অ্যাপশহর

Basant Panchami 2023: চিনে নিন দেশের এই শেষ গ্রাম, এখানেই নাকি জন্মেছিলেন দেবী সরস্বতী

Goddess Saraswati: উত্তরাখণ্ডে যোশীমঠ থেকে ৫০ কিলোমিটার দূরে মানা গ্রাম। এটাই ভারতীয় সীমানার শেষ গ্রাম। ধর্মীয় দিক থেকে এই গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানেই নাকি জন্মেছিলেন দেবী সরস্বতী।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 21 Jan 2023, 11:34 am
Saraswati Puja 2023: বর্তমানে সংবাদ শিরোনামে আছে উত্তরাখণ্ডের যোশীমঠ। ক্রমশই নাকি ভূমিগর্ভে তলিয়ে যাচ্ছে এই পাহাড়ি জনপদ। যোশীমঠ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মানা গ্রাম। এটিই ভারতের শেষ গ্রাম। মহাভারত অনুসারে এই গ্রাম থেকেই মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন দ্রৌপদী-সহ পঞ্চপাণ্ডব। এই মানা গ্রামে দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী। এই সরস্বতী নদীর উপর দ্রৌপদীর জন্য একটি সেতু নির্মাণ করে দিয়েছিলেন ভীম। এই মানা গ্রামেই সৃষ্টির শুরুতে ব্রহ্মার মুখ গহ্বর থেকে দেবী সরস্বতী আবির্ভূতা হন বলে প্রচলিত বিশ্বাস।
EiSamay.Com Mana Village
দেশের এই শেষ গ্রামেই নাকি জন্ম হয় দেবী সরস্বতীর


মানা গ্রামেই সরস্বতী নদীতে স্নান করে মহাভারত ও পুরাণ রচনা করেছিলেন মহামতি ব্যাসদেব। মহাভারতের নিদর্শন আজও এই মানা গ্রামে গেলে দেখা যায়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছবির মতো সুন্দর গ্রাম মানা, সমুদ্রতল থেকে ৩১১৫ মিটার উঁচুতে অবস্থিত। এর সৌন্দর্য ও আধ্যাত্মিকতার আকর্ষণে বহু পর্যটক এখানে আসেন। বদ্রীনাথ দর্শনের পর অনেকেই মানা গ্রাম ঘুরে যান। প্রচলিত বিশ্বাস অনুসারে মানা গ্রামেই সৃষ্টির আদিতে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন মা সরস্বতী। বদ্রীনাথ ধাম থেকে মানা গ্রামের দুরত্ব তিন কিলোমিটার। গ্রামে যাওয়ার পথে দু-পাশের দৃশ্য দেখে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গিয়েছেন। গ্রামে ঢোকার মুখে উঁচু গেটে বড় বড় হরফে লেখা 'The Last Indian Village'।

Basant Panchami 2023: বসন্ত পঞ্চমীতেই কেন হয় সরস্বতী পুজো? জানুন এই দিনের মাহাত্ম্য
এই গ্রামে সরস্বতী নদীর উপর দিয়ে একটি বিরাট পাথর আড়াআড়ি ভাবে সেতুর মতো পড়ে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বর্গযাত্রার সময় দ্রৌপদীর জন্য এই সেতু নির্মাণ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। দ্রৌপদীর নদী পেরোতে অসুবিধে হওয়ায় সেখানে সেতু নির্মাণ করে দেন ভীম। আজও মানা গ্রামে গেলে সেই ভীম সেতু দেখা যায়। নদীর কাছে একটি ২০ ফুট লম্বা পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এটি ভীমের পায়ের ছাপ বলে মনে করা হয়।

Basant Panchami 2023: মা সরস্বতীর নামে রাখুন আদরের মেয়ের নাম, পড়াশোনায় ভালো করবেই!
মানা গ্রাম ব্যাস গুহা রয়েছে আজও। এই গুহায় বসেই নাকি চতুর্বেদ রচনা করেছিলেন মহামতি ব্যাসদেব। ব্যাস পুস্তক নামেও পরিচিত এই গুহা। মানা গ্রামে দেখা মেলে গণেশ গুহার। এই গুহাতেই বসে নাকি ব্যাসদেবের কাছে থেকে শুনে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন গণেশ। মানা গ্রামে রয়েছে দেশের শেষ চায়ের দোকান। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দোকান।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং