অ্যাপশহর

আপনার জীবনসঙ্গীর স্বভাব হবে ঠিক কেমন? জানুন নিজের স্বভাব বিচার করে

জীবনসঙ্গী কেমন হবেন তা জানার প্রতি আগ্রহ থাকে সব অবিবাহিত ছেলে বা মেয়ের মনেই। একটা বয়সের পর আমরা সবাই জীবনসঙ্গীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি। নিজের কোষ্ঠী বিচার করে জীবনসঙ্গী সম্পর্কে জানা যায়। জানুন সেই পদ্ধতি।

Lipi 3 Jan 2022, 12:08 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: প্রত্যেক অবিবাহিত ছেলে বা মেয়ে নিজের জীবনসঙ্গীর সম্পর্কে জানতে চায়। নিজের মনের মধ্যে তাঁদর সম্পর্কে একটি ধারণা করে রাখেন তাঁরা। নিজের পছন্দের জীবনসঙ্গীর অপেক্ষা থাকেন সকলে। জ্যোতিষ অনুযায়ী গ্রহ বিচার করে কোনও জাতক নিজের ভবিষ্যৎ স্বামী বা স্ত্রী সম্পর্কে অনেক কিছু জানতে পারে।
EiSamay.Com life partner1
জীবনসঙ্গীকে চেনার উপায়


১. সপ্তম স্থানে উপস্থিত রাশির স্বভাব অনুযায়ী ভবিষ্যৎ জীবনসঙ্গীর ব্যক্তিত্ব নির্ধারিত হয়। অগ্নি তত্ব (মেষ, সিংহ, ধনু)-এর রাশি হলে জীবনসঙ্গী হবে অকুতভয়, সাহসী ও রাগী। জল তত্বের রাশি (কর্কট, বৃশ্চিক, মীন) হলে আবেগপ্রবণ, কোমল স্বভাবের জীবনসঙ্গী পাবেন। পৃথিবী তত্বের রাশি (বৃষ, কন্যা, মকর) হলে কর্মকুশল ও অন্তর্মুখী জীবনসঙ্গীর সঙ্গে জীবন কাটাবেন। ব্যবহার কুশল, বাচাল, সামাজিক জীবনসঙ্গী প্রমাণিত হন বায়ু তত্ব (মিথুন, তুলা, কুম্ভ)-এর রাশির জাতকরা।

২. সপ্তম স্থানে উপস্থিত গ্রহের স্বভাব অনুযায়ী ব্যক্তি নিজের জীবনসঙ্গী সম্পর্কে আগেভাগে জানতে পারে।

বিয়েতে বারবার বাধা? কারণ হতে পারে বাস্তু দোষ! জানুন কী করবেন
সূর্য- যে জাতক বা জাতিকার কোষ্ঠির সপ্তম স্থানে সূর্য বিরাজ করে, তাঁর জীবনসঙ্গী অহংকারী, আত্মবিশ্বাসী, উচ্চ বংশের হন। এঁরা শাসন ও অধিকার প্রদর্শন করে থাকেন।

মঙ্গল- জাতকের কোষ্ঠির সপ্তম স্থানে উপস্থতি মঙ্গল, রাগী, উচ্চাকাঙ্খী, উৎসাহী, খাওয়া-দাওয়ায় শৌখিন জীবনসঙ্গী লাভের দিকে ইশারা করে। এঁদের জীবনসঙ্গী ভালো পরিমাণে অর্থ ব্যয় করে থাকে।

ঋণে জর্জরিত থাকলে বাস্তুর এই উপায় পেতে পারেন মুক্তি
বুধ- সপ্তম স্থানে বুধ থাকলে, সেই জাতকের জীবনসঙ্গী হয় ব্যবহার কুশল, কথাবার্তায় পটু, বুদ্ধিমান ও বই পোকা।

বৃহস্পতি- সুশিক্ষিত, ধার্মিক, নম্র ও বুদ্ধিমান জীবনসঙ্গী প্রদান করেন সপ্তম কক্ষে উপস্থিত দেবগুরু বৃহস্পতি।

শুক্র- যে জাতকের জন্মছকের সপ্তম স্থানে শুক্র বিরাজ করে, তাঁর জীবনসঙ্গী হন শিল্পপ্রিয়, সুরুচি সম্পন্ন, সুন্দর ও সৌন্দর্য প্রিয়।

শনি- জন্মছকের সপ্তম স্থানে উপস্থিত শনি জাতককে গম্ভীর, অন্তর্মুখী, হতাশাবাদী, প্রাচীনপন্থী জীবনসঙ্গী প্রদান করে থাকে।

কোষ্ঠির দ্বিতীয় কক্ষে শনি? অধরা থাকতে পারে নিজের বাড়ি তৈরির সাধ!
চন্দ্র- সপ্তম কক্ষে চন্দ্রের প্রভাব থাকলে জাতক কোমল, আবেগপ্রবণ, সাহায্য করতে তৎপর ও শান্ত স্বভাবের সঙ্গীর সঙ্গে জীবন কাটান।

রাহু ও কেতু- আবার যে জাতকের সপ্তম স্থানে রাহু ও কেতু থাকে, তাঁদের জীবনসঙ্গী হন বিষয়বাসনা যুক্ত। এঁদের মধ্যে বোধবুদ্ধি কমই থাকে, পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রেও এঁরা স্বার্থপর হন। এই জাতকদের জীবনসঙ্গী কূটনীতিজ্ঞ হয়ে থাকেন।

উল্লেখ্য সপ্তম স্থানে উপস্থিত রাশির অধিপতি যদি লগ্ন, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম বা দশম স্থানে থাকে তা হলে দাম্পত্য জীবন আনন্দে কাটে। আবার ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে থাকলে অর্থ, স্বাস্থ্য ও বিচারধারায় সামঞ্জস্যের অভাবের মতো সমস্যা দেখা যায়।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং