অ্যাপশহর

লবঙ্গের এই টোটকা দেবে সমস্যা থেকে মুক্তি, বাড়িতে থাকবে পজিটিভ এনার্জি

জ্যোতিষ অনুসারে আমাদের বাড়িতে প্রতিদিনের ব্যবহার্য অনেক জিনিস থেকে শুভ শক্তি প্রবাহিত হয়। সেই জিনিসগুলি সঠিক ভাবে ব্যবহার করলে নানা শুভ ফল মিলতে পারে। জেনে নিন লবঙ্গের কয়েকটি সহজ টোটকা।

Lipi 26 Nov 2021, 3:17 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: হিন্দু ধর্মে পূজার্চনা ও জ্যোতিষের নানান উপায় লবঙ্গের ব্যবহার লক্ষ্ করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী জীবনে সুখ-সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায়। এখানে লবঙ্গের সঙ্গে জড়িত কিছু বাস্তু উপায় সম্পর্কে জানানো হল।
EiSamay.Com clove
লবঙ্গের টোটকা


১. পরিবারের কোনও সদস্য বার বার অসুস্থ হয়ে পড়লে, পারিবারিক কলহ ও বিবাদ লেগে থাকলে অথবা বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করলে লবঙ্গ দিয়ে উপায় করতে পারেন। চাটুতে ৭ থেকে ৮টি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির কোনও কোণায় রেখে দিন। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে।

২. হিন্দু ধর্মে পূজার্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্জ্বলিত করুন। এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ ও শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না।

৩. বহু চেষ্টা সত্ত্বেও অনেক সময় কাজ ভেস্তে যায়। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে পানের পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি মুড়ে গণেশকে অর্পণ করুন। এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য লাভ করবেন।

৪. আর্থিক অনটনে দিন কাটালে এবং বহু চেষ্টা সত্ত্বেও লাভ করতে না-পারলে এই উপায়টি করতে পারেন। এর জন্য সাতটি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না। উল্লেখ্য লবঙ্গটিকে চারদিকে ফেলবেন এবং তার পর পিছন ফিরে তাকাবেন না।

৫. আপনার বাড়িতে প্রতি শনিবার ঝগড়া-বিবাদ লেগে থাকলে প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে।

৬. বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর রাখার জন্য শনিবার অথবা রবিবার সন্ধেবেলা ৫টি লবঙ্গ, ৩টি কর্পূর ও ৩টি বড় এলাচ পোড়ান। তার পর সে ভাবেই সারা ঘরে দেখান। ভালোভাবে পুড়ে গেলে এর ছাই প্রবেশ দ্বারে ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশ দ্বারে ছেটাতে পারেন। এর ফলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তির দূর হবে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরে যাবে।

জীবনে দিন জিরের ফোড়ন, দিন কাটবে সুখে! জানাচ্ছে বাস্তু
৭. যে জাতকের কোষ্ঠিতে রাহু ও কেতু অনুকূল পরিস্থিতিতে থাকে না, তাঁরা শনিবার লবঙ্গ দান করুন। কেউ এই দান গ্রহণ করতে না-চাইলে শিবলিঙ্গে অর্পণ করে দিন। ৪০ শনিবার এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয়। বাড়িতে সুখ ও আনন্দের জন্য লবঙ্গের চারা লাগাতে পারেন। এ ছাড়া কয়েক দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখলে লাভ হতে পারে।

৮. কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে এবং সে যদি টাকা ফেরৎ না-দেয়, তা হলে বিবাদ না-করে লবঙ্গের কিছু উপায় করুন, এর ফলে অর্থ ফিরে পাবেন। এর জন্য কোনও অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে ২১টি লবঙ্গ দিয়ে লক্ষ্মীর ধ্যান করুন।

চালের এই সহজ টোটকায় দূর করুন জীবনের আর্থিক সমস্যা
৯. ইন্টারভিউ বা কোনও জরুরি কাজের জন্য বেরোনোর আগে মুখে লবঙ্গ রেখে নিন। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেখানে লবঙ্গের অবশিষ্ট অংশ ফেলে দিন। তন্ত্র শাস্ত্র অনুযায়ী এর ফলে কাজে সাফল্য লাভ করবেন।

১০. পরিশ্রম সত্ত্বেও ফল না-পেলে মঙ্গলবার বজরংবলীর মূর্তির সামনে সরষে তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। সেই প্রদীপে ২টি লবঙ্গ দিন, তার পর হনুমান চালিসা পাঠ করুন। ২১ মঙ্গলবার এই উপায় করলে সমস্যা দূর হবে এবং সাফল্য লাভ করবেন।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং