অ্যাপশহর

বিভিন্ন তিথিতে জাতকদের স্বভাবও হয় আলাদা, মিলিয়ে নিন নিজের সঙ্গে

বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে দুটি করে পক্ষ হয়। শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ। এই পক্ষগুলিতে ১৫ দিন ১৫টি ভিন্ন তিথির নামে পরিচিত। কোন তিথিতে কার জন্ম, সেই হিসেবে জাতকের চরিত্র আলাদা ধরনের হয়। জেনে নিন বিভিন্ন তিথির জাতকরা মানুষ হিসেবে ঠিক কেমন।

Lipi 15 Dec 2021, 3:59 pm
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: প্রতিটি ব্যক্তি নিজের স্বভাব ও ব্যবহার সম্পর্কে জানতে চায় এবং এই উদ্দেশ্য সাধনের জন্য অনেকে জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিয়ে থাকে। জ্যোতিষে তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এবং ব্যক্তির জীবনে এই তিথিগুলি প্রভাব বিস্তার করে থাকে। জ্যোতিষ অনুযায়ী এক একটি তিথিতে ব্যক্তির জন্ম হয়ে থাকে। এই তিথিগুলির নিজস্ব স্বভাব রয়েছে। অতএব যে তিথিতে যে ব্যক্তি জন্মগ্রহণ করে, তাঁর স্বভাবও সেই অনুযায়ী গড়ে ওঠে।
EiSamay.Com Candle1
জন্মদিনের রাশিফল


প্রতি মাসে দুটি পক্ষ হয়, শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ। প্রতিটি পক্ষ ১৫ দিনের হয়ে থাকে। প্রতিপদা থেকে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণ পক্ষ এবং প্রতিপদা থেকে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ। এই পক্ষে প্রতিপদা থেকে চতুর্দশী পর্যন্ত ১৪ দিন হয়। কৃষ্ণ পক্ষের পঞ্চদশ দিনকে অমাবস্যা এবং শুক্লপক্ষের পঞ্চদশ দিনকে পূর্ণিমা বলা হয়। হিন্দু ধর্মে বর্নিত এই তিথি অনুযায়ী ব্যক্তির স্বভাব ও ব্যবহার আলোচনা করা হল এখানে।

প্রতিপদা তিথি

প্রতিপদায় জন্মগ্রহণ করে থাকা জাতক প্রায়ই অসুস্থ থাকেন। আর্থিক অভাবের মোকাবিলা করতে থাকেন এঁরা। এমন ব্যক্তি অনৈতিক এবং আইন বিরুদ্ধ কাজ করে থাকেন। এমনকি তাঁদের মতো কোনও ব্যক্তির সঙ্গেই এই জাতকদের বন্ধুত্ব হয়। তামসিক ভোজন ভালোবাসেন এই জাতকরা। নানান ক্ষেত্রে পরিবারকে কষ্ট দিয়ে থাকে প্রতিপদা তিথি জন্মগ্রহণ করে থাকা ব্যক্তি।

দ্বিতীয়া তিথি

এই তিথিতে যে পুরুষ বা স্ত্রী জন্মগ্রহণ করে, তাঁরা পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। এঁদের ভাষা দূষিত হয়, ভুল ব্যক্তিদের সঙ্গে থাকেন এবং অন্যের জন্য মনে দুর্ভাব রাখেন এঁরা। এমন ব্যক্তিদের মন ছলনায় পূর্ণ। অন্যের আনন্দ দেখে ঈর্ষান্বিত হন। স্বার্থসিদ্ধির জন্য যে কাউকে প্রতারিত করতে পারেন এই জাতকরা।

তৃতীয়া তিথি

এই তিথিতে যে ব্যক্তি জন্মগ্রহণ করেন তাঁদের কোনও উন্নতি হয় না। যা আয় করেন, সে সবই ব্যয় করে দেন। এঁরা অলস হন এবং এঁদের মধ্যে বুদ্ধির অভাব দেখা দেয়। পরিশ্রম করতে ভালোবাসেন না এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা। এই জাতকরা মিশুকে হন না এবং নিজের মনে অন্যের প্রতি দ্বেষ রাখেন। অর্থ উপার্জনের জন্য অধিক পরিশ্রম করতে হয় এঁদের।

চতুর্থী তিথি

বিদ্বান, বুদ্ধিমান ও বিশাল হৃদয়ের মানুষ হন চতুর্থী তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তি। এঁদের কাছে অর্থ থাকলেও তার পূর্ণ উপভোগ করা নিয়ে চিন্তিত থাকেন এঁরা। এই জাতকরা পরাক্রমী হন এবং এঁদের বন্ধুদের সংখ্যাও প্রচুর। খুব ভালো জীবনযাপন করে থাকেন এই জাতকরা। বন্ধুদের প্রতি ভালোবাসার মনোভব থাকে এঁদের মধ্যে। এই জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো হয়।

পঞ্চমী তিথি

এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তি ধনী, কোনও না-কোনও শিল্পে পারদর্শী, ব্যবসায়ী, পরাক্রমী, মা-বাবার আজ্ঞাবহ হয়ে থাকেন। শারীরিক সৌন্দর্য এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নেন এই জাতকরা। এই তিথিতে যে ব্যক্তি জন্মগ্রহণ করে, তাঁরা মা-বাবার প্রতি সমর্পিত হন। মা-বাবার সেবাকেই নিজের ধর্ম মনে করেন তাঁরা। আর্থিক দিক দিয়ে উন্নত হন এবং সুখ-সাধনে সমৃদ্ধ থাকেন।

ষষ্ঠী তিথি

যে জাতকের জন্ম ষষ্ঠী তিথিতে হয়ে থাকে, তাঁরা যাত্রা করতে ভালোবাসেন। নানান দেশ ও রাজ্যের যাত্রা করেন এই জাতকরা। মনোরঞ্জন ও ব্যবসা উভয় কারণে যাত্রা করে থাকেন এঁরা। এই জাতকদের স্বভাব ভালো হয় না এবং নিজের অহং বোধের সামনে অন্য কিছুই দেখে উঠতে পারেন না এঁরা। এই স্বভাবের কারণেই এঁদের কোনও বন্ধুত্ব গড়ে না। এই জাতকদের বন্ধু সংখ্যা কম।

সপ্তমী তিথি

এই তিথিতে জন্মগ্রহণকারী জাতক ধনী, প্রভাবশালী, শিল্পী হন। এই জাতকরা দেখতে সুন্দর হয়ে থাকেন। সমাজে ও পরিবারে এঁদের মান-প্রতিষ্ঠা ভালো হয়। এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকদের সন্তানরা, যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে থাকে। নিজের মধুর ব্যবহারের কারণে সকলের মধ্যে জনপ্রিয় থাকেন সপ্তমী তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা। কঠিনতম কাজও নৈপুণ্যের সঙ্গে পূর্ণ করেন এঁরা।

অষ্টমী তিথি

ধর্মাত্মা, দানী, সত্যবাদী, ধনী, গুণী, পরাক্রমী হন অষ্টমী তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তি। তবে এঁরা কামুক, পরস্ত্রী বা পরপুরুষে নজর রাখেন। শান্ত স্বভাবের এই জাতকরা একবার রেগে গেলে কারও কথা শোনেন না।

নবমী তিথি

এই তিথিতে যে জাতক জন্মগ্রহণ করে থাকেন, তাঁরা নানান কীর্তির অধিকারী হন। বিদ্বান ও শিল্পে নিপুণ থাকেন এই জাতকরা। এমনকি শাস্ত্র বিদ্যায়ও এঁরা পারদর্শী। বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করেন এঁরা। এঁদের কন্যা সন্তানের সংখ্যা প্রচুর হয়।

আপনি কি ডিসেম্বরের জাতক? তাহলে জানুন আপনি কেমন মানুষ
দশমী তিথি

এই তিথিতে জন্মগ্রহণকারী জাতক ধনী, প্রতিভাবান, ধর্মের জ্ঞাতা, পরিবারের ভালো করতে তৎপর হন। শিল্পী হওয়ার প্রবণতা থাকে এঁদের মনে। যাত্রা করতে ভালোবাসেন এই জাতকরা। ভাই-বন্ধু, পরিবার-পরিজনদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে এই জাতকদের।

একাদশী তিথি

এই তিথিতে যে জাতকরা জন্মগ্রহণ করেন, তাঁরা শুদ্ধ বিচারের ব্যক্তি হয়ে থাকেন। ধর্মীয় কাজে মনোনিবেশ করেন এই জাতকরা। এঁরা ধনী হন এবং গুরুর সেবা করে যান। ন্যায়ের পথে হাঁটেন একাদশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা। অনেক সন্তান হয় এঁদের। তবে এই জাতকদের মন কোনও একটি বিষয় কেন্দ্রীভূত হতে পারে না। চঞ্চল মনের অধিকারী হন এমন জাতকরা।

বৃহস্পতিবারে জন্ম হলে এই গুণগুলি আপনার মধ্যে আছে
দ্বাদশী তিথি

নিজের জীবনে প্রচুর যাত্রা করেন এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা। শখ বা কাজের কারণেই হোক না-কেন, কখনও একই স্থানে টিকে থাকেন না এঁরা। বিদেশ যাত্রা করতে হয় এই জাতকদের। দ্বাদশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকদের মন অত্যন্ত চঞ্চল হয়। সবসময় নতুন কিছু শেখার ইচ্ছা থাকে এঁদের মধ্যে।

ত্রয়োদশী তিথি

এই তিথিতে যে জাতক জন্মগ্রহণ করেন, তাঁরা ধনী, বিদ্বান, গুণী, পরাক্রমী হন। এই জাতকরা অন্যের কাজে রুচি রাখেন। এঁরা অন্যকে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা দিতে তৎপর। উচ্চশিক্ষা লাভ করে থাকেন এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা। সমাজে এঁদের মান-সম্মান বজায় থাকে।

মাসের ১৫ তারিখে জন্ম? সংখ্যাতত্ত্ব হিসেবে জানুন আপনি কেমন মানুষ!
চতুর্দশী তিথি

সাহসী হন এই তিথি জন্মগ্রহণকারী জাতক। মিথ্যা ও প্রতারণা এক্কেবারে বরদাস্ত করতে পারেন না এঁরা। এই জাতকরা শান্ত স্বভাবের হলেও একবার রেগে গেলে কেউ এঁদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। দরিদ্র এবং সাধু-সন্তদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকে চতুর্দশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকদের মনে।

অমাবস্যা

অমাবস্যায় যে জাতক জন্মগ্রহণ করে থাকেন, তাঁদের মন ও মস্তিষ্কের মধ্যে সামঞ্জস্য থাকে না। এ কারণে এঁদের মুখের কথা ও করার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। মনের মধ্যে কথা লুকিয়ে রাখেন এই জাতকরা। তবে এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা চতুর ও কূটিল হন। এঁদের ব্যবহার ও আচরণ কঠোর হয়।

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং