলাশ মানস সরোবর যাত্রা। ১৫ জুন গুন্জি পৌঁছয় দলটি।
  • সেখানে দিন দুয়েক ধরে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
EiSamay.Com kailash-mansarovar-yatra
কৈলাশ
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: কৈলাশ মানস সরোবর-গামী তীর্থযাত্রীদের প্রথম দল বৃহস্পতিবার চিনের তিব্বতে প্রবেশ করলেন। লিপুলেখ পাস দিয়ে এই দলটি তিব্বত পৌঁছয়। প্রথম দলে রয়েছেন ৫৮ জন তীর্থযাত্রী।
এই মানস সরবোর যাত্রায় আয়োজং সংস্থা কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের জেনালের ম্যানেজার অশোক যোশি জানিয়েছেন, 'বৃহস্পতিবার সকালে ৮.১৫ নাগাদ তীর্থযাত্রীদের দলটি লিপুলেখ পাস দিয়ে চিনে প্রবেশ করে।' এই লিপুলেখ পাস সমুদ্রতল থেকে ১৭,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। মানস সরোবর দর্শন করতে এই তীর্থযাত্রীরা এক সপ্তাহ চিনে থাকবেন।

গত ১২ জুন শুরু হয় কৈলাশ মানস সরোবর যাত্রা। ১৫ জুন গুন্জি পৌঁছয় দলটি। সেখানে দিন দুয়েক ধরে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। তারপরই হিমালয়ের আরও ওপরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তীর্থযাত্রীদের।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

ট্রেন্ডিং