অ্যাপশহর

Hero Xtreme 125R : মাসে 3,000 টাকা দিয়ে বাড়িতে আনুন নতুন হিরো এক্সট্রিম, চাবুক মাইলেজ!

নতুন বছরে নতুন বাইক লঞ্চ করেছে হিরো মটোকর্প। জানুয়ারিতে বাজারে এসেছে হিরো এক্সট্রিম 125R। কমিউটার মোটরসাইকেল হলেও লুকে অনেকটা স্পোর্টস বাইকের অনুভূতি দেবে। কোম্পানির দাবি অনুযায়ী, এতে 66 কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। আপনি যদি এই মোটরসাইকেল কিনতে চান তাহলে এই EMI প্ল্যান অবশ্যই জেনে নিন।

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 26 Feb 2024, 11:33 am
জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে হিরো এক্সট্রিম 125R। কোম্পানির নতুন কমিউটার-স্পোর্টস বাইক। তুখোড় ডিজাইনের পাশাপাশি দারুণ মাইলেজ দেবে বলে দাবি করেছে কোম্পানি। মূলত টিভিএস রেইডারকে টেক্কা দিতে বাজারে নেমেছে এই বাইক। এটি কিনতে চাইলে এক্স-শোরুম বাবদ 1 লাখ টাকা খরচ করতে হবে।
EiSamay.Com Hero Xtreme 125R
হিরো এক্সট্রিম 125R


হিরো এক্সট্রিম 125R : দাম কত?

বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে - নন-ABS দাম 95,000 টাকা এবং ABS - 99,500 টাকা। অন-রোড প্রাইস পড়বে প্রায় 1.10 লাখ টাকা। কিন্তু, অনেকের কাছে একবারে এতগুলো টাকা খরচ করা সম্ভব নয়। তাই তাদের ভরসা হয়ে ওঠে বাইক ফাইন্যান্সিং। যেখানে মাস গেলে অল্প কিছু টাকা দিয়ে পছন্দের মোটরসাইকেল বাড়ি আনা যায়।

হিরো এক্সট্রিম 125R : ইএমআই প্ল্যান

অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য অনুসারে, মোটরসাইকেলটি কেনার জন্য 11,000 টাকা ডাউন পেমেন্ট করলে, প্রায় 1 লাখ টাকা লোন নিতে হবে ব্যাঙ্ক থেকে। সুদের হার যদি 9.7 শতাংশ এবং মেয়াদ যদি 36 মাস রাখেন তাহলে প্রতি মাসে কিস্তি দাঁড়াবে 3,190 টাকা।
Honda SP 125 Sports নাকি Hero Xtreme 125R, কোন বাইকে মাইলেজ বেশি, দামের ফারাক জানুন

এই মোটরসাইকেল যদি কেনার পরিকল্পনা করে থাকেন এবং সেটি যদি বাইক ফাইন্যান্সের মাধ্যমে কিনে থাকেন তাহলে এই হিসাবটা মাথায় রাখা উচিত। তবে আপনি যদি কেনার কথা ভাবেন তাহলে বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশনগুলি জেনে নিন।

হিরো এক্সট্রিম 125R : স্পেসিফিকেশন

লুক-স্টাইল সম্পর্কে অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবার জানুন স্পেসিফিকেশন। বাইকে মিলবে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 11.4 হর্সপাওয়ার এবং 10.5 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে 5 স্পিড গিয়ার।

হিরো মটোকর্পের দাবি অনুযায়ী, বাইকে প্রতি লিটারে 66 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 95 কিমি প্রতি ঘণ্টা। মিলবে 10 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি এবং 1.6 লিটার রিসার্ভ ফুয়েল ক্যাপাসিটি। বাইকের কার্ব ওয়েট 136 কেজি।

বাইকে সাসপেনশন মিলবে সামনে কনভেনশনাল ফর্ক এবং পিছনে হাইড্রলিক শক অ্যাবসর্বার। বাইকের সামনে মিলবে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। সঙ্গে অতিরিক্ত ব্রেকিংয়ের জন্য মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)।

ফিচার্স হিসাবে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর নোটিফিকেশন এলার্ট, USB চার্জিং এবং LED লাইটিং।
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন

পরের খবর

ট্রেন্ডিং