অ্যাপশহর

রমজানের 'উপোস' থেকেও নানান উপকার হয় শরীরের, কী কী লাভ মেলে জেনে নিন

২২ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে রমজান। এই সময় সারাটা দিন উপোস করেই কাটানো হয়। আর এই উপোস করতে পারলে শরীরের উপকার হয়ে থাকে। আসুন জানা যাক।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 15 Mar 2023, 12:57 pm
চলতি বছর ২২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এই গোটা একটা মাস পালিত হবে রোজা। এই সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমান ধর্মালম্বীরা উপোস করে কাটান। সন্ধেবেলায় কিছু খেয়ে ভাঙেন উপবাস।
EiSamay.Com what are the health benefits of ramadan fasting
রমজানের 'উপোস' থেকেও নানান উপকার হয় শরীরের, কী কী লাভ মেলে জেনে নিন


সারাবিশ্ব জুড়েই মুসলমানরা এই মাসটিকে পবিত্র হিসাবে মেনে চলেন। বাদ যায় না আমাদের দেশ তথা রাজ্যের মুসলিমরাও। সমস্ত ধর্মীয় রীতি-নীতি মেনেই পালিত হয় গোটা মাসটি। থাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণও।

আগেই বলেছি, এই গোটা মাস ধরে করা হয় উপবাস। সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি পেটে থাকা হয়। তারপর সন্ধের পর কিছু মুখে তোলা হয়। ধর্মিয় মতে এই মাসের বিরাট গুরুত্ব তো রয়েছেই। পাশাপাশি বিজ্ঞানও কিন্তু উপবাসের গুণ সম্পর্কে সদর্থক কথাই বলছে।

বিশেষজ্ঞদের একাংশের কথায়, উপবাস করার কিছু শারীরিক উপকার রয়েছে। শরীর ও মন সুস্থ থাকে উপোসের মাধ্যমে। আসুন জানা যাক রমজানের উপোসের গুণ।
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন
Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল
ট্রেন্ডিং