Happy Birthday Sunny leone: বার্ষিক আয় ১২ কোটি, গ্যারেজে বিলাসবহুল গাড়ির সমাহার! Sunny Leone-র সম্পতির পরিমাণ জানেন?

Produced bySampita Das | EiSamay.Com 13 May 2022, 3:54 pm

Sunny Leone Birthday সানি লিওনি অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসে অল্প কয়েকদিনের মধ্যেই নিজের পাকাপাকি জায়গা করে নেন । তবে অল্প কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তির মালকিন হয়েছেন সানি। সম্প্রতি তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের দাম নিয়ে তুমুল চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানেন কি বলিউডের বেবি ডলের ঠিক কতটার সম্পত্তি রয়েছে?

  • সানির জন্মদিন

    সানি লিওনি বলিউডের বোল্ড এন্ড বিউটিফুল অভিনেত্রীদের অন্যতম। যদিও প্রথম থেকেই তিনি তাঁর ফেলা আসা অতীত নিয়ে বার বার চর্চিত হয়েছেন। উইকিপিডিয়া বলছে ৪১ এ পা দিয়েছেন সানি। শিখ পরিবারে জন্ম সানির। জন্মের পর তাঁর নাম ছিল করণজিৎ কৌর। তবে লস এঞ্জেলস গিয়ে নাম বদলে ফেলেন সানি। তবে এই মুহূর্তে তিন ছেলে মেয়েও স্বামীকে নিয়ে ভরা সংসার ।

  • সানির মুম্বইয়ের ফ্ল্যাট বির্তক

    গত জুলাই মাসে মুম্বইয়ের লিঙ্ক রোডে নতুন ফ্ল্যাট কিনেছেন রাগিনি এমএমএস টু নায়িকা। সেখানেই পরিবারের সঙ্গে থাকছেন বলিউডের বেবি ডল সানি লিওনি। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে জানা যাচ্ছে বারো তলার ওপর ফ্ল্যাট নিয়েছেন । যার দাম প্রায় ১৬ কোটি টাকা। ফ্ল্যাটের কার্পেট এড়িয়া রয়েছে চার হাজার তিনশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট। তবে ফ্ল্যাটের দাম প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা। যার ফলে বেশ চটে যান সানি।

  • ক্যালিফোর্নিয়ায় সানির বাড়ির মূল্য

    ক্যালিফোর্নিয়ায় সানির একটি বাংলো রয়েছে যেখানে পাঁচটি বেডরুম সহ রয়েছে সুইমিং পুল গার্ডেন এরিয়া। এই বাংলোটির আনুমানিক মূল্য ১৯ কোটি।

  • শাহরুখ-সলমনদের টেক্কা দেওয়ার মত গাড়ি সানির

    সানির একাধিক গাড়ি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল Audi A5 যার আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা। BMW 7 Series এর গাড়ি রয়েছে যার মূল্য ৭৫ লাখ এছাড়াও শাহরুখ সলমানদের মতো কয়েক কোটির স্পোর্টস গাড়িও রয়েছে।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • বরের কোলে সানি

    সানি শিখ রীতি নীতি অনুযায়ী বিয়ে করেন ড্যানিয়েল ওয়েবার। এই ছবিটি সানির মুম্বইয়ের ফ্ল্যাটের অন্দরে তোলা বলেই জানা যায়।

  • ছবি পিছু সানির পারিশ্রমিক

    সানি লিওনি ছবি পিছু নেন প্রায় ২.৫ কোটি টাকা।

  • Loading ...
  • সানির মোট সম্পত্তির পরিমাণ

    সানি লিওনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৮ কোটি টাকার।সানির ইনকামের বেশির ভাগটাই আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও স্টেজ শো থেকে।