অ্যাপশহর

Tuesday Remedies: মঙ্গলবারে ভুলেও এই কাজগুলি নয়, পড়তে পারেন মহা বিপদে

Astrology Tips For Tuesday মেনে চললে জীবনের অনেক সংকট দূর করা সম্ভব হয়। মঙ্গলবার দিনটি জ্যোতিষ অনুসারে মঙ্গলগ্রহের দিন। এদিন কোন কোনও কাজ করতে নেই। না হলে জীবনে আর্থিক সংকট-সহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে। জেনে মঙ্গলবারে পজিটিভ এনার্জির জন্য কোন কোন কাজ করা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া ভালো।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 27 Jun 2022, 4:41 pm
Astrology Tips For Tuesday নিয়েই এখন আলোচনা করব আমরা। জেনে নেওয়া যাক মঙ্গলবারে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন না। জ্য়োতিষ অনুসারে মঙ্গলবারের এই সহজ টোটকাগুলি মেনে চললে জীবনের অনেক সমস্যা এড়িয়ে চলতে পারবেন।
EiSamay.Com hanuman1
Bajrangbali: মঙ্গলবারে বজরংবলীর পুজো


হিন্দুধর্ম অনুসারে শ্রীরামচন্দ্রের একান্ত ভক্ত হলেন হনুমান। হনুমানজির পুজো করলে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখা সম্ভব। জ্যোতিষ জানাচ্ছে যে প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করলে দুর্ভাগ্য দূর করা সম্ভব হয় এবং জীবনে সুখ ও শান্তি ধরে রাখা সম্ভব। মঙ্গলবার হল মঙ্গলগ্রহের দিন। মঙ্গল ভারী হলে জাতকের জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে। মঙ্গলের অশুভ প্রভাব এড়াতেই প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করা জরুরি। কাছের মানুষকে সোনা উপহার দেবেন? সাবধান, ক্ষতি হতে পারে আপনার!
মঙ্গলবার যে যে কাজ কখনোই করতে নেই, তারই একটি তালিকা বানিয়ে দেওয়া হল এখানে।

* জ্যোতিষ অনুসারে মঙ্গলবার কখনও ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না। পাশাপাশি এদিন কোনও রকম বিনিয়োগ করা উচিত নয়। মঙ্গলবারের বদলে আপনি বুধবার বিনিয়োগ করতে পারেন। মঙ্গলবার অর্থর লেনদেন করা অশুভ বলে মনে করা হয়। মঙ্গলবারে নেওয়া ঋণ শোধ করা মুশকিল হয়ে ওঠে এবং মঙ্গলবারে কাউকে ঋণ দিলে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যায়।

* মঙ্গলবার হল পবনপুত্র হনুমানের দিন। তাই এদিন মাংস ও মদ এড়িয়ে যাওয়া জরুরি। জ্যোতিষ অনুসারে মঙ্গল হল আগুনে গ্রহ। এদিন মাংস ও মদ খেলে জীবনে হিংসা ও রাগের প্রভাব বেড়ে যায়। এর ফলে আপনার পারিবারিক ও সামাজিক জীবন উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠতে পারে।

চাকরি পাওয়া থেকে বসের সুনজরে থাকা, অফিসে ভাগ্য ফেরাবে এই সহজ টোটকা
* মঙ্গলবার লাল পোশাক পরুন এবং লাল পোশাক দান করুন। মঙ্গলবারে কালো পোশাক পরা এড়িয়ে যাওয়া উচিত। এর ফলে শনির প্রভাব জীবনে বেড়ে যায়। জ্যোতিষ অনুসারে মঙ্গল ও শনির মধ্যে সম্পর্ক ভালো নয়। তাই মঙ্গলবার শনির রং কালো পরা এড়িয়ে চলা ভালো।

* মঙ্গলবার কখনোও ছুরি, কাঁচি, কাঁটাচামচের মতো কোনও ধারালো বস্তু কিনবেন না। জ্যোতিষে মঙ্গল গ্রহের সঙ্গে রক্ত ও যুদ্ধের যোগ রয়েছে। এদিন ধারালো বস্তু দেওয়া-নেওয়ার ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। এদিন নোনতা খাবার না খাওয়াই ভালো। এর ফলে যেমন আপনার স্বাস্থ্য তেমন মনের উপরেও প্রভাব পড়ে।

* মঙ্গলবারে চুল কাটবেন না এবং গোফ-দাড়ি কামাবেন না। এদিন নখও কাটা উচিত নয়। এর ফলে আপনার মনে নেগেটিভ চিন্তা বাড়বে। আপনার অর্থভাগ্যও এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি মঙ্গলবারে চুল কাটলে আয়ুক্ষয়ও হতে পারে।

* মঙ্গলবার কখনোই পশ্চিম, পূর্ব বা দক্ষিণ দিকে সফর করা উচিত নয়। মঙ্গলবার শুধুমাত্র উত্তর দিকে সফর করলেই ভালো। এদিন বাড়ি থেকে বেরনোর আগে মুখে একটু গুড় দিয়ে নিন। মনে রাখবেন মঙ্গলবার কখনোই ভাই-বোন বা কোনও বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং