অ্যাপশহর

করোনা চিকিত্সায় ওষুধ তৈরির লক্ষ্যে আরও এক পা এগোল ভারত

ভারত যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সলিডারিটি ট্রায়ালের অংশ তাই পরীক্ষার জন্যে এই ওষুধের ১ হাজার ডোজ এসেছে দেশের হাতে। জানুন বিস্তারিত তথ্য...

EiSamay.Com 6 May 2020, 9:55 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড ১৯ চিকিত্‍সায় প্রয়োজনীয় ওষুধ তৈরির দিকে আরও এক পা এগোল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকাল টেকনলজি। Remdesivir তৈরি করার কি স্টার্টিং মেটিরিয়াল সিন্থেসাইজ করতে সক্ষম হয়েছে হায়দরাবাদ স্থিত CSIR-IICT।
EiSamay.Com India has taken a step closer in making key drug to treat Covid-19 patients
করোনা চিকিত্সায় ওষুধ


ইতোমধ্যে Cipla-র মতো ওষুধ প্রস্তুতকারক সংস্থার জন্যে টেকনলজি ডেমনস্ট্রেশনের কাজও শুরু করে দিয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ভারতে ওষুধ তৈরির কাজ শুরু করা যায়। প্রসঙ্গত, আমেরিকার Gilead Sciences প্রথম Remdesivir তৈরি করে। শুধুমাত্র আপত্‍কালীন পরিস্থিতিতেই এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল আমেরিকায়। এই ওষুধের উপর পেটেন্ট রয়েছে Gilead Sciences-এর। তবে বাণিজ্যিক প্রয়োজনে নয়, শুধুমাত্র গবেষণার জন্যেই এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র পাওয়া গিয়েছিল। Remdesivir-এর ব্যবহারে মাত্র ১১ দিনেই রোগী সুস্থ হয়ে উঠেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন, KSM সিন্থেসিসে সফল হয়েছে CSIR-IICT এবং ভারতীয় সংস্থায় এর টেকনলজি ডেমনস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে।

Gilead Sciences-এর সিইও ড্যানিয়েল ও ডে ২৯ এপ্রিল একটি খোলা চিঠিতে স্পষ্ট জানিয়েছিলেন, ‘সাপ্লাইয়ের দিক থেকে আমরা সারা দুনিয়ার ফার্মাসিউটিকাল এবং কেমিকাল ম্যানুফ্যাকচারারদের সঙ্গে কথা বলছি যাতে প্রোডাকশন বাড়ানো যায়। এর জন্যে প্রত্যেক দেশকে একযোগে কাজ করতে হবে, যাতে সারা বিশ্বের মানুষের কাছে এই ওষুধ পৌঁছে দেওয়া যায়।’

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল