অ্যাপশহর

সৌভাগ্যের গোপন কথা লুকিয়ে এই ৯ ফলে, এদের সঙ্গে যুক্ত নবগ্রহ!

ফল ও ফলের রস যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই সৌভাগ্যের জন্যও ফলের বিশেষ ভূমিকা রয়েছে। এক এক ধরনের ফল ও ফলের রস খেলে এক একটি গ্রহের অবস্থান ভালো করা সম্ভব। জেনে নিন কোন ফল খেলে কোন গ্রহের অশুভ প্রভাব কেটে যায়।

EiSamay.Com 26 Jun 2021, 12:50 pm

হাইলাইটস

  • সব গ্রহের রাজা মনে করা হয় সূর্যকে।
  • আমাদের জীবনে সূর্যের ভূমিকা সবচেয়ে বেশি।
  • সূর্যের অশুভ প্রভাব খণ্ডন করতে আমাদের লাল রঙের ফল ও সবজির রস বেশি করে খাওয়া উচিত।
  • যেমন বিটরুট, বেদানা, টমেটো ও আমের রস খেলে সূর্যের অবস্থান ভালো হয়।
EiSamay.Com fruits
ফল খেয়ে ভাগ্য ফেরান
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: আম, তরমুজ, লিচু, আঙুর। মিষ্টি তবেও রসালো এই সব ফল খেতে কার না ভালো লাগে। স্বাস্থ্যের জন্যও ফল অত্যন্ত উপকারী। ফল শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, ফাইবার প্রদান করে। তবে আপনি জানেন কি, শুধু স্বাস্থ্যের জন্য নয়, সৌভাগ্যের জন্যও ফল অত্যন্ত উপকারী। জানেন কি, জন্মছকে কোনও গ্রহের অবস্থান খারাপ থাকলে, ফলের মাধ্যমে তা ঠিক করা সম্ভব?
ভাগ্য ফেরাতে বিভিন্ন ফল ও সবজির রসের ভূমিকা নিয়েই আজ আলোচনা করব। জেনে নিন নবগ্রহের অশুভ প্রভাব কী ভাবে ফল ও সবজির রসের মাধ্যমে দূর করা সম্ভব।

রবির অশুভ প্রভাব

সব গ্রহের রাজা মনে করা হয় সূর্যকে। আমাদের জীবনে সূর্যের ভূমিকা সবচেয়ে বেশি। সূর্যের অশুভ প্রভাব খণ্ডন করতে আমাদের লাল রঙের ফল ও সবজির রস বেশি করে খাওয়া উচিত। যেমন বিটরুট, বেদানা, টমেটো ও আমের রস খেলে সূর্যের অবস্থান ভালো হয়।

চন্দ্রের অশুভ প্রভাব

স্বাস্থ্য ও সৌন্দর্যের উপর প্রভাব রয়েছে চন্দ্রের। চন্দ্রের অবস্থান খারাপ হলে শরীর খারাপ হতে পারে ও চেহারা খারাপ হয়ে যায়। এর প্রতিবিধানের জন্য সাদা রঙের ফল যেমন, লিচু ও আখের রস খেতে পারেন।

মঙ্গলের অশুভ প্রভাব

সাহস ও আত্মবিশ্বাসের প্রতিনিধি হল মঙ্গল। জন্মছকে মঙ্গলের অবস্থান খারাপ হলে জাতক ভীতু হয়ে পড়েন। মঙ্গলকে তুষ্ট করতে লাল রঙের ফল ও সবজি বেশি করে খান। বেদানা, টমেটো ও বিটের রস খেলে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যাবে।

শুধু স্বাস্থ্য়ের জন্য নয়, গ্রহদোষ থেকে মুক্তি পেতেও অব্যর্থ দুধ!
বুধের অশুভ প্রভাব

জ্ঞান, বুদ্ধি ও পেশাগত সাফল্য নির্ভর করে জন্মছকে বুধের অবস্থানের উপরে। বুধকে তুষ্ট করতে উপযোগী রং হল সবুজ। তাই বুধের অশুভ প্রভাব কাটাতে মটরসুটি ও অন্যান্য সবুজ তরিতরকারির রস বেশি করে খান।

বৃহস্পতির অশুভ প্রভাব

বৃহস্পতির শুভ প্রভাবে আমরা খ্যাতি ও প্রতিপত্তি লাভ করি। বৃহস্পতির অবস্থান যদি খারাপ হয়, তাহলে কলা, পেপে ও কমলালেবু খান। এই ফলগুলির রস খেলেও উপকার পাবেন।

কাজু-কিশমিশ-আমন্ড, ভাগ্য ফেরাতে সপ্তাহের কোন দিন কোনটা খাবেন?
শুক্রের অশুভ প্রভাব

শুক্রগ্রহ প্রেম ও ভালোবাসার অধিপতি। শুক্রের প্রভাবে আমরা জীবনে প্রেম ও আরাম-আয়েশ পাই। এগুলি থেকে বঞ্চিত হলে বুঝবেন শুক্রের অবস্থান আপনার জন্মছকে ভালো নয়। শুক্রকে তুষ্ট করতে লিচু ও মুলো খান বেশি করে।

শনি-রাহু-কেতুর অশুভ প্রভাব


জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি, রাহু ও কেতু হল ছায়া গ্রহ। জন্মছকে এঁদের অশুভ প্রভাব খণ্ডন করার জন্য যত বেশি সম্ভব কালো রঙের ফল ও সবজি খেতে হবে। কালো আঙুর, কালোজাম ও ফলসা জাতীয় ফল বেশি করে খান।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং