অ্যাপশহর

কোন কোন রাশির মধ্যে বিয়ে না হওয়াই ভালো? জেনে নিন...

কোনও কোনও রাশির জাতকদের মধ্যে বিয়ে না হওয়াই ভালো। এঁরা পরস্পরকে বিয়ে করলে সারা জীবন অশান্তি আর ঝগড়া সঙ্গী হবে। এই বিয়ে সফল হয় না। জেনে নিন কোন কোন রাশির জাতকরা ভুলেও পরস্পরকে বিয়ে করবেন না।

Lipi 30 Jul 2021, 8:14 am
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বিবাহ যে কোনও ব্যক্তির জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় হিন্দু ধর্মে বিবাহের আগে বর ও কনের কোষ্ঠি গণনা করা হয়। এর ভিত্তিতে যে জোটের ভবিষ্যৎ উজ্জ্বল দেখা দেয়, তাঁদের বিবাহে সম্মতি দেন সকলে। তবে শুধু কোষ্ঠিই নয়, বিয়ের আগে রাশিও মিলিয়ে দেখা উচিত। উল্লেখ্য রাশি প্রতিটি ব্যক্তির স্বভাবের ওপর প্রভাব বিস্তার করে। দুটি বিপরীত রাশির লোকেরা বিবাহ করলে, সমস্যায় পড়তে পারেন, পাশাপাশি এঁদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকবে। এর ফলে স্বাভাবিক ভাবেই পারিবারিক জীবনে অশান্তির ঝড় উঠবে। জ্যোতিষ মতে এমন কিছু রাশি আছে, যাঁদের পরস্পরের সঙ্গে বিয়ে করা উচিত নয়। কোন কোন রাশি এগুলি জেনে নিন—
EiSamay.Com marriage
বিয়েতে খারাপ জুটি


কুম্ভ ও মকর রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কুম্ভ ও মকর রাশির জাতকরা সম্পর্ক পালনে এগিয়ে থাকেন। তবে এঁদের মধ্যে একাধিক বিপরীত গুণ ও ধর্ম বর্তমান। মকর রাশির জাতকরা আবেগপ্রবণ হয়ে থাকেন। অন্য দিকে কুম্ভ রাশির জাতকরা প্র্যাক্টিক্যাল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই দুইয়ের বিপরীত স্বভাবের কারণেই কুম্ভ ও মকর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। এমনকি সম্পর্কও শেষ হয়ে যায়।

কর্কট ও সিংহ রাশি


বলতে পারেন, এই দুই রাশির মধ্যে আদায় কাঁচকলায় ভাব। কর্কট রাশির ব্যক্তিরা নিজের সঙ্গীর কাছে থাকতে ভালোবাসেন। সঙ্গীর সঙ্গে অধিক অ্যাটাচমেন্ট থাকে। অন্য দিকে সিংহ রাশির জাতকরা স্বাধীন চিন্তাভাবনা পোষণ করেন। এঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এই দুই রাশির জাতকরা এক হলে সব সময় সংঘাত বাঁধে।

মিথুন ও কন্যা রাশি

এই দুই রাশিও বিপরীত স্বভাবের। মিথুন রাশির জাতকরা অত্যন্ত অবেগপ্রবণ। অন্যদিকে কন্যা রাশির জাতকরা প্র্যাক্টিক্যাল হয়ে থাকেন। এ কারণে দুজনের চিন্তাভাবনার মধ্যে সামঞ্জস্য থাকে না এবং এঁদের মধ্যে মতভেদ সৃষ্টি হতে শুরু করে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই দুই রাশির জাতকরা নানান সমস্যার সম্মুখীন হন। অধিক সমস্যা এলে কন্যা রাশির জাতকরা পৃথক হয়ে যেতে আগ্রহী থাকেন। জীবনে খুব সহজে এগিয়ে যান এঁরা। তবে মিথুন রাশির জাতকরা এই পরিস্থিতি থেকে সহজে বেরোতে পারেন না।

কোন কোন রাশির মধ্যে বিয়ে না হওয়াই ভালো? জেনে নিন...

বৃষ ও তুলা রাশি

এই দুই রাশির জাতকই শান্ত স্বভাবের। আবার অত্যন্ত বুদ্ধিমান ও পরিষ্কার মনের মানুষ এঁরা। প্রথম দিক এই দুই রাশির জাতকরা খুব ভালো ভাবে পারস্পরিক সম্পর্ক পালন করেন। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এঁরা নিজের কথা মান্য করানোর জন্য জেদ ধরে নেন। ইগোর সমস্যা দেখা দেয় এঁদের মধ্যে। এ কারণে বৃষ ও তুলা রাশির সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে।

কর্কট ও ধনু রাশি

এই দুই রাশির জাতকরা দীর্ঘ সময় একে অপরের সঙ্গে থাকতে পারেন না। ধনু রাশির জাতকরা সময়ের সঙ্গে ও সময় অনুযায়ী এগিয়ে যেতে ভালোবাসেন। কর্কট রাশির জাতকদের ওপর এর কোনও প্রভাবই খাটে না। এঁরা নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। তাই এই দুই রাশির জাতক-জাতিকারা দাম্পত্য সম্পর্কে জড়ালে ঝগড়া ও অবসাদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

মহিলাদের হাতে এই চিহ্নগুলি থাকলে তাঁরা ভাগ্যবান! জেনে নিন...
মীন ও বৃশ্চিক রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দুই রাশি আবার ডেডলি কম্বিনেশন। সমস্যার আসল কারণ হল, বৃশ্চিক রাশির জাতকরা নিজের ভালোবাসা জাহির করার ক্ষেত্রে অত্যন্ত বেপরোয়া, অন্য দিকে মীন রাশির জাতকরা আবেগপ্রবণ। আবার মীন রাশির জাতকরা সম্পর্কে সামান্য স্পেস চান, কিন্তু বৃশ্চিক রাশির আশঙ্কাগ্রস্ত স্বভাবের কারণে এই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং