অ্যাপশহর

Symptoms of Pet Allergy: পোষ্যের সামনে গেলেই অনবরত হাঁচি, কাশি! পেট অ্যালার্জি নয় তো? প্রতিরোধের রাস্তা জানুন

বাড়ির পোষ্য থেকে অনেকের অ্যালার্জি হয়। এই কারণে কাশি, নাক দিয়ে জল গড়ানো, চোখ লাল হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই এর লক্ষণ ও প্রতিরোধের রাস্তা জানা দরকার।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 24 Feb 2023, 12:04 pm
সারাদিন অফিসে অশান্তি। বসের সঙ্গে কাজ নিয়ে ঝগড়া। এই সব শেষ করে ফিরলেন বাড়ি। মন বেজায় চটে রয়েছে। কেউ কিছু বললেই একদম রক্ষে নেই! তবে এই সময় আপনার সাধের পোষ্যটি সামনে এল। কাছে এসে উঠে বসল কোলে, জড়িয়ে ধরল আপনাকে। ব্যস, মাথায় খেলে গেল জাদু। সব রাগ নিমেষে বেপাত্তা।
EiSamay.Com what are the sign and symptoms of pet allergy know its preventions
Symptoms of Pet Allergy: পোষ্যের সামনে গেলেই অনবরত হাঁচি, কাশি! পেট অ্যালার্জি নয় তো? প্রতিরোধের রাস্তা জানুন


যাঁদের বাড়িতে পোষ্য রয়েছে তাঁরাই একমাত্র জানেন এর গুণ। পোষ্যরা সবসময়ই কাছের। তাঁদের নিয়ে সারাটা দিন কেটে যায় পরিবারের সদস্যদের। আর শুধু দিন কেটে যায় বললে কম বলা হবে, বরং খুশিতে কাটে সময়।

কিছু কিছু বাড়িতে একদম নিজের সন্তানের মতোই দেখা হয় পোষ্যকে। তাদের সবসময় খেয়াল রাখা হয়। তাদের কিছু হলেই মন খারাপ হয় সকলের। তাই তো পোষ্যের যত্ন নিতে পিছপা হন না এনারা। কিন্তু তবে কারও কারও আবার পোষ্য থেকে সমস্যা হয়।

আসলে পোষ্যের কাছে গেলেই অনেকের হয়ে থাকে অ্যালার্জি। এই অ্যালার্জি কিন্তু খুব জ্বালায়। এমনকী অনেকদিন ভোগাতে পারে তাই এর লক্ষণ জেনে রাখা জরুরি।
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর