অ্যাপশহর

Ring Finger Palmistry: অনামিকায় লুকিয়ে ভবিষ্যত্‍, কত অর্থ উপার্জন করবেন সবই লেখা হাতের আঙুলে

Ring Finger: সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অংশ দেখে আমাদের ভবিষ্যত্‍ জানা যায়। আজ আমরা আলোচনা করব অনামিকা বা রিং ফিঙ্গার দেখে কী ভাবে কারোর ভবিষ্যত্‍ সম্পর্কে জানা যায়। জেনে নিন অনামিকা দেখে কী ভাবে বুঝবেন কী আছে আপনার ভাগ্য়ে।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 4 Feb 2023, 3:04 pm
Ring Finger Astrology: শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমাদের চরিত্র ও ভাগ্য সম্পর্কে জানা যায় বলে উল্লেখ করা আছে সমুদ্রশাস্ত্রে। এমনকি জীবনে কত টাকা উপার্জন করবেন, সেই বিষয়টিও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দেখে আন্দাজ করা যেতে পারে। দেখে নেওয়া যাক আপনার জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে তা অনামিকা বা রিং ফিঙ্গার দেখে কী ভাবে বুঝবেন।
EiSamay.Com ring finger
অনামিকা দেখে মানুষ চেনা


অনামিকার রেখা

বিয়ের সময় অনামিকাতেই আংটি পরানো হয় বলে হাতের এই আঙুল রিং ফিঙ্গার নামে পরিচিত। যদি অনামিকা থেকে একটি রেখা আড়াআড়ি ভাবে বেরিয়ে সোজা বুড়ো আঙুল পর্যন্ত যায়, তাহলে আপনি অত্য়ন্ত ধনী ও ভাগ্যবান। এই ধরনের মানুষরা সাধারণত বড় ব্যবসার মালিক হন।

ভুরু ঘন না পাতলা? আপনি ঠিক কেমন মানুষ, জানা যায় ভুরু দেখেও!
অনামিকায় শুভ লক্ষণ

হস্তরেখাশাস্ত্র অনুসারে যদি কোনও রেখা সোজাসুজি অনামিকা থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ পর্যন্ত ছড়ানো থাকে, তাহলে সেই মানুষরা অত্যন্ত সুখী জীবন যাপন করে থাকেন। এই ধরনের মানুষরা অন্যের উপর সহজেই প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন। এঁদের কথায় সবাই মুগ্ধ হয়ে যান।

Astro Tips: মনের গভীরে লুকিয়ে কোন রহস্য? গার্লফ্রেন্ডকে চিনুন তাঁর ঠোঁট দেখে
লম্বা অনামিকা

হাতের অনামিকা যদি তর্জনীর থেকে লম্বা হয়, তাহলে এঁদের আত্মসম্মান বোধ অত্যন্ত প্রবল হয়। নিজেদের জীবনসঙ্গীকে এঁরা অত্যন্ত ভালোবাসেন। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে এঁরা খুবই ভালোবাসেন।

Lucky Girl Signs: পায়ের পাতা এরকম হলে অত্যন্ত সৌভাগ্যময়ী সেই মহিলারা, চমক আনেন স্বামীর জীবনে
অনামিকা ও তর্জনী সমান

যাঁদের হাতে অনামিকা ও তর্জনী সমান উচ্চতার হন, সেই ধরনের মানুষরা অত্যন্ত স্বাধীনচেতা হন। নিজেদের জীবনে এঁরা অন্য কারোর হস্তক্ষেপ মোটেও পছন্দ করেন। নিজের শর্তেই জীবন কাটাতে ভালোবাসেন এই মানুষরা। তার পাশাপাশি এঁরা অন্য কারোর জীবনেও হস্তক্ষেপ করেন না।

ছোট অনামিকা

আপনার হাতের অনামিকা যদি তর্জনীর থেকে ছেট হয়, তাহলে সমুদ্রশাস্ত্র অনুসারে তা মোটেও শুভ নয়। এই রকম আঙুল যাঁদের, সমুদ্রশাস্ত্র অনুসারে তাঁরা খুব একটা অর্থ উপার্জন করতে পারেন না। এমনকি অর্থ রোজগার করার জন্য অসাধু পথ অবলম্বন করতেও এঁরা পিছপা নন।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং