অ্যাপশহর

২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সতর্ক থাকা জরুরি ৫ রাশির জাতকদের

পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021)। এই রাজ্যগুলি হল - পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওডিশা, মণিপুর, ত্রিপুরা, অসম এবং মেঘালয়।

EiSamay.Com 18 May 2021, 5:25 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: আগামী ২৬ মে দেখা যাবে এই বছরের প্রথম গ্রহণ। আমাদের দেশের সব জায়গা থেকে না হলেও অনেক জায়গা থেকেই আংশিক ভাবে এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021) চাক্ষুস করা যাবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের বিচারের বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেদিন আছে বৈশাখী পূর্ণিমা।
EiSamay.Com lunar eclipse 2021 date first lunar eclipse of the year on may 26 these 5 zodiac signs will have to be very cautious
২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সতর্ক থাকা জরুরি ৫ রাশির জাতকদের


উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যে সব জায়গা থেকে গ্রহণ দেখা যাবে, সেই সব এলাকায় সূতকের প্রভাব পড়বে। বৃশ্চিক রাশিতে এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণের প্রভাবে খুব একটা সুখকর হবে না পাঁচ রাশির জাতকদের জীবনে। দেখে নিন কোন কোনও রাশির জাতকদের বছরের প্রথম গ্রহণে সাবধান থাকতে হবে।

​মেষ রাশি

মেষ রাশির জাতকদের জীবনে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে। মেষ রাশির জাতকদের অধিপতি হল মঙ্গল। আপনি মেষের জাতক হলে গ্রহণের সময় সাবধানে থাকুন। এই সময় মেষের জাতকদের দুর্ঘটনার কবলে পড়ার যোগ আছে। তাই নিতান্ত প্রয়োজন না হলে গ্রহণের সময় বাড়ি থেকে বেরোবেন না। এই সময় ঈষ্টদেবতার মন্ত্র জপ করুন। হনুমান চলিশা পাঠ করাও শুভ।

​কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জীবনেও অশুভ প্রভাব বিস্তার করতে চলেছে এই চন্দ্রগ্রহণ। আপনি কর্কট রাশির জাতক হলে গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত সম্পর্কিত নানা ধরণের অসুখে ভুগতে পারেন আপনি। এছাড়া পেটের সমস্যা এবং মানসিক অশান্তির কবলেও পড়তে পারেন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে মহাদেবের আরাধনা করুন। গ্রহণ চলাকালীন পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।

​সিংহ রাশি

আপনি সিংহ রাশির জাতক হলে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনার বাবা মা অসুস্থ হতে পারেন। তাই এই সময় তাঁদের বিশেষ সাবধানে রাখা জরুরি। গ্রহণের সময় আপনার ওপর কাজের বোঝা অনেকটাই বেড়ে যাবে। জরুরি কাজ শেষ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়বেন। এই সময় কোথাও অর্থ বিনিয়োগ না করাই ভালো। এই সময় কারোর কাছে ঋণ নেবেন না। গ্রহণ চলাকালীন ইশতার মন্ত্র জপ করুন।

​তুলা রাশি

তুলা রাশির অধিপতি হল শুক্র গ্রহ। শুক্রের জাতকদের ওপরে অশুভ প্রভাব রয়েছে চন্দ্রের। তাই চন্দ্রগ্রহণের সময় সতর্ক থাকা জরুরি তুলা রাশির জাতকদের। আপনি তুলা রাশির জাতক হলে গ্রহণের প্রভাবে আপনার রাগ অত্যন্ত বেড়ে যাবে। নিজের রাগের ওপরে নিয়ন্ত্রণে রাখুন, না হলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। হঠাত্‍ কর খরচ বেড়ে যাবে অনেকটাই। গ্রহণের সময় অশুভ প্রভাব এড়াতে লক্ষ্মীমন্ত্র জপ করুন।

​কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের ওপরে এই চন্দ্রগ্রহণ অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে চলেছে। সমাজে আপনার নামে কলঙ্ক রটতে পারে। নানা দিক থেকে এই সময় বাধার সন্মুখীন হবেন কুম্ভ রাশির জাতকরা। বিভিন্ন কারণে উদ্বেগ বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আতঙ্কিত হতে হবে। কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়বে। চন্দ্রগ্রহণের সময় শনিদেবকে স্মরণ করুন।

Video-২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সতর্ক থাকা জরুরি ৫ রাশির জাতকদের

২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সতর্ক থাকা জরুরি ৫ রাশির জাতকদের

পরের খবর

ট্রেন্ডিং