অ্যাপশহর

Assam Floods: বন্যা বিধ্বস্ত অসমের পাশে Mukesh Ambani, দিলেন ২৫ কোটির অনুদান

Assam Floods বন্যা কবলিত অসমের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বন্যা কবলিত রাজ্যবাসীর জন্য ২৫ কোটি টাকা আর্থিক সাহায্য করলেন ধনকুবের। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টুইটে কী লিখলেন তিনি? এই মুহূর্তে কী পরিস্থিতি অসমের? জেনে নিন বিস্তারিত খবর ...

Produced byরূপসা ঘোষাল | Lipi 24 Jun 2022, 7:46 pm
বন্যার সঙ্গে লড়াই করছে অসম। এখনও উদ্বেগজনক অসমের বন্যা (Assam floods) পরিস্থিতি। এখনও জলমগ্ন অসমের ৩০টি জেলা। আর এই সময়েই অসমের পাশে দাঁড়ালেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বন্যাপীড়িত অসমের জন্য ২৫ কোটির সাহায্য করলেন মুকেশ আম্বানি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ওই টাকা দিয়েছেন মুকেশ। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। আম্বানির ভূয়সী প্রশংসা করেন অসমের মুখ্যমন্ত্রী। এদিন টুইট করে Himanta Biswa Sarma তাঁদের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
EiSamay.Com mukesh ambani
মুকেশ আম্বানি।


Assam flood: জলের তলায় অসমের ৩০টি জেলা, মৃত আরও সাত
টুইট করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, “এই কঠিন সময়ে অসমের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন Mukesh Ambani এবং Anant Ambani। তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি দিয়েছেন। এই জন্য তাঁদেরকে আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।” সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, “যেভাবে তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সেই মহানুবভতাকে অভিনন্দন জানাচ্ছি। এটা আমাদের লড়াই করতে এবং বন্যা দুর্গতদের ত্রাণ দিতে অনেক সাহায্য করবে।”

Assam Flood: অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ, সাহায্যে এগিয়ে এলেন দলাই লামা
এদিকে এখনও জলমগ্ন অসমের ৩০টি জেলা। সেখানে নতুন করে বন্যায় মৃত্যু হয়েছে আরও সাত জনের। Assam রাজ্যের প্রশাসন জানিয়েছে, এই নিয়ে সেখানে বন্যায় মৃত্যু হল ১০৮ জনের। আধিকারিকরা জানান, কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। কিন্তু এখনও উদ্বেগ কাটেনি। সেখানের ৪৫৩৬টি গ্রাম জলমগ্ন। ওই গ্রামগুলির প্রায় ৪৫ লাখ ৩৪ হাজার জন বন্যার কবলে পড়েছেন। Assam state disaster management authority (ASDMA) জানিয়েছে, প্রাথমিক হিসাবে সেখানে প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ওই চাষজমি পুরোপুরি জলের তলায় চলে যায়। অসমে এখন ৭৫৯টি ত্রাণ শিবির চলছে। ওই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৭৫ জন। এছারাও ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে বলেও জানিয়েছে ASDMA।

Assam: কোমর জলে নবজাতককে নিয়ে ঘরে ফিরছেন বাবা, ভাইরাল বন্যা বিধ্বস্ত অসমের ছবি
আধিকারিকরা জানান, এখনও সেখানে সবচেয়ে খারাপ অবস্থা Barak Valley এলাকার। সেখানে রাস্তা এবং রেললাইনে ধস নেমেছে। অন্য এলাকার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ওই এলাকা। এখনও কোপিলি, দিসাং এবং ব্রহ্মপুত্র নদের জল অনেক জায়গায় বইছে বিপদসীমার ওপর দিয়ে। ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সেনার পাশাপাশি নামানো হয়েছে NDRF এবং SDRF-কেও। অসমে বন্যায় কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে আসবে একটি কেন্দ্রীয় দল। এর আগে অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন দলাই লামাও।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর

Assamসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল