অ্যাপশহর

সোম থেকে রবি, পরবেন কোন রঙ? জেনে নিন

আমাদের সবারই একটা না একটা প্রিয় রঙ আছে। পোশাক নির্বাচন হোক বা ঘর-বাড়ি রাঙানো, ওই রঙ-ই চোখ টানে আমাদের। কিন্তু জানেন কি, রঙের প্রভাব শুধু দেখতে ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়।

EiSamay.Com 12 Sep 2016, 3:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আমাদের সবারই একটা না একটা প্রিয় রঙ আছে। পোশাক নির্বাচন হোক বা ঘর-বাড়ি রাঙানো, ওই রঙ-ই চোখ টানে আমাদের। কিন্তু জানেন কি, রঙের প্রভাব শুধু দেখতে ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন রঙের একাধিক সু ও কু-প্রভাব রয়েছে। তাই কিছু না জেনে যে কোনও দিন যে কোনও রঙের জামাকাপড় পরে ফেললে তা কিন্তু জীবনে বিপদ ডেকে আনতে পারে। তাই সপ্তাহের শুরুতেই জেনে নিন, কবে কোন রঙের পোশাক পরবেন।
EiSamay.Com heres what color you should wear according to astrology
সোম থেকে রবি, পরবেন কোন রঙ? জেনে নিন


সোম:



সোমবারকে চন্দ্রের দিন হিসেবে মনে করা হয়। চাঁদের রঙ সাদা। তাই সোমবার সাদা রঙের পোশাক পরলে তা আপনার পক্ষে শুভ হবে।

মঙ্গল:



হিন্দুমতে মঙ্গলবারকে পবনপুত্র হনুমানের দিন হিসেবে ধার্য করা হয়। রামায়ণ অনুসারে শ্রী রামের প্রতি তাঁর আনুগত্যের প্রমাণ দিতে নিজের সারা শরীরে কমলা রঙের সিঁদুর মেখেছিলেন হনুমান। তাই মঙ্গলবার কমলা রঙের পোশাক পরলে শ্রী রামের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।

বুধ:



বুধবারকে মনে করা হয় গণেশের দিন হিসেবে। তাই এই দিন সবুজ রঙের পোশাক পরিধান করাই শাস্ত্রমতে শুভ।

বৃহস্পতি:



সপ্তাহের এই দিনটা হল বৃহস্পতির দিন। যদি চান যে শুভশক্তি আপনাকে ঘিরে থাকুক, তাহলে এই দিন হলুদ রঙের পোশাক পরতে কখনও ভুলবেন না।

শুক্র:



হিন্দু শাস্ত্র অনুযায়ী, শুক্রবার দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। দেবী দুর্গা অশুভ শক্তির প্রতীক অসুর বধ করেছিলেন। মনে করা হয় যে এদিন নানা রঙে রঙিন পোশাক পরলে দেবী দুর্গা সন্তুষ্ট হবেন ও আপনার ওপর তাঁর আশীর্বাদ বর্ষিত হবে।

শনি:



এই দিনটা শনি গ্রহের প্রতি উত্‍সর্গীকৃত। গ্রহরাজকে খুশি করতে এদিন নীল রঙের পোশাক পরুন। তাহলে শনির কোপ আপনাকে স্পর্শ করতে পারবে না।

রবি:



অশুভ শক্তিকে দূরে রাখতে চাইলে রবিবার পরুন গোলাপী রঙের পোশাক। কারণ এই দিনটা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত। শাস্ত্রমতে সূর্যকে প্রসন্ন রাখতে গোলাপী রঙ বিশেষ উপযোগী।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং