অ্যাপশহর

Astro Tips: সূর্য ডুবে গেলে আর এই কাজগুলি ভুলেও করবেন না, সংসারে হবে বড় অমঙ্গল

Astrology অনুসারে সন্ধের পর কয়েকটি কাজ করতে বারণ করা হয়। সূর্য ডুবে যাওয়ার পর এই কাজগুলি করলে সংসারে বড় অমঙ্গল হতে পারে। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে ওই সংসার থেকে বিদায় নেবেন এবং আর্থিক কষ্ট নাগপাশের মতো ঘিরে ধরবে। জেনে নিন সূর্যাস্তের পর কোন কোন কাজ করতে নেই।

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com 19 Nov 2022, 5:30 pm
Astro Tips: সনাতন ধর্ম অনুসারে আমাদের জীবনে সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। সেই কারণে ভারতীয় সমাজে প্রাচীন কাল থেকে সূর্যাস্তের পর কোনও কোনও কাজ করতে বারণ করা হয়। সূর্যাস্তের পর এই কাজগুলি করলে সংসারে নানা সমস্যা ঘিরে ধরতে পারে বলে প্রচলিত বিশ্বাস। জেনে নিন কোন কোন কাজ সূর্য ডুবে গেলে কখনোই করতে নেই।
EiSamay.Com sunset1
Work After Sunset: সূর্যাস্তের পর যে কাজ করতে নেই


সন্ধেবেলায় ঘুমনো উচিত নয়

সন্ধেবেলায় ঘুমনো একেবারেই উচিত নয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকেই একটু গড়িয়ে নেন। কিন্তু সূর্য ডোবার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ুন। সন্ধেবেলায় শুয়ে থাকা অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে বলে প্রচলিত বিশ্বাস। সন্ধেবেলা ঘুমোলে নানা অসুখ বিসুখ হতে পারে । এছাড়া এই সময়ে ঘুমোলে সেই সংসারে লক্ষ্মীর বাস থাকে না।

টাকা গোনার সময় এই ভুলগুলো করবেন না, রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী
সন্ধেবেলায় ঘর ঝাঁট দেওয়া

জ্যোতিষ অনুসারে সন্ধেবেলায় ঘর ঝাঁট দেওয়া একেবারেই উচিত নয়। বিকেলে একবার ঘর ঝাঁট দেওয়া ভালো, কিন্তু তা সূর্য ডোবার আগেই করে ফেলতে হবে। মনে করা হয় সন্ধেবেলা ঘর ঝাঁট দিলে লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন। এছাড়া সন্ধেবেলা ঘর ঝাঁট দিলে তার সঙ্গে পজিটিভ এনার্জিও বাড়ি থেকে চলে যায় বলে মনে করা হয়।

Diwali 2022: মা লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পান না এই ধরনের মানুষরা
চৌকাঠে বসা

ভর সন্ধেবেলা ভুলেও ঘরের চৌকাঠে বসবেন না। শাস্ত্র অনুসারে এটি সংসারের জন্য অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। যে বাড়িতে এরকম করা হয়, সেই বাড়িতে কখনোও লক্ষ্মী দেবী প্রবেশ করেন না বলে প্রচলিত বিশ্বাস।

Agrahayana Month 2022: আসছে অগ্রহায়ণ মাস, শঙ্খের সহজ টোটকায় এই মাসেই হবে লক্ষ্মীলাভ!
তুলসী গাছের পাতা ছেঁড়া

সন্ধের পর ভুলেও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না বা তুলসী গাছে হাত দেবেন না। শাস্ত্র অনুসারে তুলসী গাছ অত্যন্ত শুভ। সন্ধের পর মা তুলসীকে বিরক্ত করলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেন বলে মনে করা হয়।

সূর্যাস্তের পর দান করবেন না

সূর্যাস্তের পর কয়েকটি জিনিস কখনোই দান করতে নেই। সূর্য ডুবে যাওয়ার পর দই, দুধ এবং নুন ভুলেও কাউকে দান করবেন না। মনে করা হয়, সন্ধের পর এই বস্তুগুলি দান করলে আপনার ঘরে দারিদ্র্য গ্রাস করবে। তাই সন্ধের পর দান করতে বারণ করা হয়েছে শাস্ত্রে।
লেখকের সম্পর্কে জানুন
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... আরও পড়ুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং