অ্যাপশহর

India vs Australia : বিশ্বকাপ জিতে কত কোটির মালিক অজিরা? হেরেও কত পেল ভারত?

একদিনের ক্রিকেট বিশ্বকাপে আরও একবার স্বপ্নভঙ্গ হল ভারতীয় ক্রিকেট দলের। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে গেল। এই ম্যাচে রোহিত শর্মার দল প্রথমে ব্যাট করে ২৪০ রান তুলেছিল। কিন্তু, জবাবে টিম অস্ট্রেলিয়া শুরুটা খারাপ করলেও একা ট্রাভিস হেড ম্যাচটা বের করে নিয়ে যান। তাঁর শতরানের হাত ধরেই ক্যাঙারুরা এই ম্যাচে জয়লাভ করে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 20 Nov 2023, 11:18 am

হাইলাইটস

  • বিশ্বকাপ ফাইনালে হেরে গেল ভারত।
  • এই ম্যাচে অজিরা ৬ উইকটে জয়লাভ করে।
  • ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন রোহিতরা।
EiSamay.Com India vs Australia
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
এবারের ক্রিকেট বিশ্বকাপ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হারতে না হারতেই ১৩০ কোটি দেশবাসীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। টানা ১০ ম্যাচ জিতেও থেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা জিততে পারলেই তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু, হারলেও ভারতীয় ক্রিকেট দল এবারের বিশ্বকাপ থেকে কোটি কোটি টাকা উপার্জন করল। কত টাকা ঢুকল রোহিতদের পকেটে? আসুন, সেটাই এবার জেনে নেওয়া যাক।
ICC-র নিয়ম অনুসারে যে দল একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিততে পারবে, তারা ৩৩ কোটি টাকা পাবে। আর যে দল রানার্স আপ হবে, তারা ১৬ কোটি টাকা পাবে। ভারতীয় ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, সেকারণে ১৬ কোটি টাকা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। এই টুর্নামেন্টে সবথেকে সফল ব্যাটার হিসেবে পুরস্কৃত হলেন বিরাট কোহলি। রবিচন্দ্রন অশ্বিনের মতো তিনিও দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মা একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। কিন্তু, প্যাট কামিন্স এই স্বপ্ন চুরমার করে দিলেন। টানা ১২ বছর পর আবারও টিম ইন্ডিয়ার কাছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু, এবারও ট্রফি খরা অব্যাহত রইল।
IND vs AUS Highlights : হলদে আভায় ফ্যাকাশে নীল, রবিবাসরীয় দুঃস্বপ্নের কাণ্ডারী অস্ট্রেলিয়া
ট্রাভিস হেডের জোড়া ধাক্কা

আর এভাবেই টিম ইন্ডিয়া ২০০৩ সালে জোহানেসবার্গে আয়োজিত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের বদলা আর নিতে পারল না। চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। এছাড়া ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালেও অজিদের কাছে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, চলতি বছর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ট্রাভিস হেড ১৬৩ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিলেন। এবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে তিনি ১৩৭ রান করে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিলেন।
Indian Cricket Team National Anthem : জাতীয় সংগীত গাইতে গিয়ে চোখে জল, আবেগে ভাসলেন রোহিত-বিরাট! দেখুন ভিডিয়ো
ভারতীয় ব্যাটারদের ফ্লপ শো

ভারত ইতিপূর্বে লোকেশ রাহুল (১০৭ বলে ৬৬ রান) এবং বিরাট কোহলির (৬৩ বলে ৫৪ রান) হাফসেঞ্চুরির দৌলতে সম্মানজনক স্কোর করতে পারে। দুজনের মধ্যে চতুর্থ উইকেটে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়া ৫০ ওভারে ২৪০ রান তোলে। অধিনায়ক রোহিত শর্মা (৪৭) শুরুটা বেশ ঝোড়ো গতিতেই করেছিলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবথেকে বেশি সাফল্য অর্জন করেন. মিচেল স্টার্ক। তিনি ৫৫ রানে ৩ উইকেট শিকার করছেন। অধিনায়ক প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডও দুটো করে উইকেট শিকার করেন। এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ডিফেন্সিভ পারফরম্যান্স করেন। শেষ ৪০ ওভারে তারা মাত্র চারটে চার মারে। ফল অজি বোলারদের দাপট যে কতটা ছিল, তা স্পষ্টই বুঝতে পারা যায়।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর