অ্যাপশহর

যোজন দূরের জাভায় এক আশ্চর্য প্রাচীন শিবমন্দির! পড়ুন...

হিন্দু ধর্মের প্রতীক হিসেবে এই মন্দিরের জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্বে। প্রায় ৫০৮ ধরনের নানা আকৃতির পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। এই এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ার জেরে পরবর্তীতে এর রক্ষণাবেক্ষণ শুরু করা হয়।

EiSamay.Com 4 Mar 2019, 6:41 pm

হাইলাইটস

  • প্রায় দেড় হাজার বছর আগে দশম শতাব্দীকে ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছিল এই শিব মন্দির।
  • জানলে অবাক হতে হয়, ইন্দোনেশিয়ায় এটিই সবচেয়ে বড় শিব মন্দির।
  • মূলত শিব, বিষ্ণু ও ব্রহ্মাকে উত্সর্গ করে এই মন্দির তৈরি হয়েছিল।
EiSamay.Com Java
প্রমবানন মন্দির
এই সময় জীবনযাপন ডেস্ক: প্রায় দেড় হাজার বছর আগে দশম শতাব্দীকে ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছিল এই শিব মন্দির। জানলে অবাক হতে হয়, ইন্দোনেশিয়ায় এটিই সবচেয়ে বড় শিব মন্দির। রামায়ণেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। মূলত শিব, বিষ্ণু ও ব্রহ্মাকে উত্সর্গ করে এই মন্দির তৈরি হয়েছিল।
স্থানীয় ভাষায় এই প্রমবানন মন্দিরকে লোরো জংগ্রাঙ্গও বলা হয়। এতে তিনটি ছোট ছোট মন্দির রয়েছে। সেয়ু, বুবরাহ ও লুমবাং মন্দির। এছাড়াও এর ভিতরে প্রায় ২৪০টি ছোট ছোট মন্দিরস্বরূপ রয়েছে। রাজা শৈলেন্দ্রর শাসনকালে অষ্টম শতকে এই মন্দির তৈরির কাজ শুরু হয়। এই মন্দিরটি অবস্থিত যজ্ঞকর্তা ও জাভা দ্বীপের সীমানাবর্তী এলাকায়।

হিন্দু ধর্মের প্রতীক হিসেবে এই মন্দিরের জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্বে। প্রায় ৫০৮ ধরনের নানা আকৃতির পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। এই এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ার জেরে পরবর্তীতে এর রক্ষণাবেক্ষণ শুরু করা হয়।

মন্দিরের ভিতরে...


একাদশ শতকে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুত্পাতের ফলে মন্দিরের বিশাল অংশ ধসে গিয়েছিল। পরে রাজনৈতিক ক্ষমতা শুরুর পর সপ্তদশ শতকে এর রক্ষণাবেক্ষণ শুরু করা হয়।

১৯৯৮ সালে এটিকে জাতীয় সংস্কৃতি সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়।

পরের খবর

ট্রেন্ডিং