অ্যাপশহর

'ভবিষ্যতের সম্পদ' তাই ধর্ষণে অভিযুক্তকে জামিন, ক্ষুব্ধ গুয়াহাটির IIT প্রাক্তনীরা

Gauhati High Court-এর রায়ে ক্ষুব্ধ IIT প্রাক্তনীরা। এর ফলে কী কী খারাপ প্রভাব হতে পারে আশঙ্কায় প্রাক্তনীরা ... রায় পুর্নর্বিবেচনার জোরালো দাবি উঠল বিবৃতিতে...

EiSamay.Com 29 Aug 2021, 6:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত গুয়াহাটির IIT-এর এক ছাত্রকে জামিন দেওয়ায় ক্ষুব্ধ এবং হতাশ আইআইটির প্রাক্তনীরা। দেশের বিভিন্ন আইআইটির প্রায় ৬০ জন ছাত্র এবং প্রাক্তনী মনে করেন গুয়াহাটি হাইকোর্টের এই সিদ্ধান্ত অনেকেরই ন্যায়বিচার পাওয়ার আশা কেড়ে নিতে পারে। ধর্ষণে অভিযুক্ত একজনকে জামিন দেওয়ার ফলে আইআইটি ক্যাম্পাসগুলিতে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে অনেক পড়ুয়ারাই । বিশেষ করে ছাত্রীরা। এই জন্য তাদের দাবি করেছে, আদালত এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করুক।
EiSamay.Com iit-g


এই বছর ২৮ মার্চ মাসে গুয়াহাটি IIT-এর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই ছাত্রের বিরুদ্ধে। ৩ এপ্রিল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গত ১৩ August ওই ছাত্রের জামিন দেওয়ার সময় গুয়াহাটি হাইকোর্ট বলে যে, অভিযুক্ত এবং নির্যাতিতা ছাত্রী দুজনেই ‘রাজ্যের ভবিষ্যৎ সম্পদ’। দুজনেরই বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। দুজনই দুই রাজ্যের বাসিন্দা। তাই এই মামলার শুনানির জন্য চার্জ গঠন হয়ে যাওয়ার পর অভিযুক্তকে আটকে রাখার প্রয়োজন নাও হতে পারে।’ এই রায় শোনায় কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা আছে। যেদিন ওই মামলার শুনানি হবে সেদিন ওই ছাত্রকে আদালতে হাজির থাকতে হবে বলেও নির্দেশ দেয় গুয়াহাটি হাইকোর্ট।

ছোটদের গাল স্পর্শ করে স্নেহের পরশ অপরাধ নয়, পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের

আইআইটির ছাত্ররা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আদালতের বিচারক নিজেই বলেছেন যে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগ ঠিক বলে মনে হচ্ছে। কিন্তু যে যুক্তি দিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে তাদের তারা হতাশ এবং অসন্তোষ প্রকাশ করছে। তাদের মতে, আদালতের এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক। আদালতের এই ধরনের সিদ্ধান্ত দেশের আইন ব্যবস্থা এবং লিঙ্গসাম্যের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।

এই ছাত্ররা জানিয়েছে, তারা মনে করে যে এই ধরনের অপরাধ করার পরে কাউকে ছাড় দিলে, যারা যৌন অপরাধ করবে তারা উৎসাহিত হবে এবং তারাও ‘উজ্জ্বল ভবিষ্যৎ’-এর কথা বলে নিজের অপরাধকে ছোট বলে দেখাতে চাইবে। তাদের মতে, কারও যতই বুদ্ধি, প্রতিভা এই সব থাকুক না কেন, আমরা বিশ্বাস করি যে, এই সব কিছু অভিযুক্তকে আইনি পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না। ধর্ষণের মত একটা অপরাধের ক্ষেত্রে এগুলি কোনও স্বস্তির কারণ হতে পারে না।’ এই সঙ্গেই তারা আশা করেছে, মহিলাদের নিরাপত্তা এবং ন্যায়বিচারের জন্য আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

পরের খবর

Assamসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল