অ্যাপশহর

বিস্কুট চুরির অভিযোগে কিশোরকে বেধড়ক মার অসম পুলিশের

নাবালককে মারধরের অভিযোগ উঠল Assam পুলিশের উপর। এবার এক কিশোরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল অসমের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। কিশোরের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। পুলিশের পোশাকে নয়, ‘সিভিল ড্রেসে’ ওই কিশোরকে মারধর করা হয়।

Produced byএলিনা দত্ত | Lipi 23 Mar 2022, 8:21 pm
ফের বিতর্কে Assam পুলিশ । এবার এক কিশোরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল অসমের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। বছর ১৪-র ওই কিশোরের অপরাধ, সে বিস্কুট চুরি করেছিল ।এই কারণেই তাকে বেধড়ক মারধর করেন ওই পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক Morigaon জেলার লাহারিঘাট থানার একজন assistant sub-inspector (ASI)। তিনি ওই কিশোরকে শারীরিকভাবে নিগ্রহ করেন বলে অভিযোগ।এই মারধর করার ঘটনা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
EiSamay.Com representative image


সর্বকালীন রেকর্ড! একদিনে ৪.৫ কোটির মদ বিক্রি!!

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, চলতি মাসে ৯ তারিখে ওই ঘটনা ঘটে। তারপরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে ওই মারধর করার ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, পুলিশের পোশাকে নয়, ‘সিভিল ড্রেসে’ ওই কিশোরকে মারধর করা হয়। ওই কিশোর তাঁকে বারেবারে অনুরোধ করে তাকে না মারার জন্য।এর পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।

জানা গিয়েছে, যে গাড়ি থেকে ওই কিশোর বিস্কুট চুরি করে সেই গাড়ি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ওই গাড়িটি রাখা ছিল থানা চত্বরেই। মরিগাঁও এলাকার পুলিশ সুপার অপর্ণা এন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তেদোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ওই অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে। এদিকে এখনও ওই ঘটনার পরে মানসিক ভাবে সুস্থ হতে পারেনি ওই কিশোর।সে এখনও ট্রমার মধ্যে আছে।তাকে স্বাভাবিক করার জন্য‘কাউন্সেলিং’ করছে পুলিশ বলেও জানান মরিগাঁও জেলার পুলিশ সুপার।

গত কয়েকদিনে একের পর এক বিতর্কে জড়িয়েছে অসমের পুলিশ। দিন তিনেক আগেই গুয়াহাটির এক পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। সেখানে একজন পরিবারের লোকজনের সঙ্গে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে ওই ব্যক্তিকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ ওঠে। দিনকয়েক আগেই, অসমের এক পুলিশ কর্মী গুলি করে খুন করে তাঁর অন্তঃস্বত্তা স্ত্রীকে।

এদিকে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করার অভিযোগে আরও একজন অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এই ঘটনা Karbi Anglong এলাকার ক্ষেরনিতে। আহতের নাম হরিন্দ্র রাম বলে জানা গিয়েছে।সেখানে ৫বছর বয়সী একজনকে যৌন হেনস্তা করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তার কয়েকদিন আগেই ধর্ষণে অভিযুক্ত দুজন পালানোর চেষ্টা করে পুলিশ হেফাজত থেকে। তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। দুজনেরই মৃত্যু হয়।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Assamসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল