Neymar Bruna Biancardi : ফ্যাশন ডিজাইনার থেকে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাক লাগাচ্ছেন নেইমারের প্রাক্তন

Produced byনবীন পাল | EiSamay.Com 4 Nov 2022, 5:39 pm

Neymar : ফুটবলের পাশাপাশি সম্পর্ক নিয়েও চর্চায় থাকেন নেইমার। তাঁর সঙ্গে ব্রুনা বিনাকার্ডির সম্পর্ক হওয়া ও ভাঙা নিয়ে বেশ চর্চা চলেছিল।

  • নেইমার ও ব্রুনা

    বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত নেইমার। লম্বা সময় ধরে ব্রাজিলের ঘরে আসেনি বিশ্বকাপ। ফলে এবার দলকে বিশ্বকাপ দিতে মরিয়া নেইমার। তাঁর উপরেই সবথেকে বেশি ভরসা করছে ব্রাজিল। সেটা কতটা সম্ভব হবে তা সময় বলবে। তবে গতবারের ভুল শুধরে এবার নামতে চাইছে সেলেকাওরা। এই পরিস্থিতিতে নেইমারই হতে চলেছেন প্রধান ঘোড়া। তবে ফুটবলের পাশাপাশি নেইমারের সঙ্গে উঠে আসে ব্রুনা বিনাকার্ডির নাম। নেইমারের প্রাক্তন গার্লফ্রেন্ড ব্রুনার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বেশ জল্পনা হয়েছিল। ২ বছর সম্পর্কে থাকার পর তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তবে তারা তাদের সম্পর্ককে একটু আড়াল করে রাখলেন। চলুন জেনে নেওয়া যাক এই জুটির ব্যাপারে। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • প্রথম দেখা

    ২০২১ সালের অগস্ট মাসে প্রথমবার ইবিৎজায় নেইমার ও ব্রুনাকে একসঙ্গে দেখা যায়। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে। তবে তাঁরা একসঙ্গে সামনে আসতেন। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • যোগাযোগ

    দুজনেই একে অপরকে সোশাল মিডিয়ায় ফলো করতেন। জানা যায় নেইমার ব্রুনার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এখন যদিও সেসব নেই। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • পেশা

    ব্রুনা পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ব্রাজিলের বাসিন্দা ব্রুনার জন্ম ১৯৯৪ সালের ১৫ এপ্রিল। সোশাল মিডিয়ায় ব্রুনার পোস্ট ভাইরাল হতে সময় লাগে না। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • প্রথম জীবন

    ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন ব্রুনা। এরপর তিনি ৮ বছর একটি ই-কমার্স সংস্থায় চাকরি করেন। ধীরে ধীরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে শুরু করেন। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • বন্ধুত্ব

    নেইমারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ব্রুনার সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়তে থাকে। এছাড়া লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ব্রুনার বন্ধু বলে জানা যায়। (ছবি সৌজন্যে Instagram @brunabiancardi)

  • Loading ...