অ্যাপশহর

Durgapur Station : প্রতারণার অভিযোগ, চটি খুলে মার স্টেশনে

দুর্গাপুর স্টেশনে প্রতারণার অভিযোগে পায়ের চটি খুলে এক ব্যক্তিকে মারতে দেখা গেলে এক মহিলাকে। জিআরপি ও রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। মহিলার কাছ থেকে দু'লাখ টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি বলে জানা যায়, মহিলা বহুদিন ধরেই ওই ব্যক্তির খোঁজ করছিলেন। তাঁকে এদিন দুর্গাপুর স্টেশনে দেখতে পেয়ে চড়াও হন।

হাইলাইটস

  • দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এক মহিলাকে পায়ের চটি খুলে এক ব্যক্তিকে মারতে দেখা গেলে হতবাক হয়ে যান নিত্যযাত্রীরা
  • খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জিআরপি ও রেল পুলিশ
  • পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নামে ওই ব্যক্তি মহিলার কাছ থেকে দু'লাখ টাকা নিয়েছিলেন
EiSamay.Com Durgapur Station
দুর্গাপুর স্টেশন
এই সময়, দুর্গাপুর: বুধবার ঘড়িতে তখন সকাল সাতটা। দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এক মহিলাকে পায়ের চটি খুলে এক ব্যক্তিকে মারতে দেখা গেলে হতবাক হয়ে যান নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জিআরপি ও রেল পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নামে ওই ব্যক্তি মহিলার কাছ থেকে দু'লাখ টাকা নিয়েছিলেন। চাকরি তো হয়ইনি, উল্টে তিনি টাকাও ফেরত দিচ্ছেন না বলে মহিলার অভিযোগ। মহিলা বহুদিন ধরেই ওই ব্যক্তির খোঁজ করছিলেন। এদিন দুর্গাপুর স্টেশনে তাঁকে দেখতে পেয়ে চড়াও হন।
জানা গিয়েছে মহিলার নাম আল্পনা সেন। তাঁর বাড়ি রানিগঞ্জে। তিনি বলেন, 'সরকারি চাকরি পাইয়ে দেবে বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে অবনী ঘোষ নামে ওই ব্যক্তি। আমার কাছ থেকে দু'লাখ টাকা নিয়েছিল। চাকরি তো দূর, টাকাও ফেরত দেয়নি। ফোন করলেও ধরত না। আজ দুর্গাপুর স্টেশনে দেখতে পাই। টাকা ফেরত চাইতেই অস্বীকার করে।' যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন অবনী। তিনি বলেন, 'টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা মিটিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।'
লেখকের সম্পর্কে জানুন
দেবাশিস দাশগুপ্ত
১৯৯৯ সালে দূরদর্শন কেন্দ্রে প্রচারিত প্রথম বেসরকারি সংবাদ সংস্থা ‘খাসখবর’-এ রিপোর্টার হিসেবে কাজে যোগ। পরবর্তী সময়ে অডিয়ো-ভিসুয়াল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ায় যোগদান। বর্তমানে প্রিন্সিপ্যাল করেসপন্ডেন্ট হিসেবে টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর ‘এই সময়’ সংবাদপত্রে কর্মরত। ১৯১৬ সালে সংস্থার ‘বর্ধমান সময়’ এডিশনের প্রকাশের শুরু থেকে দায়িত্বে। মাউন্টেনিয়ারিং ও রক ক্লাইম্বিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। হবি বেড়ানো, একইসঙ্গে বাংলা ও বাঙালি সংক্রান্ত বিভিন্ন সামগ্রী সংগ্রহে আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর