অ্যাপশহর

স্নানের জলে এক চিমটে এই জিনিস মিশিয়ে নিন, কেটে যাবে গ্রহ দোষ

Bath Water Remedies জানা থাকলে অনেক দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। এখানে আমরা আলোচনা করব স্নানের জলে কোন কোন জিনিস মেশালে গ্রহ দোষ নির্মূল করা সম্ভব হয়। জন্মছকে বিভিন্ন গ্রহের কুপ্রভাব এড়াতে কোন স্নানের জলে কী কী মেশাবেন তা জেনে নিন এখানে। শুধু জ্যোতিষ নয়, আয়ুর্বেদ অনুসারেও স্নানের জলে এই জিনিসগুলি মেশানো স্বাস্থ্যের জন্যও ভালো।

Produced byশ্রমণা গোস্বামী | Lipi 15 May 2022, 7:53 am
ভারতীয় চিকিৎসাগ্রন্থে ঔষধী স্নানের উল্লেখ পাওয়া যায়। অন্য দিকে জ্যোতিষ শাস্ত্রেও ঔষধী স্নানকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী জাতক যদি কোনও গ্রহের দ্বারা পীড়িত থাকে, তা হলে ঔষধী স্নানের মাধ্যমে সেই গ্রহের অশুভ প্রভাব খর্ব করা যায়। তার জন্য স্নানের জলে কয়েকটি জিনিস মেশাতে হবে।
EiSamay.Com bath1
Bath Water Remedies: স্নানের জলের টোটকা


প্রতিটি গ্রহ কোনও জড়িবুটি বা ঔষধীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই গ্রহ জন্মছকে দুর্বল হয় ও অশুভ ফলাফল প্রদান করলে সেই গ্রহের সঙ্গে সম্পর্যুক্ত জড়ির মিশ্রণে স্নান করলে উপকার পেতে পারেন। কোন গ্রহকে শান্ত করার জন্য কোন ঔষধী স্নান করবেন, জেনে নিন—

সূর্য

জ্যোতিষে সূর্যকে শক্তি, স্থিতি ও অধিকারের প্রতীক মনে করা হয়। সূর্যকে সময়নিষ্ঠ গ্রহ বলা হয়। যে জাতকের কোষ্ঠিতে সূর্য প্রবল, তাঁরা অত্যন্ত প্রভাবশালী হন।

তবে সূর্য দুর্বল বা দোষযুক্ত থাকলে কনের, দেবদারু, জাফরান, এলাচ, মহুয়া ফুলের গুঁড়ো জলে মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সূর্যের দোষ দূর হবে ও এই গ্রহটি শান্ত হবে।

চন্দ্র

এই গ্রহ জাতকের ব্যক্তিগত ইচ্ছা, আকাঙ্খা ও প্রয়োজনীয়তার প্রতিনিধিত্ব করে। পাশাপাশি জাতকের আবেগ ও মানসিক অবস্থাকেও নিয়ন্ত্রিত করে এই গ্রহ।

জ্যোতিষ অনুযায়ী চন্দ্রকে সন্তুষ্ট রাখা অত্যন্ত আবশ্যক। এই গ্রহকে প্রসন্ন করার জন্য পঞ্চগব্য, মুক্তো, রুপো, সীপ, শঙ্খ ও কুমুদিনীর ফুল জলে মিশিয়ে স্নান করা শুভ। এর ফলে চন্দ্র প্রদত্ত কষ্ট দূর হবে।

Tips For Good Luck: মাটির নয়, সবচেয়ে শুভ এই প্রদীপ! দূর করে জীবনে সব বাধা
মঙ্গল

মঙ্গল প্রবল হলে সশক্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। শক্তি নিয়ন্ত্রণ করে এই গ্রহ। বৈদিক জ্যোতিষে মঙ্গলকে যুদ্ধের দেবতা বলা হয়। পাশাপাশি শ্রেষ্ঠত্ব লাভ ও বাধা দূর করার ইচ্ছাশক্তি প্রদান করে এই গ্রহ।

পরাক্রম বৃদ্ধি ও উন্নতির জন্য মঙ্গলকে শক্তিশালী করা জরুরি। মঙ্গলের শান্তির জন্য শুকনো আদা বা সোঁঠ, মৌরী, লাল চন্দন জলে মিশিয়ে স্নান করা শ্রেয়।

বুধ

বুদ্ধি, বাণী, কৌশল, যোগাযোগের কারক গ্রহ বুধ। বুধকে বার্তাবাহক ও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রক মনে করা হয়। বুধকে প্রসন্ন করতে হলে বহেড়া, চাল, আমলকি বা মধু দেওয়া জল দিয়ে স্নান করা উচিত।

Astro Remedies: পরীক্ষায় সাফল্য, চাকরিতে উন্নতি! ছোট এলাচের টোটকায় বদলাবে জীবন
বৃহস্পতি

জাতকের জীবনের সমৃদ্ধি ও ভাগ্যের শাসক হল বৃহস্পতি। এই গ্রহ প্রধানত আধ্যাত্মিকতা ও শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। পাশাপাশি অর্থ, বুদ্ধি, উদারতার কারক গ্রহ বৃহস্পতি।

কোষ্ঠিতে প্রবল পরিস্থিতিতে বৃহস্পতি উপস্থিত থাকলে জাতক উদারচরিত্র ও শ্রেষ্ঠ চিন্তাভাবনা সম্পন্ন হয়। কোষ্ঠির অন্যান্য কিছু গ্রহ নীচস্থ হলেও শক্তিশালী বৃহস্পতির কারে তারা জাতকের জীবনের উদারতা ও শালীনতাকে প্রভাবিত করতে পারে না।

এই গ্রহকে প্রসন্ন করতে হলে জলে মুলেঠি বা সাদা সরষে মিশিয়ে স্নান করুন।

শুক্র

স্ত্রী শক্তি, আনন্দ, যৌন জীবন, সুখ, দাম্পত্য জীবন, ভালোবাসার কারক গ্রহ শুক্র। কোষ্ঠিতে শুক্র অশুভ ফলাফল দিলে বহেড়া, আমলকি, এলাচ বা জাফরান মেশানো জলে স্নান করুন।

Astro Tips For GoodLuck: সঠিক খাবারও নিয়ে আসে সৌভাগ্য! গ্রহদোষ দূর করতে কী খাবেন জানুন
শনি

শনিকে সহজে প্রসন্ন করা যায় না। কঠিন পরিশ্রম ও ভালো কর্মের জোরে শনি জাতককে আশীর্বাদ প্রদান করে থাকেন।

শনির কারণে কষ্ট ভোগ করলে কাজল, কালো তিল, নাগরমোথা, শতপুষ্পী, বিউলি ডাল ও লোধরের ফুল জলে মিশিয়ে স্নান করুন।

রাহু

জ্যোতিষে একে ছায়া গ্রহ ও ভ্রমের কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। জ্যোতিষ মতে, এই গ্রহের ধড় না-থাকায় সন্তুষ্ট হয় না। রাহু ব্যক্তিকে সীমানা লঙ্ঘন করতে বাধ্য করে। জাতক এমন কাজ করে বসে, যা সমাজ স্বীকার করে না।

রাহুকে শান্ত করার জন্য নাগবেল, লোবান, তিল জলে মিশিয়ে স্নান করলে শনি দোষ থেকে মুক্ত হওয়া যায়।

কেতু

এই গ্রহ জাতকের আধ্যাত্মিক প্রবৃত্তি, সাংসারিক ইচ্ছা ও উচ্চাকাঙ্খার প্রতি অনাসক্ত করে তোলে। জ্যোতিষ অনুযায়ী রাহু দান করে ও কেতু গ্রহণ করে। কেতু জাতকের চরিত্র ও মানসিকতা উন্নত করতে সহায়ক। কোষ্ঠিতে কেতুকে প্রবল করার জন্য জলে লোবান, মোথা, প্রিয়ঙ্গু মিশিয়ে স্নান করা উচিত।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং