অ্যাপশহর

Stocks to Buy: মঙ্গলবারের বাজারে বড় সুযোগ! রেকর্ড লাভ দিতে পারে এই 5 স্টক

Stocks to Watch: আজকের বাজারে এই 5টি শেয়ারে বিনিয়োগ করে ব্যাপক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Produced byআস্তিক ঘোষ | Lipi 11 Jul 2023, 10:09 am

হাইলাইটস

  • সোমবার ভারতীয় শেয়ার বাজার মিশ্র অবস্থায় শেষ হয়।
  • 2টি বেঞ্চমার্ক সূচক প্রান্তিক লাভের সঙ্গে শেষ হয়েছে।
  • আজকের বাজারে কোন 5 স্টক লাভ দিতে পারে জানুন।
EiSamay.Com Stocks to Buy
সোমবার ভারতীয় শেয়ার বাজার মিশ্র অবস্থায় শেষ হয়েছে। তিনটি মূল বেঞ্চমার্ক সূচকের মধ্যে, এনএসই নিফটি এবং বিএসই সেনসেক্স প্রান্তিক লাভের সঙ্গে উচ্চ অবস্থায় শেষ হয়েছে। যেখানে ব্যাঙ্ক নিফটি, মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ সূচকগুলি নিচে শেষ হয়েছে। 50-স্টক সূচক নিফটি 24 পয়েন্ট বেড়ে 19,355 স্তরে শেষ হয়েছে।
একই সময় বিএসই সেনসেক্স 63 পয়েন্ট বেড়ে 65,344 পয়েন্টে শেষ হয়েছে। ব্যাঙ্ক নিফটি সূচক 64 পয়েন্ট সংশোধন করে 44,860 স্তরে বন্ধ হয়েছে। স্মল-ক্যাপ সূচক 0.26 শতাংশে বন্ধ হয়েছে। অপরদিকে, মিড-ক্যাপ সূচক আগের সেশনে 0.45 শতাংশ কমেছে। আসুন জেনে নেওয়া যাক যে আজকের বাজারে কোন 5টি স্টক ভালো লাভ দিতে পারে।

আজকের দিনের সেরা 5 স্টক


1. ICICI ব্যাঙ্ক - আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার বর্তমানে প্রায় 948.4 টাকার স্তরে ট্রেড করছে। যা ব্রেকআউট নির্দেশ করে। স্টকটি সমস্ত গুরুত্বপূর্ণ মুভিং এভারেজের উপরে ট্রেড করছে যা শক্তি নির্দেশ করে। স্টকটির দাম একবার 964 টাকার স্তর অতিক্রম করলে তা 985 টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

2. HCL টেকনোলজিস - এইচসিএল টেক শেয়ারের একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন রয়েছে। 1155 টাকার স্তর ধরে রাখতে পারলে তা 1105 টাকা পর্যন্ত যেতে পারে।
Penny Stock: সপ্তাহের প্রথম ট্রেডিং-এ লাভ দিল কোন কোন পেনি স্টক? জেনে নিন
3. HAL - এইচএএল এর শেয়ারের দাম 3650 টাকার স্তর থেকে বাউন্স ব্যাক করেছে। স্টকটি 20 দিনের ইএমএ এর উপরে ট্রেড করছে। এটির আরএসআই সূচক 63 স্তরের কাছাকাছি ট্রেড করছে। যার ফলে বর্তমানে স্টকটিতে ভালো বৃদ্ধি দেখা যেতে পারে।

4. টাটা স্টিল - টাটা গ্রুপের অন্যতম পরিচিত কোম্পানি হল টাটা স্টিল। এটি দেশের সব থেকে বড় লৌহ-ইস্পাত উৎপাদকদের মধ্যে একটি। চার্ট প্যাটার্নে শক্তিশালী ব্রেকআউটের পরে টাটা স্টিলের শেয়ারের দাম বুলিশ দেখা যাচ্ছে। যার ফলে আজকের বাজারে লাভ করতে অবশ্যই টাটা স্টিলের উপর নজর রাখতে হবে। স্টকটির দাম 125 টাকা পর্যন্ত যেতে পারে।
Kalyan Jewellers Share Price: হু হু করে দাম বাড়ল এই সোনার কোম্পানির স্টকে, একদিনে লাভ 5 শতাংশের বেশি
5. NTPC - মঙ্গলবারের বাজারে অপর একটি ভালো স্টক হতে চলেছে এনটিপিসি এর স্টক। এটি 205 টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

বি:দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারের ঝুঁকির সাপেক্ষে করা হয়ে থাকে। এই বিনিয়োগের কোনও নিশ্চয়তা বা গ্যারান্টি থাকে না। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। শেয়ার বাজারে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
লেখকের সম্পর্কে জানুন
আস্তিক ঘোষ
বিজনেস কনসালটেন্ট হিসেবে আস্তিক ঘোষ যুক্ত রয়েছেন EiSamay.Com, টাইমস অফ ইন্ডিয়ার বাংলা ডিজিটাল মাধ্যম, টাইমস ইন্টারনেট লিমিটেডের সঙ্গে। আস্তিক ব্যবসা, এন্টারপ্রেনেওরসিপ ও ভারতীয় অর্থনীতিতে গভীর আগ্রহী। এছাড়াও অবসর সময়ে বই পড়তে ও খেলাধুলায় বিশেষ আগ্রহী আস্তিক।... আরও পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল